প্যাসিভ ক্রসওভার তৈরী (অডিও ফ্রিকোয়েন্সী কন্ট্রোল)

13
915

প্যাসিভ ক্রসওভার তৈরী:

উফারের জন্য:

  • ৭ মিমি – ৭ মিমি — ৪.৫ সেমি সাইজের ট্রান্সফরমারের আই কোর
  • মিটার ১৮/১৯ গেজের এনামেল কপার তার

কোর ভাল মানের হতে হবে। কোন নষ্ট ট্রান্সফরমার বা নতুন কোর নিতে পারেন। কোর কে ভাল করে পাতলা টেপ দিয়ে পেচিয়ে নিন। এবার দুই পাশে ০.৫ সেমি পরিমান জায়গা রেখে তার পেচিয়ে নিন। তাড়াহুড়ো না করে আস্তে আস্তে সুন্দর করে পেচাবেন। তারের দুই প্রান্ত ভাল করে আটকাবেন এবং সম্পুর্ণ কোর টি টেপ দিয়ে পেচিয়ে নেবেন। কানেকশন দেবার জন্য দুই প্রান্ত প্রয়োজনমত রাখবেন।

মিডরেঞ্জের জন্য:

  • ৫ মিমি – ৫ মিমি — ৩.৫ সেমি সাইজের ট্রান্সফরমারের আই কোর
  • মিটার ২০/২১ গেজের এনামেল কপার তার

আগের মতই তার পেচিয়ে নেবেন।

আসুন তাহলে ছবিতে দেখি ডায়াগ্রাম

বাজারে এই প্যাসিভ ক্রসওভার পাওয়া যায় যার দাম ৮০০ টাকা থেকে ১৫০০ টাকা। এই ক্রসওভার টি বানাতে সর্বোচ্চ ১০০ টাকা লাগতে পারে। ১০ মাইক্রোফেরাড ননপোলার ক্যাপাসিটর না পেলে দুটি ২২ মাইক্রোফেরাডের ইলেকট্রোলাইট ক্যাপাসিটর এর নেগেটিভ প্রান্ত জোড়া দিলেই হয়ে যাবে। তাতে করে খরচও পরবে কম।

অডিও এমপ্লিফায়ারের আউটপুটে লাগানোর জন্য এই প্যাসিভ ক্রসওভার যা স্পীকারের ধরণ অনুযায়ী অডিও ফ্রিকোয়েন্সীকে আলাদা করে তাতে সিগন্যাল দিবে। এতে করে আউটপুটের শব্দ আরও শ্রুতিমধুর এবং স্পীকারের কর্মক্ষমতা ভাল হবে।

  • উফার – ৫০০ হার্টজ,
  • মিডরেঞ্জ – ৫০০- ৩ কিলোহার্টজ এবং
  • টুইটার ৩ কিলোহার্টজ থেকে ২০ কিলোহার্টজ

পর্যন্ত ফ্রিকোয়েন্সী রেঞ্জে কাজ করে।

আমি নিজেও বানিয়েছি এবং বিডি ইলেকট্রনিক্স গ্রুপে সার্কিট টি পরীক্ষা করা হয়েছে এবং কাজ করেছে।

13 মন্তব্য

  1. ৫ মিটার ২০/২১ গেজের এনামেল কপার তার যে কয় প্যাঁচ হয় তাই দিতে হবে

  2. অ্যাক্টিভ crossover আর passive crossover এই দুই টাই কি এক সাথে ব্যবহার করা যাবে? আর আপনার crossover টার কয়েক টা photo দিবেন কি? plz ভাই photo দিলে উপক্রিত হবো।

  3. প্যাঁচানোর ছবি দিলে ভালো হতো, আপানার বানানো প্যাসিভ ক্রসওভার ছবি দেন।

উত্তর প্রদান

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন