কিভাবে বানায় মুভিং মেসেজ ডিসপ্লে?

আমাদের কাছে অনেকেই জানতে চান মুভিং মেসেজ ডিসপ্লে কিভাবে বানায়? কিভাবেই বা এই মুভিং মেসেজ ডিসপ্লে সাইন বোর্ড কাজ করে?

তাঁদের জন্য এই সংক্ষিপ্ত ভিডিও টি কাজে দিবে আশা করি।

সেন্টার ল্যাব, গাইবান্ধা’র সৌজন্যে দেখেনিন মুভিং মেসেজ ডিসপ্লের ভেতর বাহির ও খুঁটিনাটি।

এর জন্য তারা 7×5 এলইডি ম্যাট্রিক্স ব্যবহার করেছেন। অর্থাৎ এতে এলইডি’র ৭ টি Row এবং ৫ টি Column আছে। যা মাইক্রোকন্ট্রোলার দ্বারা নিয়ন্ত্রিত হয়ে চলন্ত মেসেজ প্রদর্শন করে।

আবারো সেন্টার ল্যব কে কৃতজ্ঞতা জানাই আমাদের সাথে তাঁদের এই ভিডিওটি শেয়ার করবার জন্য।

উত্তর প্রদান

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন