এফ এম ট্রান্সমিটার তৈরী করুন সহজেই

8
2615

আসুন প্রথমেই এফ এম ট্রান্সমিটার (FM Transmitter) সার্কিট টি দেখে নেই –

এফ এম ট্রান্সমিটার

সহজলভ্য ৫৪৭ ট্রানজিস্টর (BC547) আছে ১ টি এবং ভয়েস পিক করবার জন্য একটি কন্ডেন্সার মাইক। এন্টেনা হিসাবে একটি শক্ত তার ১ মিটার দৈর্ঘের স্প্রীংয়ের মত পেচিয়ে ব্যবহার করাই যথেষ্ট হবে। সাপ্লাই ভোল্ট হিসাবে ৩ ভোল্ট যথেষ্ট। ট্রিমারের জায়গায় একটি ১০-১৮ পিএফ মানের ক্যাপাসিটর ফিক্সড হিসাবে ব্যবহার করা যাবে তবে তা যেন অন্য চালু কোন স্টেশনের উপর না হয় তা লক্ষ্য রাখতে হবে। ট্রিমার পুরাতন রেডিও বা যেসব দোকান রেডিও এর পার্টস বিক্রি করে তাদের কাছে পাবেন।

এবার আসা যাক কয়েলের ব্যাপারে। এই কয়েল তৈরী করা নিয়ে সবাই ঝামেলাতে থাকে। এই সার্কিটে একটি কয়েল রয়েছে যা পিসিবি দিয়ে তৈরী করলে বিল্টইন হিসাবে পিসিবিতেই থাকবে। এমনিতে তৈরী করতে চাইলে ১৮-২৪ গেজ তার একটি কলমের উপর ৬ প্যাচ দিলেই  হবে এবং এর ৫ প্যাচ পরে একটি প্রান্ত বের করে নিতে হবে।

এফ এম  ট্রান্সমিটার পিসিবি কেমন হবে দেখি –

ট্রান্সমিটার_আমাদের-ইলেকট্রনিক্স

 

ট্রান্সমিটার

 

বি. দ্র: ১০০ মিটারের অধিক রেঞ্জের ট্রান্সমিটার ব্যবহার করা আইনত অবৈধ এবং কোন প্রকার বাণিজ্যিক কাজে ব্যবহার করাও অবৈধ। এই পোষ্টটি শুধুমাত্র শিক্ষা ও গবেষণা কাজে ব্যবহার করা যাবে।

8 মন্তব্য

  1. পিসিবি দিয়ে দিয়ে তৈরি করলে বিল্টইন হিসেবে পিসিবি তেই থাকবে মানে?

উত্তর প্রদান

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন