সহজ কলিংবেল তৈরি

0
223
ফেলে দেয়া জিনিস দিয়ে সহজ কলিং বেল তৈরি করুন নিজেই
ফেলে দেয়া জিনিস দিয়ে সহজ কলিং বেল তৈরি করুন নিজেই

আজকে আমরা কিভাবে খুব সহজেই একটা কলিং বেল তৈরি করা যায় সেটা শিখবো।

এর জন্য আমাদের প্রয়োজন হবে:-
১: একটা মোবাইলের পুরাতন বা নষ্ট চার্জার।
২: একটা বার্জার (Buzzer)
৩: একটা বেল পুশ সুইচ
৪: প্রয়োজনীয় তার

মোবাইলের পুরাতন চার্জার
মোবাইলের পুরাতন চার্জার

প্রথমে এরকম একটা পুরাতন বা নষ্ট মোবাইলের চার্জার নিতে হবে।

চার্জার খুলে মডিফাই করা হচ্ছে
চার্জার খুলে মডিফাই করা হচ্ছে

এবার চার্জারটা খুলে সেখানে ২২০ ভোল্টের সিরিজ লাইন কানেকশন করতে হবে। (এসময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। এসব কাজে পারদর্শী না হলে বাসায় চেষ্টা না করাই উত্তম)

ভোল্টেজ চেক করা হচ্ছে
ভোল্টেজ চেক করা হচ্ছে

এবার 220v এসি সিরিজ লাইন থেকে সার্কিটে পাওয়ার দিতে হবে। পাওয়ার দিয়ে মাল্টিমিটার দিয়ে চার্জারের সার্কিটের আউটপুট পরীক্ষা করে দেখতে হবে যে সার্কিট থেকে আউটপুট পাওয়া যাচ্ছে কি-না। যদি আউটপুট ৫ ভোল্ট পাওয়া যায়, তাহলে সার্কিট ভালো আছে। এই সার্কিট দিয়ে কাজ করা যাবে।

আমাদের প্রয়োজন হবে এরকম একটি বাজার (Buzzer
আমাদের প্রয়োজন হবে এরকম একটি বাজার (Buzzer

এবার আমাদের প্রয়োজন হবে এরকম একটি বার্জার (Buzzer)। এটা যেকোনো ইলেকট্রনিকস এর দোকানে খোঁজ করলেই পাওয়া যাবে। দাম ২০ থেকে ৩০ টাকা হতে পারে।

বাজার এর সাথে চার্জারের সংযোগ স্থাপন
বাজার এর সাথে চার্জারের সংযোগ স্থাপন

যদি চার্জারের সার্কিট ঠিক থাকে তাহলে এর আউটপুটে বাজার (Buzzer)-টি এর পোলারিটি মেইনটেইন করে চার্জারের সাথে সংযোগ করতে হবে। পোলারিটি অর্থাৎ + ও – অবশ্যই ভালভাবে দেখে লাগাতে হবে।

এরপর বাজার সহ সার্কিটি কোন বক্সের ভেতর অথবা চার্জারে কেসিং এর ভেতর সেট করতে হবে। অবশ্যই বার্জারে ছিদ্র যুক্ত মুখটা খোলা রাখতে হবে। কোনোকিছু দিয়ে আবদ্ধ করা যাবে না। (আমি পরীক্ষামূলক প্রটোটাইপ তৈরি করেছি দেখে এভাবে কানেক্টর দিয়ে সংযোগ করেছি)।

চার্জারে এসি লাইন সংযোগের ব্যবস্থা করা হচ্ছে
চার্জারে এসি লাইন সংযোগের ব্যবস্থা করা হচ্ছে

এবার চার্জারের এসি ইনপুট লাইনে দুটি তার সংযোগ করতে হবে। যেটা দিয়ে আমরা বিদ্যুৎ সাপ্লাই দিব।

সহজ কলিংবেল এর সার্কিট ডায়াগ্রাম
সহজ কলিংবেল এর সার্কিট ডায়াগ্রাম

এবার বেল পুশ সুইচ ও আমাদের তৈরি করা কলিং বেল ২২০ ভোল্টের লাইনের সাথে উপরের ডায়াগ্রামের মতো কানেকশন করতে হবে।

সব সংযোগ দেবার পরে দেখতে যেমন হবে
সব সংযোগ দেবার পরে দেখতে যেমন হবে

আপনাদের দেখানো জন্য আমি এভাবে প্রোটটাইপ কানেকশন করেছি। প্রথমে টেস্ট করার জন্য অবশ্যই ২২০ ভোল্টের সিরিজ লাইন ব্যবহার করতে হবে। অন্যথায় ভুলে শর্ট সার্কিট হয়ে গেলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এবার টেস্ট করার পালা… নিচের ভিডিওটি দেখুন

আশা করি ভিডিওতে দেখতে পারছেন কলিং বেল টা কিভাবে কাজ করছে। এখানে আমি এই মাল্টিপ্লাগটা একটা সিরিজ লাইনে সংযোগ করেছি। যাতে কানেকশনে কোনো ভুল থাকলে কোনো রকমের দুর্ঘটনা না ঘটে।

যদিও এর সাউন্ডটা বেশ হাস্যকর। তবে আমি প্রায় ৫ বছর ধরে এভাবে ব্যবহার করছি। এখন পর্যন্ত নষ্ট হয়নি। আর বাজারের সাইজ দেখে হয়তো মনে করতে পারেন এটা আর কেমন সাউণ্ড করবে! সেক্ষেত্রে বলতে হয় এর সাউন্ড ভালোই। যেটা কলিং বেল হিসেবে যথেষ্ট।

আরও বিস্তারিত জানতে চাইলে আমাদের ইলেকট্রনিক্স চ্যানেলে এটা নিয়ে ভিডিও দেওয়া আছে। সেটা দেখতে পারেন।

আর আজকের এই ইলেকট্রনিক্স প্রজেক্ট কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু।

উত্তর প্রদান

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন