রিমোট টেস্টার কেন ব্যবহার করে- হঠাৎ আপনার টিভি রিমোট কাজ করা বন্ধ করে দেয় তাহলে আপনি কি করবেন? কিভাবে বুঝবেন সমস্যা রিমোটে নাকি আপনার টিভিতে? তখন এই রিমোট টেস্টার সার্কিটটা আপনাদের কাজে লাগবে। অথবা, ফ্যাক্টরিতে যেখানে প্রচুর রিমোট কন্ট্রোল তৈরি হয় সেখানে এ ধরনের টেস্টার উপযোগী। এর সামনে রিমোট নিয়ে রিমোটের কোন বোতাম চাপলে সার্কিটে অবস্থিত এলইডি লাইট টা যদি জ্বলতে থাকে তাহলে আপনার রিমোটটি ভাল আছে। আর না জ্বললে রিমোট নষ্ট। আসুন সার্কিট টা দেখি-
রিমোট টেস্টার সার্কিট এর পার্টস লিস্টঃ
- রেজিস্টারঃ- 47 ওহম- ১টি
- 1K – ২টি
- 10K – ১টি
- ডায়োডঃ- 1N4007 – ১টি
- ট্রানজিস্টারঃ- BC557 – ১টি
- বিবিধঃ- লাল এলইডি -১টি
- ইনফ্রারেড সেন্সর – ১টি
সকল পার্টস যেকোন ইলেকট্রনিক্স এর দোকানে পাওয়া যাবে। ইনফ্রারেড সেন্সর টি যেকোন মানের হলেই হবে। আপনি শুধু দোকানে গিয়ে বলবেন আমাকে ইনফ্রারেড সেন্সর দিন যেটা টিভিতে ব্যবহার করা হয়। এবার আমার তৈরি সার্কিট টা দেখুন।
খুবই সহজ একটা সার্কিট তাইনা? বেশ ছোট সার্কিট কিন্তু কাজের জিনিস।
আসুন এবার দেখে নিই ট্রানজিস্টর, সেন্সর আর লাইটের পিন কনফিগারেশন অর্থাৎ পায়ের পরিচিতি ।
এলইডির লম্বা পা/লেগ টি পজিটিভ আর ছোট পা টি নেগেটিভ । আশা করি বুঝতে অসুবিধা হবে না ।
আসুন এর থ্রিডি ভিউ ও পিসিবি ডিজাইন দেখে নিই । পোস্টের শেষে সবগুলো ফাইল জিপ আকারে দেওয়া হয়েছে । প্রয়োজনে আপনারা ডাউনলোড করে নিতে পারেন ।
রিমোট টেস্টার সার্কিট এর থ্রিডি ভিউ
পিসিবিতে J1 এর স্থানে সেন্সর বসবে আর J2 এর স্থানে 6 ভোল্ট ব্যাটারী কানেক্ট হবে। কোন অসুবিধা হলে কমেন্ট করবেন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। রিমোট কন্ট্রোল টেস্টারের পিসিবি ফাইল নিচে থেকে ডাউনলোড করে নিন Remote tester PCB
মোবাইলের ক্যমেরা দিয়াও চেক করা যায়।তবে পোষ্টটা কার্যকরী
িনজে কখনও তৈরী করেছেন? কাজ করে কিনা।’
সাইটের প্রায় সব সার্কিট ই পোস্টের লেখক(দের) কতৃক পরীক্ষিত।
পোস্টের ছবিতে দেখুন। ভেরো বোর্ডে বানানো এই সার্কিটের ছবি দেয়া আছে। ধন্যবাদ।
ধন্যবাদ ভাইজান