বিজ্ঞান এর অভিনব আবিষ্কার এর মধ্যে একটি হল হলোগ্রাফি। আলোর প্রতিসারণ কাজে লাগিয়ে বিভিন্ন আলোক বিন্দুকে একটি একটি নির্দিষ্ট বিন্দুতে কেন্দ্রীভূত করে কোন দ্বিমাত্রিক আলোক উৎসকে ত্রিমাত্রিক রূপ দেওয়া যায়। এটিই থ্রিডি হলোগ্রাফি। আসুন এখন শিখি কিভাবে একটি সরল হলোগ্রাফি প্রজেক্টর বানাতে হয়।
পরিচ্ছেদসমূহ
ধাপ ১: হলোগ্রাফি প্রজেক্টর বানাতে কি কি লাগবে?
প্রথমে জেনে নেই এটি বানাতে কি কি লাগবে।
- ১. একটি কাটার
- ২. পুরানো সিডি বা ডিভিডি কেসিং (যেই প্লাস্টিকের কেস গুলাতে সিডি/ডিভিডি থাকে)
- ৩. স্কচ টেপ বা কোন প্রকার আঠা (আমি গ্লু গান ব্যবহার করছি)
আমার ব্যবহৃত সরঞ্জাম-

ধাপ ২: একটু হিসাব করি চলুন
এখন আমরা সিডি কেস টি কাটব। কিন্তু প্রথমে আমাদেরকে একটি মাপ নিতে হবে যেই মাপ অনুসারে আমরা এটি কাটব। মাপটি একটি গ্রাফ পেপারে আঁকলে ভালহয়।

ছবিটি বাঁকা হওয়ার জন্য দুঃখিত। এখানে ট্রাপিজিয়াম টির ভুমি ৬ সেন্টিমিটার আর পাশের বাহু দুটি ৩.২ সেন্টিমিটার। উপরের ছোট বাহুটি ১ সেন্টিমিটার। এই হিসাবে কাটতে হবে
ধাপ ৩: আলাদা করা
এখন ডিভিডি কেস টি নিন এবং পাশের প্লাস্টিকের অংশ গুলো সাবধানে ভেঙে আলাদা করে ফেলুন। ঠিক যেমন এই ছবিতে আলাদা করা হয়েছে। এতে কাটাকাটি করার সময় কোন বাঁধা আসবে না।

ধাপ ৪: হিসাব মত কাটাকাটি
এখন আমরা গ্রাফ পেপারের মাপ অনুযায়ী কাটব। এটিহল সবচেয়ে কঠিন ধাপ। প্রথমে গ্রাফ পেপারটি একটি টেবিলে রাখুন। তারপর পেপারটির উপর সিডি কেস টি বসান। এখন নিজের হাত না কেটে গ্রাফ এর বাহু গুলোর সমান করে কাটার দিয়ে বাহু বরাবর কয়েকবার কাটুন যেন আস্তে আস্তে প্লাস্টিকের স্তরে গভির করে কাটতে পারেন। যখন কাটার এর ব্লেড সিডি কেস এ একটি গভির ক্ষত বানাবে তখন কাটা বন্ধ করুন। এভাবে তিন টি বাহুই কাটুন। স্কেল বসিয়ে কাটলে ভাল হয়।


খুব সাবধানতার সাথে কাটাকাটি করবেন। ছোটরা অবশ্যই বড় কারো সাহায্য নিয়ে এই কাজটি করবে।

এভাবে কাটবেন। কিন্তু ছবিটির মত হাত ফসকে ভুল করবেন না। যত সম্ভব নিখুত করে কাটবেন। উপরে শুধু একটি বাহুকে কাটার পদ্ধতি দেখালাম। আপনি ৩টি বাহুই কাটবেন। আপনাকে এভাবে মোট ৪টি টুকরা কাটতে হবে।
ধাপ ৫: বাহুগুলো কে আলাদা করি
এখন বাহুগুলো কাটার পরে এগুলো আলাদা করার পালা। নিচের ছবিগুলি লক্ষ করুন-
ছবি গুলোর মত কাটা ট্রাপিজিয়াম টি প্লাস্টিক কেস থেকে আলাদা করুন। একটু বাঁকিয়ে আবার সোজা করে আলাদা করুন। কাটার সময় একদম সাইড থেকে কাটা ভাল তাহলে আলাদা করতে সুবিধে হবে।




ধাপ ৬: চলুন জোড়া দেই
যে ৪টি টুকরা আপনি কেটে আলাদা করেছেন সেগুলো এখন জোড়া দিতে হবে।
আপনি টেপ দিয়ে জোড়া দিতে পারেন অথবা গ্লু দিয়ে লাগাতে পারেন। জোড়া দিয়ে একটি পিরামিড আকৃতি দিতে হবে।
এভাবে লাগাতে হবে-


শেষ ধাপ: উপভোগ করুন হলোগ্রাফি প্রজেক্টর
তৈরি হয়েগেল থ্রিডি হলোগ্রাফি প্রজেক্টর। ইন্টারনেট এ কতগুলো হলোগ্রাফিক ভিডিও পাওয়া যায়। ওগুলো এই প্রজেক্টরের সাহায্যে দেখুন এবং মজা নিন। তবে আপনাদের মধ্যে যারা আমার মতো বিড়াল পোষেন তাদের জানিয়ে দিলাম, বিড়াল কিন্তু প্রজেক্টরের ভিতরের প্রজাপতি টি কে ধরার জন্য লাফ দিতে পারে! কিন্তু আপনি দিয়েন না 😉


উপরের ছবি গুলোতে ৩ডি হলোগ্রাফি ছবির কিছু নমুনা দেওয়া হল। নিচে আমার তৈরি করা হলোগ্রাফিক প্রজেক্টর-

প্রস্তুতকরণে- আহমেদ সাদাত রেজা
ইন্টারেস্টিং! ভালই লিখেছেন 🙂
আচ্ছা ভআইআইয়া ওই প্লাস্টিকের টুকরা গুলা
কাটার যে মাপ সেটা কি মবাইলের স্ক্রিন এর মাপ অনুযায়ী ভিন্ন হবে?