হার্টবীট কাউন্টার – ডিজিটাল হৃদকম্পন পরিমাপক যন্ত্র

3
832
ডিজিটাল হার্টবীট কাউন্টার বানিয়ে নিন খুব সহজেই

ঈদ মোবারক। কেমন আছেন সবাই? নিশ্চই ভালো। আমিও ভালোই আছি। নাম শুনে নিশ্চই বুঝতে পারছেন আজকে আমি লিখছি হার্টবীট কাউন্টার নিয়ে। এ প্রসঙ্গে মনে পড়ে গেল বিখ্যাত সেই গান – “আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল শুধাইলো না কেহ” – এমন দুঃখে দুঃখিত হয়ে অনেকেই ব্যাথাতুর থাকেন। আবার কেউ কেউ আমার মতো বেছে নেন ইলেকট্রনিক্স! জ্বী হ্যাঁ। কেউ না শুনলেও আপনারহৃদয়ের স্পন্দন (হার্টবীট) ঠিকই ইলেকট্রনিক্সের মাধ্যমে দেখানো/গোনা সম্ভব আর তাই নিয়েই আমার আজকের লেখা – ডিজিটাল হার্টবীট মনিটর – হৃদকম্পন গণনা যন্ত্র (Heartbeat Monitor/Counter)

কাজ কীঃ

এটি কারো হৃদকম্পনের হার কে ডিজিটাল ভাবে প্রদর্শন করে।

কীভাবে কাজ করে  – মূলতত্ত্বঃ

আমাদের আঙ্গুলের মধ্যদিয়ে কোনো আলো প্রবাহিত হলে তার কিছু পরিমান আলো আমাদের ধমনী বাহিত রক্ত কণিকা (blood cell) তে প্রতিফলিত হয় ( বিশেষ করে infrared ray)। যখন হার্টবীট হয় তখন আঙ্গুলর অগ্রভাগে থাকা ধমনীতে blood cell এর পরিমান বৃদ্ধি পায় যারফলে reflection এর মাত্রাও বৃদ্ধি পায়। কিন্তু এর amplitude খুবই কম। তাই এই amplitude কে amplifier circuit এর মাধ্যমে বৃদ্ধি করে microcontroller এর 3 নং পিন এ দেওয়া হয় Digitally process করবার জন্য। microcontroller এই সিগনাল প্রসেস করে digitally display করে।

প্রসঙ্গক্রমে আসুন দেখে নেই কিছু প্রাণীর হৃদস্পন্দন এর হার-

কিছু প্রাণীর হৃদস্পন্দন এর হার

হার্টবীট - বিভিন্ন প্রাণীর

অনেক জ্ঞানের কথা হলো। সেসব থাক আপাতত। আসুন তবে এবার হার্টবীট মনিটর এর জন্য কি কি লাগবে তা দেখি-

 

প্রয়োজনীয় উপকরনঃ

  • PIC16f628 microcontroller
  • MCP602 op-amp
  • IR LED
  • IR Photo Diode
  • LM7805
  • 7 segment (3 digit) common anode LED
  • Capacitor (1uf, 100nf)
  • Crystal 4 Mhz
  • Transistor BC547, BC557
  • Resistor (150R, 330R, 470R, 1K, 6.8K,68K, 680K)
  • Push Button Switch

আসুন মাইক্রোকন্ট্রোলার টির বিভিন্ন পিন দেখে নেই –

মাইক্রোকন্ট্রোলার পিন আউট

PIC16F627A_for_Heartbeat_Monitor_Ckt_Amader_Electronics_BD

হার্টবীট মনিটর/কাউন্টার সার্কিট ডায়াগ্রাম

নিচের সার্কিটটুকু হার্টবীট মনিটরের মাইক্রোকন্ট্রোলার পার্ট। এর সাথে এম্পলিফায়ার অংশ যুক্ত করতে হবে।

হার্টবীট মনিটরের জন্য মাইক্রোকন্ট্রোলার সার্কিট

নিচে এম্পলিফায়ার সার্কিট ডায়াগ্রাম অংশটুকু দিচ্ছি। বিশেষ ভাবে উল্লেখ্য যে এই এম্পলিফায়ার কিন্তু সাধারণ অডিও এম্পলিফায়ার নয়। যেহেতু IR LED থেকে প্রাপ্ত সিগনাল খুব দূর্বল হয় তাই এর জন্য এই বিশেষ এম্পলিফায়ার সার্কিট ব্যবহার করতে হবে। এখানে অপরেশনাল এম্পলিফায়ার আইসি MCP602 ব্যবহার করা হয়েছে যা এই কাজের জন্যই বিশেষভাবে প্রস্তুত কৃত। এটি ছাড়া অন্যকোনো আইসি ব্যবহার করা যাবে না।

হার্টবীট কাউন্টারের জন্য এম্পলিফায়ার সার্কিট

 

আজকে আপাতত এ পর্যন্তই। পার্টস কিনে সার্কিট বানিয়ে ফেলুন। ভেরোবোর্ডেও বানাতে পারেন। তবে ভালো ফলাফলের জন্য পিসিবি তে বানানো উচিৎ। আগামী পর্বে প্রোগ্রামিং কোড নিয়ে হাজির হবো আর আমার বানানো সার্কিটের ছবিও সেখানে থাকবে। সাথে আমার ল্যাবে টেস্ট করা ফলাফল ও সেখানে দিব।

ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। শুভকামনা ও আবারো ঈদ মোবারক জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।

 

3 মন্তব্য

উত্তর প্রদান

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন