রিমোট ফ্যান স্পিড কন্ট্রোলার – এভি আর মাইক্রোকন্ট্রলার বেসড (কোডিং ও পিসিবি লে আউট সহ)

10
1310
রিমোট নিয়ন্তিত ফ্যান - সম্পূর্ন প্রজেক্ট

এই মাইক্রোকন্ট্রলার বেসড রিমোট ফ্যান স্পিড কন্ট্রোলার সার্কিটটি NEC ফরম্যাট রিমোট দিয়ে (অনেক mp3, DVD প্লেয়ার এবং অনেক চায়না ইকুইপমেন্টের সাথে থাকে বা বাজারে আলাদা কিনতে পাওয়া যায়) ফ্যানের স্পিড/ বাতি Dim করার কাজ করা যায়।

এভি আর মাইক্রোকন্ট্রলার বেসড রিমোট ফ্যান স্পিড কন্ট্রোলার
এভি আর মাইক্রোকন্ট্রলার বেসড রিমোট ফ্যান স্পিড কন্ট্রোলার (কোডিং ও পিসিবি লে আউট সহ)

নিচে দেখতে পাচ্ছি আমাদের বাজারে বহুল প্রচলিত একটি রীমোট কন্ট্রোলারের চিত্র-

টিভি, ফ্যান, ভিসিডি তে ব্যবহৃত রিমোট গুলো দেখতে এমন
টিভি, ফ্যান, ভিসিডি তে ব্যবহৃত রিমোট গুলো দেখতে এমন

বৈশিষ্ঠঃ

  • একটি ফ্যানের/বাতির ০-৯ পর্যন্ত ১০ লেভেল স্পিড/ডিম কন্ট্রোল করা যায়।
  • এতে একটি ৭ সেগমেন্ট ডিসপ্লে আছে যাতে লেভেল নির্দেশ করা যায়।
  • রিমোটের ০-৯ পর্যন্ত বাটন চেপে যে কোন স্পিড লেভেল সিলেক্ট করা যায়
  • আপ/ডাওন বাটন ব্যাবহার করে পর্যায়ক্রমিক ভাবে স্পিড বাড়ানো কমানো যায়।
  • ENTER বাটন চেপে ফ্যান চালু/বন্ধ করা যায়।
  • একটি লেড সার্কিটটির অন/অফ অবস্তা নির্দেশ করে।

কম্পোনেন্ট লিষ্টঃ

  1. 330 ohm resistor (9 Nos) – R2-R9, R14
  2. 4k7 Resistor (2 Nos) – R1, R11
  3. 1K Resistor – R12
  4. 39 ohm Resistor – R13
  5. 1K5 Resistor – R15
  6. 22pF Ceramic Disk Capacitor (2 Nos) – C1, C2
  7. 0.1uF Ceramic Disk Capacitor 250V(1 Nos) – C3
  8. 0.1uF Ceramic Disk Capacitor (2 Nos) – C5, C6
  9. 470uF 50v Electrolytic Capacitor – C4
  10. 16 MHz Crystal Half Size – X1
  11. 1N4007 Diode (6 Nos) – D2, D3, D4, D5, D6, D7
  12. LED 5mm Any Colour – D1
  13. MCT2E Opto Coupler – U4
  14. MOC3021 Opto Triac Driver – U2
  15. ATmega8-16PU 8 bit MCU – U1
  16. Triac BT136 – U3
  17. 7805 Voltage Regulator – U5
  18. Common Anode Display – DISP11
  19. TSOP1738 IR Sensor – X2
  20. 220V AC to 12-0-12 Center Tapped Transformer 500mA minimum.
  21. Hobby Remote Control (NEC)

রিমোট ফ্যান স্পিড কন্ট্রোলারের স্কিম্যাটিক ডায়াগ্রাম

নিচে এই রিমোট ফ্যান স্পিড কন্ট্রোলারের ডায়াগ্রাম দেখানো হয়েছে-

রিমোট কন্ট্রোল্ড ফ্যান - সার্কিট ডায়াগ্রাম
ফ্যান স্পিড কন্ট্রোলারের ডায়াগ্রাম

ডায়াগ্রামটি Self explanatory বিধায় এ সম্পর্কে আর কিছু বলছি না।

ওয়্যারিং ডায়াগ্রাম

রিমোট ফ্যান স্পিড কন্ট্রোলারের ওয়ারিং ডায়াগ্রাম
রিমোট ফ্যান স্পিড কন্ট্রোলারের ওয়ারিং ডায়াগ্রাম

উপরের ছবিতে ওয়ারিং ডায়াগ্রাম দেখানো হলো। অন্যানো ফ্যান রেগুলেটরের মতো এটিও সিরিজে সংযুক্ত হবে।

পিসিবি লে আউটঃ

নিচে দেখতে পাচ্ছেন এই রীমোটের পিসিবি লে আউট। যার ডাউনলোড লিংক নিচে সংযুক্ত করা হয়েছে।

ফ্যান কন্ট্রোলারের পিসিবি লে-আউট
ফ্যান কন্ট্রোলারের পিসিবি লে-আউট

ওয়ার্ড / পি এন জি / পিডিএফ ডাওনলোড লিংক

সোর্স কোডঃ

এই ফ্যান কন্ট্রোলারের সোর্স কোডটি মূল লেখক অভিনাশ গুপ্ত তাঁর সাইট থেকে সরিয়ে দিয়েছেন। তাই নিচের এই লিংক টি বর্তমানে কাজ করছে না। তবে এই লেখার কমেন্ট সেকশনে দেখুন আপডেটেড লিংক দেয়া হয়েছে।

ডাওনলোড লিংক

কম্পাইল্ড হেক্সফাইলঃ

ডাওনলোড লিংক

ডেমোনস্ট্রেশনঃ

ভিডিও লিংকঃ

বিশেষ দ্রষ্টব্যঃ

নিচের ব্যাপার গুলি নিশ্চিত করতে হবে

  1. AVR ATmega8 Fuse BIT is এভাবে প্রোগ্রাম করতে হবেঃ
    • HIGH=0xC9 LOW=0xFF
  2. অবশ্যই 16MHz ক্রিস্টাল ব্যবহার করতে হবে (অন্যগুলো কাজ করবেনা)
  3. রিমোট অবশ্যই NEC Format হতে হবে (চাইনিজ DVD/CD প্লেয়ারের গুলা ভাল কাজ করে কিন্তু টিভিরগুলো কাজ করবেনা।
  4. রিমোট এর কি-কোড গুলি rckey.h ফাইলে ফিড করা হয়. তাই নতুন কোন রিমোট পেলে অবশ্যই কি-চেপে তার কি-কোডগুলি নোট করতে হবে। এর পর rckeys.h ফাইল প্রয়োজনে এডিট করে লাইব্রেরি রি বিল্ড করতে হবে। বাজারে অনেক চাইনিজ রিমোটে র‍্যান্ডম কি থাকে তাই এই ষ্টেপটি সঠিক ফাংশনালিটির জন্য অতীব গুরুত্বপূর্ন।
  5. IR sensor অবশ্যই ভাল মানের TSOP1738 হতে হবে। (অন্যগুলি কাজ করবেনা).

এই লেখাটি আমার নিজস্ব কোন লেখা নয় (মূল লেখকঃ Avinash Gupta)। এটি একটি ধার করা লেখা (অরিজিনাল লেখার লিংক নিচে দেয়া আছে)। কিন্তু লেখাটিতে অনেক DIY হবিস্টের উপকার হবে বলে শেয়ার করা হলো।

মূল লেখার লিংক

10 মন্তব্য

  1. নতুন করে জিবন ফিরে পাওয়ার মত কিছু পেলাম,অনেক ধন্যবাদ, এটা কি করেন্ট চলেগেলে আর আসলে পূর্বের অবস্থায় থাকবে?

  2. আচ্ছা আমি কি এর সাথে আরো দুই একটা লোড যেমন, আরো দুইটা বা তিনটা লাইট শুধু জ্বলাতে নেভাতে চাই। তাহলে কি করব?

উত্তর প্রদান

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন