Practical Electronics for Inventors, 4th Edition PDF free download

1
2165
Practical Electronics for Inventors, 4th Edition PDF free download

Practical Electronics for Inventors, 4th Edition – প্র্যাক্টিকাল ইলেকট্রনিক্স ফর ইনভেন্টরস (৪র্থ প্রকাশ)

Practical Electronics for Inventors PDF বইটিতে ইলেকট্রিকাল ও ইলেকট্রনিক্সের অসংখ্য সূত্র, গণিত, চিত্র সহ, সহজ ভাষায় সবিস্তারে লেখা আছে। প্রচুর অংক কষে সার্কিট ডায়াগ্রামের উপস্থাপনায় লেখকদ্বয় প্রমান দিয়েছেন সব কিছুর বিস্তারিত।
কেউ যদি আসলেই ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্সের খুটিনাটি বিষয় বিস্তারিত ভাবে জানতে চান তাহলে তার জন্য এই বইটি অবশ্যই পাঠ্য। দূর্ভাগ্য যে এটি ইংরেজিতে। কিন্তু একটি জিনিস মানতেই হবে যে ইঞ্জিনিয়ারিং বেশিরভাগ বই ইংরেজিতেই হয়। এমনকি আপনার হাতের ঐ মাল্টিমিটার টিও কিন্তু ইংরেজিতেই ভ্যালু দেখায়।
মাল্টিমিটারের কথা যখন এসেই গেল, এই PDF বইয়ের একাংশের লেখা কমেন্টে তুলে ধরছি। সাধারন মাল্টিমিটার ও ট্রু- আর.এম.এস মাল্টিমিটারের (True RMS Multimeter) মধ্যেকার পার্থক্য। আর তা কেন প্রয়োজন। এমনকি বর্তমানে বাজারে প্রাপ্ত সস্তা True RMS মাল্টিমিটার গুলো আসলে কীভাবে কাজ করে তার ও কিঞ্চিত আভাস দেয়া হয়েছে।
এই টাইপ মিটার দিয়ে ট্রায়াংগাল বা স্কয়ার ওয়েভের True RMS value পাওয়া সম্ভব নয়।
এই টাইপ মিটার দিয়ে ট্রায়াংগাল বা স্কয়ার ওয়েভের True RMS value পাওয়া সম্ভব নয়।

সস্তা True RMS multimeter গুলো ধরেই নেয় যে আপনার লাইন ওয়েভ সাধারন সাইনুসাইডাল ওয়েভের মত। আর সে ভাবেই ক্যালকুলেশন করে আউটপুটে রেজাল্ট দেখায়। কিন্তু এই টাইপ মিটার দিয়ে ট্রায়াংগাল বা স্কয়ার ওয়েভের True RMS value পাওয়া সম্ভব নয়। তাই লেখা আছে বই থেকে নেয়া উপরের ছবিতে

আবার কোন ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স সার্কিটে পাওয়ার লস বিরাট একটি সমস্যা হয়ে দাঁড়ায়। কিন্তু –
কীভাবে হিসাব করবো এই পাওয়ার লস?
কোথায় কোথায় এই পাওয়ার লস ঘটছে?
জানেন কি যে ব্যাটারির ও নিজস্ব পাওয়ার লস আছে?
সব কিছুরই সুন্দর গাণিতিক ব্যখ্যা বইয়ে দেয়া আছে।
PWER LOSS Practical Electronics for Inventors
এমন কি জেনারেটর থেকে উৎপাদিত বিদ্যুৎ কিভাবে সাইন ওয়েভে রূপান্তরিত হয় তার ও চিত্র সহ সুন্দর ব্যখ্যা বইয়ে দেয়া হয়েছে।
এছাড়াও, ব্যাটারি থেকে ০ ভোল্ট আর রেফারেন্স গ্রাউন্ড পয়েন্ট বের করার পদ্ধতিও সচিত্র বর্ননা আছে
ব্যাটারি থেকে ০ ভোল্ট আর রেফারেন্স গ্রাউন্ড পয়েন্ট বের করার পদ্ধতি
ব্যাটারি থেকে ০ ভোল্ট আর রেফারেন্স গ্রাউন্ড পয়েন্ট বের করার পদ্ধতি
সব মিলিয়ে বইটি মাস্ট রিড, যদি আপনি একজন-
#ইনভেন্টর
#ইঞ্জিনিয়ার
#প্রফেশনাল কিংবা এই লাইনে #দক্ষ #হবিস্ট হতে চান।
 এই দারুন PDF বইটি ডাউনলোড করুন এখান থেকে – Practical Electronics for Inventors PDF
সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর অবশ্যই আমাদের ইলেকট্রনিক্সের সাথেই থাকবেন। ধন্যবাদ।

1 মন্তব্য

উত্তর প্রদান

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন