পিনটোনঃ কোনো কিছু ড্রিল করা এখন খুব সহজ

6
1311
পিনটোন দিয়ে ড্রিলচক

আমরা যারা ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্সের হবিস্ট, তাদের একটি কমন সমস্যা হলো কোনো কিছু হোল বা ছিদ্র করা। PCB, কোনো পাতলা ধাতব বা প্লাস্টিকের/কাঠের বোর্ড, বক্সের জন্য প্রয়োজনীয় ছিদ্র করতে গেলেও বিভিন্ন সমস্যার মুখে আমরা প্রতিনিয়তই পড়ি। এই কাজটি অনেকেই অনেকভাবে চেষ্টা করেন, অনেকে সফল হন, আবার অনেকে পারছেন না বা মনের মতো হচ্ছেনা। কারণ এটার চক বা বিট হোল্ডার আমাদের স্থানীয় বাজারে সহজলভ্য নয় বলে পিনটোন দিয়ে কাজ চালিয়ে নিতে হয়।

পিন্টন দেখতে যেমন কিন্তু এই পিন্টন কে যদি আমাদের মনের মতো বা যতটা সম্ভব কাজের উপযোগী করে পরিবর্তন করে নিতে পারি। তাহলে আমাদের প্রজেক্টের কার্যকারিতা বাড়বে ও বারবার ড্রিল বিট কেনার হাত থেকে আমরা রক্ষা পাবো, বাঁচবে অনেক টাকা।

এ সম্পর্কে আমার অভিজ্ঞতা থেকে কিছু শেয়ার করছিঃ

১। প্রথমে পিনটোনের বডিকে ঠিক মাঝ থেকে কেটে ফেলুন।

পিন্টন কে মাঝ থেকে কাটতে হবেক) এটা কাটার জন্য হ্যাকস ব্লেড (Hacksaw Blade) ব্যবহার করতে পারেন।

খ) আরও ভালো হয় যদি কারও পাওয়ার হ্যান্ডড্রিল থাকে, তাহলে পিনটনের বডিকে ড্রিল চকে লাগিয়ে নিন। এবারে মেশিন রান করে হ্যাকস ব্লেডের কাটার অংশে চেপে ধরুন। অনেক সুন্দরভাবে কেটে যাবে, অনেকটা লেদ মেশিনের মতো। (২ নাম্বার ছবি দেখুন)

পিনটোন কে মাঝ থেকে কাটবার পর
২। পিনটোনের যে অংশটা ড্রিল বিটকে চেপে রাখে বা আটকিয়ে রাখে সেটা বের করুন। একটা পিনটোনের দুমাথায় দুটো ছোটো ছোটো চক থাকে (৩ নাম্বার ইমেজ দেখুন)। প্রতিটি চকের দুই দিকে আবার দুটো করে চোয়াল বা বিটকে আটকানোর ম্যাকানিজম থাকে। তবে সব চোয়ালই মটরের শ্যাফ্টকে আটকে রাখতে পারে না। তাই প্রথমে দেখে নিন, কোন চকের কোন চোয়াল মটরের শ্যাফ্টকে ভালোমতো আটকে রাখতে পারে।

পিনটোনের দুই মাথা ভিন্নরকমের হয়
এবারে নিচের পদ্ধতি দুইটি অনুসরণ করুন। এর ফলে ড্রিলবিট ধরে রাখার চোয়াল মসৃণ হবে ও বিট কাঁপবে না
ক) একটি পাওয়ার ড্রিলে ১/৮ মানের বিট লাগান। এবার পিনটোনের যে চোয়াল শ্যাফ্টের জন্য ভালো, সেই চোয়ালের চেরা মুখ দিয়ে ১/৮ মানের ড্রিলবিট ঢুকিয়ে মুক্তভাবে পাওয়ার ড্রিল চালান। এ সময় ছোটো চকটির অপর মাথা, অর্থাৎ অপর চোয়াল সোজা এবং শক্ত করে কোনো কিছু দিয়ে ধরে রাখুন নিচের ছবির মতো করে।

এতে করে চোচকটি এভাবে ধরে ছিদ্র করতে হবেয়ালের অমসৃণ বা উঁচুনিচু অংশ সমান হয়ে যাবে আর মটরকে টালমুক্ত ভাবে আটকে রাখবে। মুক্তভাবে ড্রিল করার অর্থ হলো চোয়ালের মাথায় কোনো চাপ থাকবেনা, এতে পাওয়ার ড্রিলের বিট চোয়ালের উপর খুব বেশি প্রভাব ফেলতে পারবেনা, মানে বিটের কাটিং পয়েন্ট চোয়ালের উচুনিচু অংশকেই শুধু কেটে ফেলবে, হোল-কে বড় করবে না।

খ) অনুরূপ ভাবে চকটির অপর চোয়ালকে ১/১৬ মানের বিট দিয়ে ড্রিল করে মসৃণ করুন।পিনটোনের কেটে ফেলা বডিতে চক প্রবেশ করান

৩। পিনটোনের কাটা বডির এক টুকরো বেছে নিন, আর এর মাঝে মাত্র মসৃণ করা চকটি প্রবেশ করান। এখানে লক্ষণীয় যে। বিটকে আটকে রাখার পাশে চিকন হোল-ওয়ালা চক রাখুন। আর নিচের ছবির মতো করে মটরকে আটকে রাখা চোয়াল বডির কাটাপাশের দিকে ঢুকিয়ে দিন।

৪। কাটা অংশের দিক দিয়ে মটরের শ্যাফট প্রবেশ করান। আর অন্যপাশে ড্রিলবিট কে রেখে পিনটোনের মাথার অংশ (পেঁচওয়ালা নাট) টাইট করুন। এই নাট টাইট দিলে চকের দুটি চোয়ালই একই সাথে মটরের শ্যাফ্ট ও বিটের সাথে আটকে যাবে

নাট টাইট দিলে চকের দুটি চোয়ালই একই সাথে মটরের শ্যাফ্ট ও বিটের সাথে আটকে যাবে

পিনটোন ও মটর সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ

৫। পিসিবি ড্রিলিংয়ের ক্ষেত্রে মটরের পাওয়ার নির্বাচন অনেক গুরুত্ব বহন করে। কারণ বেশি গতির মটোরের কম্পন, বিটের কাটিং এজ-এ (Edge) প্রভাব ফেলে বিটের লাইফ-টাইম নষ্ট করে দেয়, বা ছিদ্র করার ক্ষমতা নষ্ট করে দেয়।
এক্ষেত্রে মটোরের ভোল্ট দেখেনিয়ে পাওয়ার সাপ্লাই ভোল্ট নির্বাচন করুন।
যেমন: ৬ ভোল্টের মটর হলে ০.৮৮ মিমি বা ১/৩২ সাইজের বিটের ক্ষেত্রে ৪.৫ ভোল্ট থেকে ৫ ভোল্ট ব্যবহার করুন। ১২ ভোল্টের মটর হলে ১০ থেকে ১১ ভোল্টের মটর ব্যবহার করুন। অপেক্ষাকৃত মোটা বিট যেমন ১.২মিমি বা ১/১৬ বিট হলে ৬ ভোল্টের মটরে ৬ ভোল্ট, আর ১২ ভোল্টের মটরে ১২ ভোল্ট-ই ব্যবহার করুন।

৬। আর একটা বিষয় না বললেই নয়। যদি চকের চোয়াল ড্রিল বিট বা মটর শ্যাফট কে মজবুত বা শক্ত করে আটকাতে না পারে, তবে সাবধানতার সহিত চায়না হ্যাক্স ব্লেড দিয়ে চোয়ালের চেরা অংশকে বড় করে নিতে পারেন, এতে মটরের সাথে ভাল ভাবে আটকাবে।

এই কথা গুলো আমার অভিজ্ঞতা থেকে বলেছি। অনেকেই কলম বা অন্যকিছু দিয়ে মটরের সাথে বিটকে আটকানোর চেষ্টা করেন। ব্যাপারটা অবশ্যই মজার। নিজে কিছু করার মজাই আলাদা। কিন্তু সেসব ক্ষেত্রে কিছুটা সীমাবদ্ধতা থাকে। সহজে বিট পরিবর্তন করা যায় না। বা অন্য সাইজের বিট লাগানো যায় না, ইত্যাদি ইত্যাদি। তবে এই পদ্ধতিতে চাইলেই আপনি বিট পরিবর্তন করতে পারবেন। বা বিভিন্ন মানের বা সাইজের বিট লাগাতে পারবেন। পিসিবি ড্রিলিংয়ের কোয়ালিটিও অনেক অনেক ভালো হবে। আমার এই টিপস্‌গুলো আশাকরি আপনাদের সবার উপকারে আসবে। সবাই ভালো থাকবেন। নতুন কোনো আইডিয়া থাকলে শেয়ার করবেন। প্রশ্ন থাকলে কমেন্টস করবেন। ধন্যবাদ।

6 মন্তব্য

  1. Amaderelectronicsshop e khali pintonta bikri na kore borong apnara pcb drilling er jonno pinton age theki modify kore bikri korun,noile pintonke eibhabe modify kora sobar pokkhe ektu oshubidhajonok hote pare.

উত্তর প্রদান

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন