ডায়োড সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য – (১)

2
1387

প্রশ্নঃ- 12V থেকে ১০টি ডায়োড সিরিজে লাগিয়ে (0.7×10)=7v ড্রপ করে (12v-7v)= 5v বানিয়ে মোবাইল চার্জ দেওয়া যাবে কি ? এতে মোবাইলের কোন ক্ষতি হবে কি ? বা হলে কি ধরনের ক্ষতি হতে পারে এবং কেন ?

অথবা এই পদ্ধতির বিকল্প ও আরো উন্নত কোন ধরনের Power circuit ব্যবহার করা যায় ?

উত্তরঃ- এ পদ্ধতিতে যদিও Volt drop হয়ে 5V হয়, কিন্তু তা দিয়ে কখনও মোবাইল চার্জ দিতে যাবেন না, এতে আপনার সাধের মোবাইলটি নষ্ট হয়ে যেতে পারে ৷ একজন হবিষ্টের মনে এ জাতীয় প্রশ্ন জন্ম নিতেই পারে, এটাই স্বাভাবিক ৷

আসুন একটু বিস্তারিত জানার চেষ্টা করিঃ-ডায়োডের ধরণ,নাম্বার ও প্রস্তুতকারী কোম্পানী অনুযায়ী ডায়োডের ভোল্টেজ ড্রপ 0.3 থেকে 0.7 Volt drop হতে পারে ৷ (জার্মেনিয়াম ডায়োডের 0.3v ও সিলিকন ডায়োডের ক্ষেত্রে 0.7v ধরা হয় ৷ )

ডায়োড_Diode-Amader_Electronics

ধরি 1N4007 এর ভোল্ট ড্রপ 0.7 Volt ৷ সে অনুযায়ী ১০টা ডায়োডে 10×0.7 = 7V হয় ৷ তাহলে (12v – 7v) = 5V হয় ঠিকই ৷ এখানে তত্ত্বগত দিক দিয়ে বিচার করলে, যদি আপনার Power source টি সর্বোচ্চ 1Amp ক্ষমতা সম্পন্ন হয়, সে ক্ষেত্রে মোবাইল চার্জ দেওয়া সম্ভব ৷

কিন্তু যদি আপনার Power Source টি 1Amp এর চাইতে বেশী অর্থাৎ 2/3/5Amp বা তার চাইতে বেশী ক্ষমতা সম্পন্ন হয় সে ক্ষেত্রে আপনার মোবাইলের ভিতর চার্জিং সার্কিটের সুইচিং TR/mosfet/ ic প্যাকেজটি নষ্ট হয়ে যাবে ৷ কারন ডায়োড সিরিজ সংযোগের ফলে Volt drop করে ঠিকই কিন্তু Current Controll করছে না, এখানে Current limite এর ব্যবস্থা না থাকায় চার্জিং সেকশনের সুইচিং TR/mosfet/IC প্যাকেজটি পুড়ে যাবে ৷ দীর্ঘক্ষন সংযোগ থাকলে over current প্রবাহিত হয়ে 1N4007 ডায়োড গুলিও নষ্ট হতে পারে ৷ তাই এই পদ্ধতিতে মোবাইল চার্জ বা অন্য কোন সার্কিটে পাওয়ার না দেওয়াই উচিৎ ৷

বিকল্প হিসেবে আমরা রেগুলেটর ic 7805 অথবা Lm317T ic সংযুক্ত power cicuit ব্যবহার করতে পারি ৷ যদি বেশী Amp ও power loss কমানোর প্রয়োজন হয়, সে ক্ষেত্রে আমরা Lm 2576-5v ic যুক্ত power circuit ব্যবহার করতে পারি, এটা খুবই কার্যকরি ও দারুন কাজ করে ৷

 

2 মন্তব্য

উত্তর প্রদান

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন