ফ্রীজের জন্য 555 IC দিয়ে বানানো সহজ ডিলে সার্কিট

5
2020

ফ্রীজে ডিলে সার্কিট এর ব্যবহার ও তার কারণঃ

প্রথমেই জেনে নেই ফ্রীজে স্টার্টিং ডিলে সার্কিট কেন ব্যবহার করা উচিৎ-

ফ্রেয়ন নামক এক ধরনের গ্যাসকে অতি উচ্চ চাপ ও বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে recycling সম্পাদান করে ফ্রীজ কে ঠান্ডা করা হয়। এই রিসাইক্লিং প্রকৃয়া ও উচ্চচাপের জন্য কম্প্রেসর ব্যবহৃত হয়। আবার এই recycling টাইম ও আভ্যন্তরীন তাপমাত্রা নিয়ন্ত্রণ করে ফ্রীজের ভিতর থাকা থার্মো-কন্ট্রোল ডিভাইস। কমপ্রেসার নিয়মানুযায়ী বন্ধ হলে, উচ্চ চাপের গ্যাস ব্যাক প্রেসার দিয়ে কমপ্রেসার এর ভিতর চলে আসে।

কিন্ত কমপ্রেসার চালু থাকা অবস্থায় হঠাত পাওয়ার ফেইল হয়ে আবার একটিভ হলে গ্যাসের ব্যাক প্রেশারের কারনে কমপ্রেসার কে জ্যাম করে ফেলে। যার ফলে কমপ্রেসার টিতে প্রচুর চাপ পড়ে। ক্ষেত্র বিশেষে পুড়েও যেতে পারে। ফলে টাকা, সময়, ভোগান্তির শেষ থাকে না। কাজেই আমরা যদি এমন একটি ডিভাইস তৈরি করি যা কারেন্ট হঠাত চলে গিয়ে আসলেও সেই পাওয়ার কে নির্দিষ্ট সময়ের পরে অর্থাৎ ডিলে’র মাধ্যমে ফ্রীজে / কম্পেসরে  প্রদান করে তাহলে আর কোনো সমস্যা থাকেবে না। এই সার্কিটকেই ডিলে সার্কিট হিসেবে অভিহিত করা যায়।

কি ভাবে বানাবো এই ডিলে সার্কিট?

আমরা NE555 টাইমার নিয়ে অনেকেই অনেক প্রজেক্ট বানিয়েছি, আসলে এই টাইমার আইসি টিকে অনেক কাজেই ব্যবহার করা যায়। আজ আমরা এটাকে ফ্রীজের সার্টিং ডিলে সার্কিট হিসাবে কিভাবে ব্যবহার উপযোগী করা যায় তা দেখব। যার ফলে কারেন্ট চলে গিয়ে আবার আসলেও কমপ্রেসারের উপর চাপ না পরে।

555 ডিলে সার্কিট - ডায়াগ্রাম (555 Based Delay Circuit Diagram)
555 ডিলে সার্কিটডায়াগ্রাম

পার্টস লিস্ট

  • ১। ১টি NE555 IC
  • ২। ১টি 7812 IC
  • ৩। ১টি BC558/BC557 ট্রানজিস্টর
  • ৪। ১টি 12V SPDT রিলে
  • ৫। ৫টি 1N4007 ডায়োড
  • ৬। ১টি 1000uf/25V ক্যাপাসিটর
  • ৭। ২টি 100uf/25vক্যাপাসিটর
  • ৮। ১টি 103pf ক্যাপাসিটর
  • ৯। ২টি 2.2k রেজিস্টেন্স (1/4W)
  • ১০। ১টি 2.2k রেজিস্টেন্স (1/4W)
  • ১১। ১টি 1M ওহমস্‌ রেজিস্টেন্স (1/4W)
  • ১২। ২টি LED (লাল এবং সবুজ রং এর)
  • ১৩। ১টি ট্রান্সফরমার(9V-0V-9V Center Tap) বা (0-18V)
555 ডিলে সার্কিট - পিসিবি 3D View
555 ডিলে সার্কিট – পিসিবি 3D View

সার্কিট টির কার্য প্রণালী ও সংযোগ

পাওয়ার সাপ্লাই এর জন্য ১ টি  ৯-০-৯ ভোল্টের ট্রান্সফরমার (আমরা এটাকে ০-১৮ করে নিব) ৪টা ডায়ড, ২টা ফিল্টারিং ক্যাপাসিটর এবং ৭৮১২ আইসি ব্যবহার করে ১২ ভোল্ট রেগুলেটেড পাওয়ার সাপ্লাই তৈরি করে নিলে এটি টাইম এর ভেরিয়েসন আর ডিভাইস এর অপারেটিং ভোল্টেজ কে স্থির রাখবে। এবং  ডিভাইস এর লাইফ টাইম বাড়িয়ে দেবে।

৪নং ও ৮নং পিনে (+) পাওয়ার এবং ১নং পিনে (-) গ্রাউন্ড সংযোগ হবে। ২নং (TRIG) পিন এবং ৬নং (THR) পিন শর্ট করে 1M ওহমস ও 100uf এর সংযোগ হবে।

৭নং (DIS) পিন আমরা ফাকা রাখব। যেন ৬নং ও ২নং পিনের সাথের ক্যাপাসিটর টা ডিসচার্জ না হয়, এতে টাইমার টা একবার টাইম কাউন্ট করে থেমে যাবে (মনো শট)।

  • যখন পাওয়ার রিসেট হবে তখন পুনরায় টাইমার টা কাউন্ট করা শুরু করবে।
  • ৩ নং পিন থেকে আউট পুট এর জন্য 3.3k , BC558, ও ১২ ভোল্ট এর রিলে ব্যবহার করব।
  • ২টা LED ডিলেটাইম একটিভ ও আউট পুট নরমাল একটিভ ইন্ডিকেটর এর কাজ করবে।
  • রিলের COM (Common) ও NO (Normally Open) পিন ফ্রীজের সকেটের সাথে সিরিজ হয়ে যাবে। সংক্ষেপে ডিলে সার্কিট এর কাজ এরূপেই হয়।
ডিলে সার্কিট এর পিসিবি লেয়াউট (PCB Layout)
ডিলে সার্কিট এর পিসিবি লেয়াউট (PCB Layout)

ডিলে সার্কিট পিসিবি ডিজাইন – PDF and proteus file ডাউনলোড লিংক

তো, বানিয়ে ফেলুন এত সহজ ডিলে সার্কিট। আর আসুন আমরা ফ্রীজে এই ডিলে সার্কিট ব্যবহার করে ফ্রীজের আয়ুষ্কাল বাড়াই। সবাইকে অনেক ধন্যবাদ।

5 মন্তব্য

  1. একটু শেয়ার করি, —- আমরা ডিলে সার্কিট কেন ইউজ করি, যখন ঘনো ঘনো বিদ্যুৎ আসাযাওয়া করে, যখন বিদ্যুৎ আশে তখন অনেক বেশি ভোল্ট, এম্পিয়ার , আসে — এটা যে কোনো ইলেক্ট্রিক বা ইলেক্ট্রনিকস সামগ্রীর জন্য ক্ষতিকারক, সেই বিদ্যুৎ লোড ম্যানেজিং নরমালি হতে কিছুক্ষন সময় লাগে, তাই ক্ষতির হাত থেকে বাচার জন্য 5 মিনিট 3/4 মিনিট ডিলে করা হয়, এতে অনেক জিনিসকেই সেইফ লাইফ দেয়া সম্ভব —— ডিলে সার্কিট বানাতে NE 555 আই সি’র গুরুত্ব অপরিসীম ——

উত্তর প্রদান

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন