পিসিবি তে সোল্ডার মাস্ক বা গ্রীন কোটিং দেবার বিস্তারিত পদ্ধতি

2
2173
পিসিবি তে সোল্ডার মাস্ক বা গ্রীন কোটিং দেবার বিস্তারিত পদ্ধতি
পিসিবি তে সোল্ডার মাস্ক বা গ্রীন কোটিং দেবার বিস্তারিত পদ্ধতি

সোল্ডারিং মাস্ক হচ্ছে পিসিবি’র এক প্রকার সুরক্ষা ব্যবস্থা। অনেকেই পিসিবি বানাতে পারেন কিন্তু সোল্ডার মাস্ক দিতে পারেন না। সাধারণত সিসিবি থেকে পিসিবি করলে পরে বাতাসের আদ্রতা উপরের কপার কে ধীরে ধীরে কালো করে দেয়। তা যেন না হয় তাই উপরে সোল্ডার মাস্ক (Solder Mask) ব্যবহার করা হয়। এছাড়াও পিসিবি কে প্রোফেশনাল লুক আর সৌন্দর্য বর্ধনের কাজ ও করে এই সোল্ডারিং মাস্ক। আজকের এই লেখায় সোল্ডারিং মাস্ক কীভাবে দিতে হয়, এর সুবিধা, অসুবিধা, বিকল্প বুদ্ধি ইত্যাদি নিয়েই লিখছি।

পরিচ্ছেদসমূহ

সোল্ডারিং মাস্ক কি

বাজারে প্রাপ্ত পিসিবি গুলোতে আমরা দেখে থাকি এক ধরনের সবুজ রঙের প্রলেপ দেয়া থাকে। তাকেই সোল্ডারিং মাস্ক বলা হয়। যদিও বিভিন্ন ক্ষেত্রে এই রঙ কে লাল, নীল ও দিতে দেখা যায় তবে সবুজ মাস্ক টিই সবচেয়ে বেশি জনপ্রিয়। এই সবুজ সোল্ডারিং মাস্ক এর প্রচলিত নাম গ্রীন সোল্ডারিং মাস্ক বা গ্রীন কোট (Green Coat)

কেন সোল্ডারিং মাস্ক ব্যবহার করা হয়?

আমরা জানি সিসিবি (CCB) থেকে পিসিবি (PCB) করা হয়। আর কে না জানে যে এই পিসিবি’র উপরের পাতলা তারের মতন লাইন গুলো কপার বা তামার তৈরি হয়ে থাকে। এখন কপারের ধর্ম অনুযায়ী এই সোল্ডার করবার কপার গুলোর উপরে বাতাসের আদ্রতা, বিভিন্ন গ্যাসীয় অণুর কারনে কপার অক্সাইড জমা হয়। আর এটি মোটেও সুখপ্রদ কিছু নয়। এর কারণে কপারের কন্ডাক্টিভিটি কমে যায়। সোল্ডার বা রাং লাগতে চায়না, ড্রাই সোল্ডার হয়। ইত্যাদি বিভিন্ন প্রকার ঝামেলা এড়াতে সোল্ডারিং মাস্কের ব্যবহার চালু হয়েছে।

এছাড়াও সোল্ডারিং মাস্কের আরেকটি দারুন ব্যবহার আছে। এই সোল্ডারিং মাস্ক গুলো হীট রেজিস্টিভ বা তাপ নীরধি। অর্থাৎ, এটি অন্যান্য সাধারন পেইন্ট বা রং এর মতো গলে যায় না। ফলে যারা ইন্ডাস্ট্রিয়াল লেভেলে প্রচুর পিসিবি উৎপাদন করেন তারা এই মাস্ক ব্যবহার করে এক সাথে অনেক অনেক পিসিবি অত্যন্ত দ্রুততার সাথে ঝালাই করতে পারেন।

নতুন যারা পিসিবি বানাতে পারেন না তারা পিসিবি তৈরি করার সহজ উপায় -এই পোস্ট টি দেখতে পারেন। ভিডিও সহ পিসিবি বানানোর বিস্তারিত দেয়া আছে। এছাড়াও যারা সোল্ডারিং এ দূর্বল, রাং লাগাতে গিয়ে অনেক ঝামেলার সম্মুখীন হন তারা এই লেখাটি পড়ুন- নতুনদের জন্য সোল্ডারিং। একই সাথে সোল্ডারিং এর ধোঁয়া থেকে বাঁচতে পড়তে পারেন- সোল্ডারিং এর ধোঁয়া দূর করবার সহজ উপায়

সোল্ডার মাস্কের জন্য প্রয়োজনীয় উপকরণ

সোল্ডার মাস্ক করতে যা যা লাগবে…

  • ১. UV Curable Solder Mask
  • ২. PCB
  • ৩. ল্যামিনেটেড শিট
  • ৪. ট্রেসিং পেপার
  • ৫. হ্যান্ড গ্লাভস (প্রয়োজন মনে করলে)

প্রথম ধাপ – পিসিবি কম্পোনেন্টের পা গুলো প্রিন্ট করা

প্রথমেই ট্রেসিং পেপারে কম্পোনেন্ট এর পিন গুলো এভাবে প্রিন্ট করে নিতে হবে। এরফলে এই জায়গা গুলো মাস্ক হবেনা। পরবর্তি ধাপ গুলো পড়লেই বুঝতে পারবেন এর কারণ। নিচের ছবি দেখুন-

ট্রেসিং পেপারে পিসিবি কম্পোনেন্টের পা গুলো প্রিন্ট করা হয়েছে
ট্রেসিং পেপারে পিসিবি কম্পোনেন্টের পা গুলো প্রিন্ট করা হয়েছে

অবশ্যই লেজার প্রিন্টার দিয়ে প্রিন্ট করতে হবে না হলে কাজ করবে না।

দ্বিতীয় ধাপ – সোল্ডার মাস্ক দ্রবণ প্রয়োগ

অল্প পরিমাণে এইভাবে সোল্ডার মাস্ক ঢালুন। ফোঁটা ফোঁটা আকারে সমস্ত পিসিবি জুড়েই ঢালবেন। নিচের ছবি দেখুন-

সোল্ডার মাস্ক দ্রবণ কে পিসিবি তে ঢালা হচ্ছে
সোল্ডার মাস্ক দ্রবণ কে পিসিবি তে ঢালা হচ্ছে

তৃতীয় ধাপ – ল্যামিনেটেড শীট কে মাস্কের উপরে স্থাপন

মাস্ক ঢালার পর তার উপরে একটি ল্যামিনেটেড শিট দিতে হবে। এটি দেয়া হচ্ছে যেন সোল্ডারিং এই মাস্ক টিকে চাপ দিয়ে সর্বত্র সমান ভাবে ছড়িয়ে দেয়া যায়। অবশ্যই এটি পানি নিরোধি হতে হবে। ঠিক এইভাবে-

ল্যামিনেটেড পেপার কে মাস্কের উপরে রাখা হচ্ছে
ল্যামিনেটেড পেপার কে মাস্কের উপরে রাখা হচ্ছে

চতুর্থ ধাপ – মাস্ক কে সম্পূর্ণ পিসিবি তে ছড়িয়ে দেয়া

একটি কাগজের কার্ড দিয়ে ভালভাবে পুরো পিসিবি তেই মাস্ক ছড়িয়ে দিতে হবে। খেয়াল রাখবেন যেন ল্যামিনেটেড পেপার টি ক্ষতিগ্রস্থ না হয়। এইভাবে করতে হবে-

কাগজের কার্ড দিয়ে সোল্ডার মাস্ক কে ছড়িয়ে দেয়া হচ্ছে
কাগজের কার্ড দিয়ে সোল্ডার মাস্ক কে ছড়িয়ে দেয়া হচ্ছে

পঞ্চম ধাপ – পূর্বে প্রিন্ট করা ট্রেসিং পেপার কে এর উপরে স্থাপন

ট্রেসিং পেপারে আগে প্রিন্ট করা কম্পোনেন্টে ঝালাই এর স্থানের লে- আউট টিকে খুব সাবধানে ল্যামিনেটেড শীট এর উপরে দিতে হবে যেন সঠিক জায়গা মত বসে। নিচের ছবিতে দেখুন-

কম্পোনেন্ট ঝালাই করবার স্থানের ট্রেসিং প্রিন্ট টিকে সাবধানে জায়গামত বসাতে হবে
কম্পোনেন্ট ঝালাই করবার স্থানের ট্রেসিং প্রিন্ট টিকে সাবধানে জায়গামত বসাতে হবে

ষষ্ঠ ধাপ – ইউভি (UV) অথবা সূর্যের আলোতে কিছুক্ষণ রাখা

উপরে একটি কাঁচ দিয়ে ঢেকে দিতে হবে যেন প্রিন্ট গুলো না নড়ে যায়। এরপর সূর্যের আলোতে অথবা ইউভি (UV – Ultra violet) লাইটের নিচে ২-৩ মিনিট রাখতে হবে। ঘড়ি ধরেই যে হিসাব করতে হবে তা নয়। আমি মনে মনে ১ থেকে ১০০ পর্যন্ত গুনি। তাতেই বেশ কাজ হয়।

উপরে কাঁচ দিয়ে সমগ্র ব্যবস্থাটিকে সূর্যের আলোতে কিছুক্ষন রাখতে হবে
উপরে কাঁচ দিয়ে সমগ্র ব্যবস্থাটিকে সূর্যের আলোতে কিছুক্ষন রাখতে হবে

সপ্তম ধাপ – বোর্ড পরিষ্কার করা

২-৩ মিনিট পরে ট্রেসিং পেপার, ল্যামিনেটেড শিট তুলে নিতে হবে। একটি টিস্যু পেপারে কিছু পরিমাণ থিনার নিয়ে বোর্ড টি মুছে দিতে হবে।

থিনার দিয়ে সদ্য গ্রীন কোটিংদেয়া পিসিবি কে পরিষ্কার করা হচ্ছে
থিনার দিয়ে সদ্য গ্রীন কোটিংদেয়া পিসিবি কে পরিষ্কার করা হচ্ছে

অষ্টম ধাপ – আরো কিছুক্ষন সূর্যের আলোতে বোর্ডকে রাখা

পরিষ্কার করা হয়ে গেলে আবার ৫-১০ মিনিট সূর্য অলোতে অথবা UV লাইটের নিছে রাখতে হবে। এরফলে গ্রীন কোটিং টি পিসিবি বোর্ডের সাথে ভালো মতো বসে যাবে। ব্যস কাজ শেষ।

আমার তৈরি করা গ্রীন কোটিং যুক্ত পিসিবি এর ছবি

নিচে দেখুন আমার তৈরি করা পিসিবি। পাশে আমার নাম ও লেখা আছে 😉

আমার তৈরি করা সোল্ডার মাস্ক কৃত পিসিবি
আমার তৈরি করা সোল্ডার মাস্ক কৃত পিসিবি

এখানে উল্লেখ্য যে উপরের বেশিরভাগ ছবি নেট থেকে গৃহীত। কারণ কাজ করবার সময় উপযুক্ত ক্যামেরা আমার কাছে ছিলো না 🙁 আশাকরি আমার এই অক্ষমতা পাঠকগণ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। 😀


কিছু জরুরী বিষয় যা না জানলেই নয়

কোথায় পাবো এই সোল্ডার মাস্ক

এই UV Curable Solder Mask সাধারণত আমাদের দেশে পাওয়া যায় না। আমি এটি আলি এক্সপ্রেস থেকে আনিয়েছি। আমাদের দেশে যে মাস্ক গুলো পাওয়া যায় সেগুলো ব্যাবহার করা বেশ জটিল। কারণ সেগুলো ব্যবহার করতে হলে আগে স্কিন প্রিন্ট করে নিতে হয়, যা ১/২ টা পিসিবির জন্য অনেক বিরক্তিকর।

তবে আশাকরি আমাদের ইলেকট্রনিক্সের এই লেখা পড়ে হবিস্ট ও ইঞ্জিনিয়াররা এই ধরনের সহজে প্রয়োগ যোগ্য গ্রীন কোটিং বা সোল্ডার মাস্কের প্রতি আগ্রহী হলে দোকানদার রা এটি আনবেন। 

সোল্ডারিং মাস্কের বিকল্প বুদ্ধি কি

এই মাস্ক এর একটা সহজ বিকল্প হচ্ছে প্লাস্টিক পেইন্ট। প্লাস্টিক পেইন্ট কে থিনারে গুলিয়ে নিয়ে পিসিবি এর উপর প্রয়োগ করলে দেখতে সুন্দর লাগে। তবে এর একটি বড় রকমের অসুবিধা আছে। এই প্লাস্টিক পেইন্ট গুলো হীট রেজিস্ট্যান্ট নয়। ফলে সোল্ডারিং আয়রনের গরম অগ্রভাগের ছোঁয়ায় সহজেই উঠে যায়।

2 মন্তব্য

  1. পোষ্টটা সুন্দর হয়েছে কিন্তু আপনি আমাকে যেটা দিয়েছিলেন সেটাতে কাজ হয়নি।

  2. আপনাকে আমি ডিসেম্বরের ৬ তারিখ বলেছিলাম কয়েকটা ছবি দিতে, দিয়েছিলেন?

উত্তর প্রদান

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন