রিমোট কন্ট্রোল তৈরি – টিভি রিমোট দিয়েই কন্ট্রোল করুন লাইট ফ্যান সহ যেকোনো ৩টি ডিভাইস (প্রোগ্রামেবল)

23
3602

রিমোট কন্ট্রোল তৈরি নিয়ে আজকের লেখা। আমাদের ঘরে থাকা টিভি রিমোট কন্ট্রোলার দিয়েই চলবে এই সার্কিট। লাইট ফ্যান সহ যেকোন ৩টি ডিভাইস অন-অফ করা যাবে এই কন্ট্রোলার দিয়ে। এই রিমোট কন্ট্রোল তৈরির মাধ্যমে ঘরের লাইট ফ্যান অন অফ করতে পারবো বিছানায় শুয়ে-বসেই। তাহলে আর দেরি না করে শুরু করি প্রোগ্রামেবল রিমোট কন্ট্রোল তৈরি করতে।

এই রিমোট সার্কিট এর বিশেষ সুবিধা কি?

এই কাজ টি আমরা মাইক্রোকন্টোলার ও রিলে দিয়ে সম্পূর্ণ করবো! যদিও এটি CD4017, CD4026, ইত্যাদি বিভিন্ন  IC  দিয়ে করা যায় কিন্তু তাতে অসুবিধা হলো- আমরা রিমোটের নির্দিষ্ট কোন বাটন সেট করতে পারি না। কিন্তু এই সার্কিট দিয়ে আপনি TV Remote এর যে কোনো বাটনকে প্রোগ্রাম করতে পারবেন ডিভাইস অন-অফ করার জন্য।

টিভি রিমোট কন্ট্রোলার ডায়াগ্রাম - TV remote control diagram
রিমোট-এর সাহায্যে ঘরের লাইট ফ্যান অন অফ করার সার্কিট

এটি আমাদেরে রিমোট-এর সাহায্যে ঘরের লাইট ফ্যান অন অফ করার সার্কিট এর ডায়াগ্রাম। পিসিবি লেআউট ও .hex ফাইল শেষে দিয়ে দিব। এই ফাইল টি আপনি মাইক্রোকন্ট্রোলার বার্নারের মাধ্যমে MCU তে রাইট করে নিলেই চলবে।

টেলিভিশন রিমোট দিয়ে এটি যেভাবে সেট করবেন

প্রথমে আমাদের কে সার্কিট টি ঠিক মত বানাতে হবে।

  • MCU বা মাইক্রোকন্ট্রোলারে কোড আপলোড করার পর সার্কিটপাওয়ার দিয়ে পুশ বাটন টি ৩ সেকেন্ড চেপে ধরলে একটি LED জ্বলবে।
  • এখন প্রথম ডিভাইস টি Remote এর যে বাটনে সেট করবো সেই বাটন টি তে চাপ দিলেই প্রথম ডিভাইস টি উক্ত বাটনে সেট হয়ে যাবে।
  • বাকী দুটি বাটন ও এভাবে সেট করবেন।
  • তিনটি ডিভাইস সেট করা শেষ হলে সার্কিটের পুশ বাটন টি তে আর একটি চাপ দিন। ব্যাস কাজ শেষ।

জরুরী জ্ঞাতব্য কিছু বিষয়

  1. Remote কন্ট্রোলার টি সনি টিভি’র (Sony TV) হতে হবে। কাছে না থাকলে বাজারে সস্তা সনি টিভির অনেক রিমোট পাওয়া যায় তা দিয়েও কাজ করবে।
  2. যেহেতু এসি ২২০ ভোল্ট নিয়ে কাজ সেহেতু সাবধানে কাজ করতে হবে।
  3. যেখানে ব্যবহার করবেন সেখানে যদি টিভি থাকে তাহলে টিভি’র থেকে কিছু দূরে রাখতে হবে।
টিভি রিমোট কন্ট্রোল তৈরি করার পরে
টিভি রিমোট কন্ট্রোল তৈরি করার পরে

রিমোট এর হেক্সা ফাইল ডাউনলোড করতে পারবেন এই লিংক থেকেঃ IR Remot control 3Relay

23 মন্তব্য

  1. vai regular pori group er post. but agula bastob life e useless to me. 4-5 ber try koresi banate ak ber o pai nai. . . amare dia electronics hobe na….. i rather do others.

  2. আমি আপনার লেখা টা প্রলাম ভাল লাগছে। তবে এইটা দিয়ে জদি ফ্যান সিপড কনট্রোল কারা জএত হালে ভাল হত
    রিমোট দিয়েই কন্ট্রোল করুন যেকোনো ৩টি ডিভাইস (প্রোগ্রামেবল)

উত্তর প্রদান

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন