আরডুইনো শিখি – পাঠ ১ঃ প্রাথমিক আলোচনা

0
1688
আরডুইনো দিয়ে ইলেকট্রনিক্স মাইক্রোকন্ট্রোলারের কাজ

Arduino কি?

Arduino আসলে একটা ডেভেলপমেন্ট বোর্ড (বা মাদার বোর্ড) যাতে AVR বেসড মাইক্রোকন্ট্রোলার ব্যাবহার করা হয়। যেমনঃ ATmega328

Arduino তে প্রোগ্রাম লিখব Arduino IDE(integrated development environment) ব্যবহার করে।

মাইক্রোকন্ট্রোলার সম্পর্কে আরও জানার জন্য পড়ুন আমদের ইলেক্ট্রনিক্স মাইক্রোকন্ট্রলারের সহজ পাঠ

Arduino শিখতে আমাদের কিছু প্রয়োজনীয় software এবং hardware লাগবে তা দেখে নেইঃ

১। Arduino UNO (ডেভেলপমেন্ট বোর্ড): আপনার কাছের ইলেক্ট্রনিক্সের দোকান থেকে সংগ্রহ করতে পারবেন।

arduino 1
arduino uno

২। Arduino Software: Arduino এর অফিসিয়াল ওয়েব সাইট থেকে DOWNLOAD করে নিতে পারবেন।

arduino 2

৩। Proteus simulation software: এখান থেকে  DOWNLOAD করে নিতে  পারবেন।

এবার প্রয়োজনীয় software গুলো ইন্সটল করিঃ

ধাপ ১: Arduino ফাইল টির উপর দুইবার ক্লিক করি অথবা মাউস এর রাইট বাটন চেপে ওপেন এ ক্লিক করি।

Arduino IDE open করা
Arduino IDE open করা

Arduino IDE open করা

ধাপ ২: এবার YES এ ক্লিক করি । ধাপ ৩:নিচের ছবির মত করে লাল মার্ক করা জায়গায় ক্লিক করি

                                                     arduino 4

                                                          arduino 5

খেয়াল রাখব যেন Install USB drivers এর চেক বক্স এ টিক দেয়া থাকে ।

                             arduino 6

                                arduino 7

ব্যাস শেষ, এবার প্রটিয়াসঃ

               ধাপ ১: Proteus file টি যে ফোল্ডার এ আছে সেই ফোল্ডার এ যেয়ে licence.lxk তে দুইবার ক্লিক করি ।

               এবার যথাক্রমে install >> YES >> closeক্লিক করি।

আরডুইনো ৮

 

   ধাপ ২:proteus.exe ফাইল টিতে দুইবার ক্লিক করি অথবা মাউস এর রাইট বাটন চেপে ওপেন এ ক্লিক করি ।

arduino 9

            এবার যথাক্রমে install >>next >> next >> next >>Finish এ ক্লিক করি। এখন ISIS বা ARES অ্যাপ্লিকেশন দুইটি ইন্সটল          হয়ে        গেলো কিন্তু    কোনভাবেই এই দুটির একটি কেউ রান করানো যাবে না।

               ধাপ ৩: LXK Proteus 7.10 SP0 RUS v1.0.1.exe ফাইল টিতে মাউস এর রাইট বাটন চেপে open as administrator এ ক্লিক করি । তারপর ছবির মত করে update বাটন টি তে ক্লিক করি ।

arduino 10

arduino 11

                 ধাপ ৪: এখন পি সি র C:Program FilesLabcenter ElectronicsProteus 7 ProfessionalLIBRARY লোকেশনে      এই   ফাইল   দুইটি কপি করে পেস্ট করে দিন।

arduino 12

আপাতত কাজ শেষ। এবার সংক্ষেপে Arduino uno সম্পর্কে কিছু জেনে নিইঃ

1.arduino uno তে ব্যাবহার করা হয়েছে Atmel এর Atmega328P

2.13 নং পিনের সাথে বিল্ট ইন led দেয়া থাকে ।

arduino 13

Arduino UNO এর Pin configaration

ধন্যবাদ সবাইকে devil

আরডুইনো শিখি – পাঠ ২ঃ সফটওয়্যার পরিচিতি , প্রোগ্রাম করার নিয়মাবলী এবং প্রথম প্রোগ্রাম করা

উত্তর প্রদান

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন