অনেক ভাবে পিসিবি বা প্রিন্টেড সার্কিট বোর্ড তৈরী করা যায়। আমরা শিখব সবচেয়ে সহজ পদ্ধতি যা টোনার ট্রান্সফার পদ্ধতি নামে পরিচিত। আমাদের যা যা লাগবে-
পরিচ্ছেদসমূহ
প্রয়োজনিয় উপকরণ
- ১. যে সার্কিট এর পিসিবি বানাবো তার ডিজাইন।
- ২. স্টিকার পেপার/গ্লোসি পেপার (ক্যালেন্ডার, লিফলেট যে ধরণের চকচকে কিন্তু পাতলা কাগজে প্রিন্ট হয়)।
- ৩. লেজার প্রিন্টার।
- ৪. সিসিবি বোর্ড।
- ৫. ফেরিক ক্লোরাইড।
- ৬. ড্রিল মেশিন (পিসিবি ছিদ্র করবার জন্য ছোট আকারের)।
- ৭. কাপড় ইস্ত্রী করবার আয়রন।
পিসিবি তৈরি করবার ধাপ সমূহ
নিচে পিসিবি তৈরি করবার ধাপ গুলো ক্রমান্বয়ে বর্ণনা করছি। নতুনদের বুঝবার সুবিধার জন্য একে কয়েক ভাগে ভাগ করে দিয়েছি-
ডিজাইন প্রস্তুত করা
- ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক সার্কিট ডায়াগ্রাম টি সংগ্রহ করুন।
- কম্পিউটারে সঠিক মাপে এর ডিজাইন (যে সার্কিট এর পিসিবি বানানো হবে) করতে হবে। নিজে ডিজাইন করতে চাইলে Eagle, Proteus, Easy PCB, OrCad প্রভৃতি সফটওয়্যার ব্যবহার করতে পারেন।
- প্রয়োজনে উক্ত ডিজাইন বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বই, সাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন। আমাদের ইলেকট্রনিক্স সাইটে এমন প্রচুর সার্কিট এর পিসিবি ডিজাইন আছে।
- ডিজাইন টি অবশ্যই মিরর কপি (উল্টা) হতে হবে।
প্রিন্ট করা
- এরপর ঐ ডিজাইন কে একটি স্টিকার পেপার বা গ্লোসি পেপারে হাই রেজোলুশনের লেজার প্রিন্টারে প্রিন্ট করে নিন।
- সাধারণ ডট মেট্রিক্স প্রিন্টার বা ফটো প্রিন্টার ব্যবহার করলে হবে না।
- প্রিন্ট করবার জন্য লেজার প্রিন্টারের রেজোলুশন বেশি হলে ভালো ফলাফল পাওয়া যাবে (যেমনঃ 1200 DPI).
সিসিবি বোর্ড প্রস্তুত করা
- এবার ডিজাইনের সমান মাপে সিসিবি বোর্ড কে হ্যাক-স ব্যবহার করে কেটে নিন।
- সিসিবি বোর্ড কে যে কোন ভাল ডিস ওয়াশ সাবান/ডিটারজেন্ট দিয়ে পরিস্কার করে পানি দিয়ে ধুয়ে শুকিয়ে নিন।
- সিসিবি বোর্ড কে পরিস্কারের সময় স্টিলের স্ক্রাবার (মাজনি) ব্যবহার করবেন যাতে করে কোন তেল ময়লা সিসিবি বোর্ডে লেগে না থাকে।
- এইবার, ডিজাইনটিকে সিসিবি বোর্ডের উপর মাপ মত রাখুন। কাগজের প্রিন্ট করা পিঠ সিসিবি বোর্ডের কপার সাইডের দিকে থাকবে।
- কাপড় ইস্ত্রী করবার আয়রন ভাল করে হীট করে নিন (সর্বোচ্চ গরম করবেন)।
- এরপর সাবধানে ইস্ত্রী দিয়ে কাগজের উপর ডলতে থাকুন। লক্ষ্য রাখতে হবে যেন হাতে তাপ না লাগে এবং কাগজ বোর্ড থেকে সরে না যায়।
- ভাল করে ডলবার পর কিছু সময়ের জন্য আয়রনটিকে (২/৩ মিনিট) বোর্ডের উপর দিয়ে রাখুন। এরপর আয়রন তুলে আস্তে আস্তে পুনরায় ২/৩ মিনিট সব জায়গাতে আয়রন করুণ।
- এবার সিসিবি বোর্ড টিকে ঠান্ডা হতে দিন। কাগজ সহ বোর্ড কে।
বোর্ড পুনরায় পরিষ্কার করা
- একটি পাত্রে পরিমাণ মত পানি দিয়ে বোর্ডটি ২০ মিনিট ধরে পানিতে ভিজিয়ে রাখুন।
- হাতের আঙ্গুলের আলতো ঘসায় ধীরে ধীরে বোর্ড থেকে কাগজ উঠিয়ে নিন ভাল করে। কোথাও যেন বাড়তি কাগজ না থাকে খেয়াল রাখবেন এবং কোন অবস্থায় শক্ত কিছু দিয়ে কাগজ উঠাবেন না।
ফেরিক ক্লোরাইড (FeCl3) দিয়ে বোর্ড তৈরি করা
- এবার একটি প্লাস্টিকের পাত্রে পরিমাণ মত হালকা গরম পানি নিন।
- এই পানিতে ৩/৪ চামচ ফেরিক ক্লোরাইড পাউডার দিয়ে নাড়ুন।
অবশ্যই প্লাস্টিকের চামচ বা বস্তু হতে হবে – কোন অবস্থায় ধাতব কিছু ব্যবহার করা যাবে না
- ফেরিক ক্লোরাইড পানিতে মিশবার পর ডিজাইন সহ সিসিবি বোর্ডটির ডিজাইনের দিক টিকে উপরের দিক করে (চিত করে) ফেরিক ক্লোরাইড মিশ্রনে দিন। ধীরে ধীরে নাড়তে থাকুন।
- কোন প্রকার তাড়াহুড়ো করবেন না। ১০-১৫ মিনিটের মাঝে ডিজাইন অংশ বাদ দিয়ে বাকী অংশের কপার উঠে যাবে।
- এরপর সাবধানে তা দ্রবণ থেকে তুলে পানি দিয়ে ধুয়ে ফেলুন (চলন্ত পানি – টেপের নীচে বা মগ দিয়ে হলে সরাসরি ড্রেনে যাতে পানি চলে যায় এমন জায়গা নির্বাচন করুন)।
ফেরিক ক্লোরাইড বিষাক্ত – কোন অবস্থায় আপনার ত্বক এবং চোখে যেন না লাগে তা বিশেষ ভাবে খেয়াল রাখবেন, ত্বকে লাগলে প্রচুর পানি দিয়ে ধুয়ে নিবেন আর চোখে লাগলে অবশ্যই ডাক্তারের শরনাপন্ন হবেন। বড় কারও সহায়তা ছাড়া ছোটদের এই কাজ করা উচিৎ না।
বোর্ড শুকিয়ে নিন
- এখন পানি দিয়ে ধুয়ে নেওয়া পিসিবি বোর্ডকে স্ক্রাবার (বাসন মাজবার স্টিলের মাজনী) ব্যবহার করে ভাল করে পরিস্কার করে নিন। পানি দিয়ে ধুয়ে ভাল করে শুকিয়ে নিবেন।
- এইবার পিসিবি ড্রিলবীট ব্যবহার করে পার্টসের জন্য প্রয়োজনীয় ছিদ্র করবেন।
- এরপর রজন কে স্পিরিটে গুলে বা বার্ণিশ (মটর বা কয়েল বাঁধাই করে এমন দোকানে পাবেন) তুলাতে মেখে কপার অংশে হালকা করে প্রলেপ দিবেন।
আপনি এখন পেয়ে গেলেন একটি প্রফেশনাল মানের পিসিবি। প্রথমেই খুব ভাল হয়ত হবেনা তবে ছোট ছোট সার্কিট দিয়ে অনুশীলন করতে করতেই একসময় ভাল করতে পারবেন।
PCB making ভিডিও টিউটোরিয়াল – তৈরি করুন নিজের পিসিবি
আমাদের ইলেক্ট্রনিক্স টিম একটি ভিডিও টিউটোরিয়াল তৈরী করেছে পিসিবি তৈরীর উপর। আপনাদের হাতেকলমে কাজ করতে যা অনেক কাজে আসবে। উপরে উল্লিখিত সকল ধাপ সহ পিসিবি বানানোর সময় বিভিন্ন রকম সমস্যা ও অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেয়া হয়েছে এই ভিডিও টিউটোরিয়াল টিতে। যেমন-
- কি ধরণের কাগজ নেব?
- কী অনুপাতে মিশাবো ফেরিক ক্লোরাইড ও পানি?
- কীভাবে দ্রুত মাত্র ৩ মিনিটেই তৈরি করতে পারি পিসিবি?
- কোথায় পেতে পারি এই কপার বোর্ড?
এসকল গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর ছাড়াও প্রিন্ট করা কাগজ থেকে একদম পিসিবি ড্রিল করা পর্যন্ত এই ভিডিও টিউটোরিয়াল টিতে দেখানো হয়েছে।
সুখদেব, নাসির ও রাইয়ান কে ধন্যবাদ তাদের চমৎকার কাজের জন্য।
এছাড়াও একই ড্রলবিট কে বারং বার ব্যবহার করবার জন্য দারুণ কাজের আরেকটি ভিডিও টিউটোরিয়াল আছে আ.ই চ্যানেলে। যার মাধ্যমে অনেক হবু ইঞ্জিনিয়ার, হবিস্ট উপকৃত হবে নিশ্চিত –
টিকা:
পিসিবি (PCB): প্রিন্টেড সার্কিট বোর্ড (ডিজাইন সহ বোর্ড)
সিসিবি (CCB): কপার ক্লেড বোর্ড (একপাশে তামার প্রলেপ সহ বোর্ড)
ফেরিক ক্লোরাইডঃ রাসায়নিক দ্রব্য বিশেষ
পিসিবি করে দিতে পারবেন?
কল করুন ০১৮৭৯৯৯৭৬৯০
আমরা ভাই কোন কিছু ক্রয়বিক্রয় করি না। তবে সকলের সুবিধার্থে আমাদের একটি ফেসবুক কেন্দ্রিক বাই-সেল গ্রুপ আছে। সেখানে পোস্ট দিতে পারেন। অনেকেই আছেন ডীজাইন দিলে পিসিবি তৈরি করে দেন – https://www.facebook.com/groups/AmaderElectronicsEbazar/