ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল বিভিন্ন টিপস ও ট্রিক্স আপনাদের জন্য নিয়ে আসছেন এই বিষয়ে দক্ষ বিশেষজ্ঞরা। যাঁরা শুধু তাত্ত্বীক দিক দিয়েই নয় বাস্তব জীবনে বহু বছরের কাজের অভিজ্ঞতা সম্পন্ন। এসব তথ্য ও তত্ত্ব বাস্তব জীবন লব্ধ। যা অনেকাংশেই একজন নবীন হবিস্টের ইলেকট্রনিক্স চর্চা কে সুগম করবে। পরীক্ষায় পাশ করা যায় বই পড়লেই। সে জ্ঞান মোটেও ফেলনা নয়। তবে তা দিয়ে বাস্তব জীবন মুখি কাজ করা অনেক কঠিন। কাজেই অভিজ্ঞজন দের মতামত শীরোধার্য।
সাথেই থাকুন আর উন্মুক্ত জ্ঞানের এই বাতায়নে নিজেকেও সামিল করুন।