নীতিমালা

১. জ্ঞানই শক্তি যখন তা সবার জন্য উন্মুক্ত এটা আমাদের মুল স্লোগান।

২. কোন বিজ্ঞাপনমূলক পোস্ট দেয়া যাবে না, তবে সাইটের স্বার্থের সাথে সংশ্লিষ্ট কোন পোষ্ট হলে সেটা সম্পুর্ণভাবে মডারেটরের বিবেচনার উপর নির্ভর করবে।

৩. বিষয়বস্তু ছাড়া কোনো পোস্ট প্রকাশ করা হবে না (উদাহরণঃ এই সাইটে আমার প্রথম লেখা আপনাদের দোয়া চাই)। এরকম পোস্ট প্রকাশ করা হবেনা। তবে যে কোন পোস্টদাতা চাইলে তার পোস্টের শেষের দিকে এসব কথা লিখতে পারবেন।

৪. সাইটের গুণগতমান ও রুচিশীলতা বজায় রাখার জন্য ব্লগ এডমিন কোনো যেকোনো বক্তব্য/পোস্ট মুছে দিতে পারে।

৫. এখানে মূলত ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল ও তদসংশ্লিষ্ট বিষয়ে পোস্ট প্রকাশ করা হবে।

৬. কপিরাইট নীতিমালা ভঙ্গকরে এমন লেখা সাইটে প্রকাশ করা যাবে না। উপযুক্ত রেফারেন্স সহ অন্যের বক্তব্য প্রকাশ করা যাবে। নিজস্ব ব্যাখ্যা সহ এবং নিয়মের ব্যতিক্রমের ক্ষেত্রে সংশ্লিষ্ট পোস্টদাতা সমুদয় দায়ভার গ্রহণ করবেন। সাইট কর্তৃপক্ষ কোনভাবেই দায়ী হবেন না।

৭. লেখকরা এই সাইটের মূলশক্তি। নীতিমালা কোনো দুস্পরিবর্তনীয় নীতিমালা নয়। সময়ের নিরিখে সবার মতামতের ভিত্তিতে এটি পরিবর্তন, পরিবর্ধন করা যাবে।

৮. সাইটের মানোন্নয়নের জন্য যেকোনো সিদ্ধান্ত সাইটের লেখকগণের অংশগ্রহণের মাধ্যমে নেয়া হবে।

৯. ইংরেজি ভাষায় লেখা কোন পোস্ট প্রকাশ করা হবে না তবে পোস্টের বিষয় বস্তুর প্রয়োজনে ইংরেজী লেখা যাবে।

১০. সকল মন্তব্য ও পোস্টের বিষয় বস্তুর ক্ষেত্রে সকল দায় লেখকের। সাইট কর্তৃপক্ষ কোন ভাবেই দায়ী হবেন না।

১১. কোন পোস্ট কোথাও পুর্ব প্রকাশিত হলে তার লিংক বা সোর্স উল্লেখ করাটা বাঞ্ছনীয়।

১২. কপিপেস্ট পোস্ট গ্রহণযোগ্য হবে না।

১৩. প্রকাশিত সার্কিট/প্রজেক্ট টেস্টেড হলে সেটা উল্লেখ করতে হবে আর টেস্টেড না হলে তাও উল্লেখ করতে হবে।

১৪. দেশের প্রচলিত আইন ভঙ্গকরে এমন সার্কিট পোস্ট করা যাবে না। করলে নিক ব্যান সহ পোস্ট মুছে দেওয়া হবে।

১৫. কোন পোস্টের ব্যাপারে আপত্তি থাকলে সাইট এডমিনকে জানাতে হবে। কমেন্ট অংশে গালাগালি সহ যাবতীয় অসভ্যতা নিষিদ্ধ।

১৬. সাইটে প্রকাশিত সকল পোস্ট সাধারণ বুদ্ধিবৃত্তিক লাইসেন্সের আওতায় থাকবে। পেটেন্ট বা এরকম কোন স্বত্ব দাবী করা যাবে না।

১৭. বর্তমানে ইলেকট্রনিক্স পেশায় নিয়োজিতদের সম্পর্কে শ্রদ্ধা কাম্য।

১৮. কমেন্ট অংশে মোবাইল নম্বর বিনিময় করা যাবে না, তেমন হলে তা মুছে দেওয়া হবে।

১৯. সাইট কর্তৃপক্ষ প্রয়োজনে যে কোন প্রকার সিদ্ধান্ত নিতে পারবে।

আমাদের সাথে মেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন [email protected] অথবা আমাদের কে সরাসরি মেসেজ পাঠাতে পারেন যোগাযোগ বিভাগে

জ্ঞানই শক্তি যখন তা সবার জন্য উন্মুক্ত