খুব সহজ ১০ ওয়াট এ্যামপ্লিফায়ার সার্কিট

3
1974
সহজ ১০ ওয়াট এ্যামপ্লিফায়ার সার্কিট
সহজ ১০ ওয়াট এ্যামপ্লিফায়ার সার্কিট

আজকে নিয়ে এসেছি খুব সহজ একটা এ্যামপ্লিফায়ার সার্কিট। সার্কিটটা আমি নিজে তৈরি করে ব্যবহার করেছি। খুব ভাল সাউন্ড, কোন নয়েজ নেই বললেই চলে।

তাহলে প্রথমে সার্কিটটা দেখে নিই-

সার্কিট ডায়াগ্রামঃ

১০ ওয়াট এ্যামপ্লিফায়ার সার্কিট ডায়াগ্রাম
১০ ওয়াট এ্যামপ্লিফায়ার সার্কিট ডায়াগ্রাম

পার্টস লিস্ট:

  • ১. TDA2030  IC – ১টি
  • ২. 100K – ১টি
  • ৩. 1K – ১টি
  • ৪. 33K- ১টি
  • ৫. 1R ( 1 ohom) – ১টি
  • ৬. 10uf/16v – ১টি
  • ৭. 1uf/16v -১টি
  • ৮. 0.1uf (104pf) -১টি

এবার এই এ্যামপ্লিফায়ার এর জন্য পাওয়ার সাপ্লাই সার্কিট দেখে নিই

১০ ওয়াট এ্যামপ্লিফায়ার এর পাওয়ার সাপ্লাই
১০ ওয়াট এ্যামপ্লিফায়ার এর পাওয়ার সাপ্লাই

 

পাওয়ার সাপ্লাইয়ের জন্য পার্টস লিস্টঃ

সার্কিটটা ডুয়াল পাওয়ার সাপ্লাইয়ে চলে অর্থাৎ পজেটিভ (+), নেগেটিভ (-) আর গ্রাউন্ডসার্কিট ডায়াগ্রামটা দেখলে সহজে বুঝতে পারবেন ।

আসুন এর কিছু থ্রিডি ভিউ (3D view) দেখে নিইঃ

এ্যামপ্লিফায়ার সার্কিট এর 3D view

১০ ওয়াট এ্যামপ্লিফায়ার এর 3D view
১০ ওয়াট এ্যামপ্লিফায়ার এর 3D view

পাওয়ার সাপ্লাইয়ের 3D view

পাওয়ার সাপ্লাইয়ের 3D view
পাওয়ার সাপ্লাইয়ের 3D view

আসুন এর পিসিবি ডিজাইন দেখে নিইঃ

এ্যামপ্লিফায়ার সার্কিট

1

পাওয়ার সাপ্লাই

2

এর সার্কিট ডিজাইন ও পিসিবি ডিজাইন একসাথে জিপ ফাইল করে পোস্টের শেষে দেওয়া হয়েছে । পিসিবি ডিজাইন প্রোটিয়াস দিয়ে করা ।

নোট:

  • ১. ট্রান্সফর্মার 12-0-12 ভোল্টের এবং 3 এ্যাম্পিয়ারের ব্যবহার করবেন । 3 এ্যাম্পিয়ারের বেশি ব্যবহার করলে আইসিটা ক্ষতিগ্রস্থ হতে পারে ।
  • ২. পাওয়ার সাপ্লাইয়ের ক্যাপাসিটর 2200uf এর বেশি মানের ব্যবহার করবেন না ।
  • ৩. TDA2030 আইসির সাথে অবশ্যই ভাল মানের হিটসিংক ব্যবহার করবেন ।
  • ৪. গ্রাউন্ড চিহ্ন দেওয়া পয়েন্টগুলা সব এক সাথে যুক্ত করে দিতে হবে । এ্যামপ্লিফায়ারের জন্য কোন মেটাল কেসিং ব্যবহার করলে গ্রাউন্ড পয়েন্ট গুলা একসাথে করে কেসিংয়ের সাথে ঝালাই করে দিতে হবে । নিচে গ্রাউন্ড চিহ্নটি দেওয়া হল

kT2jk

যারা পিসিবিতে বানাবেন তাদের ঝামেলাটা আরও কম হবে। আশা করি সবাই বানাতে পারবে। কোন সমস্যা হলে নিচে কমেন্ট করবেন।

তাহলে তৈরি হয়ে যান ক্ষুদে বিজ্ঞানী হওয়ার জন্য। সবার জন্য শুভকামনা রইল ।

সব সহ জিপ ফাইল নিচ থেকে ডাউনলোড করে নিন

10w amp circuit

আল্লাহ হাফেজ

 

 

3 মন্তব্য

  1. মাসা-আল্লাহ অনেক সুন্দর টিউটোরিয়াল। ইন-শা-আল্লাহ পরীক্ষার পর আমিও একটা বানাব। আপনাকে অনেক ধন্যবাদ ওয়াহিদ ভাই।

  2. I like the helpful information you provide in your articles.
    I will bookmark your weblog and check again here
    frequently. I am quite sure I will learn lots of new stuff right here!
    Best of luck for the next!

উত্তর প্রদান

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন