রিমোট কন্ট্রোল তৈরি নিয়ে আজকের লেখা। আমাদের ঘরে থাকা টিভি রিমোট কন্ট্রোলার দিয়েই চলবে এই সার্কিট। লাইট ফ্যান সহ যেকোন ৩টি ডিভাইস অন-অফ করা যাবে এই কন্ট্রোলার দিয়ে। এই রিমোট কন্ট্রোল তৈরির মাধ্যমে ঘরের লাইট ফ্যান অন অফ করতে পারবো বিছানায় শুয়ে-বসেই। তাহলে আর দেরি না করে শুরু করি প্রোগ্রামেবল রিমোট কন্ট্রোল তৈরি করতে।
পরিচ্ছেদসমূহ
এই কাজ টি আমরা মাইক্রোকন্টোলার ও রিলে দিয়ে সম্পূর্ণ করবো! যদিও এটি CD4017, CD4026, ইত্যাদি বিভিন্ন IC দিয়ে করা যায় কিন্তু তাতে অসুবিধা হলো- আমরা রিমোটের নির্দিষ্ট কোন বাটন সেট করতে পারি না। কিন্তু এই সার্কিট দিয়ে আপনি TV Remote এর যে কোনো বাটনকে প্রোগ্রাম করতে পারবেন ডিভাইস অন-অফ করার জন্য।
এটি আমাদেরে রিমোট-এর সাহায্যে ঘরের লাইট ফ্যান অন অফ করার সার্কিট এর ডায়াগ্রাম। পিসিবি লেআউট ও .hex ফাইল শেষে দিয়ে দিব। এই ফাইল টি আপনি মাইক্রোকন্ট্রোলার বার্নারের মাধ্যমে MCU তে রাইট করে নিলেই চলবে।
প্রথমে আমাদের কে সার্কিট টি ঠিক মত বানাতে হবে।
রিমোট এর হেক্সা ফাইল ডাউনলোড করতে পারবেন এই লিংক থেকেঃ IR Remot control 3Relay
This post was last modified on September 7, 2021 8:32 am
করোনা ভাইরাসের ভয়াবহতা নিয়ে আপনাদের বলার মত কিছু নেই। এটি যেকোনো জায়গায় থাকতে পারে এবং…
সকল বন্ধুদের স্বাগতম আমার আরডুইনো দিয়ে স্ক্রলিং এলইডি মেসেজ ডিসপ্লে প্রজেক্টে। এটা খুবই মজার একটি প্রজেক্ট।…
ড্রিল বিট এর ধার দ্রুত ক্ষয়ে যায়। পিসিবি ড্রিল মেশিন গুলোতে ব্যবহৃত বিট গুলোকে চাইলে…
ভূমিকা পাওয়ার ট্রান্সফরমার তৈরী করতে চান অনেকেই। এই লেখার মাধ্যমে এটি তৈরী করবার প্রয়োজনীয় ক্যালকুলেশন…
কোড লক সিকিউরিটি সুইচ আমরা প্রায়ই মুভিতে দেখি। যেখানে নির্দিষ্ট কোড ঢুকানোর পর কোন সুইচ…
মাল্টিমিটার দিয়ে কিভাবে কোনো ট্রানজিস্টর এর বেজ, ইমিটার ও কালেক্টর (Base, Emitter & Collector) বের…
This website uses cookies.
কমেন্ট দেখুন
Ami eita baniyesi, arduino diye.
গুড
Ami ei project biggan melai submit korte cheyesilam. kintu sir amake bolesilen eita naki purano project :( othocho eita khub e uncommon project...
স্যার হিংসা করেছে :-) ! আপনার টা দিয়ে কি ফ্যানের স্পিড কন্টোল করা যেতো?
Na...
speed control korar jonno jei opto coupler lage ta ekhane paua jai na... :(
এটাই মহা সমস্যা! অনেকেই এ ধরণের প্রজেক্ট করেছে! কিন্তু স্পিড কন্টোলের প্রশ্নে...নাহ :-(
amar project mobile diye bluetooth diye control korau jeto!
স্পিড কন্ট্রোল করার জন্য অ্যাডভান্সড কোডিং করা দরকার পরে যেমন ইন্টারাপ্ট, ও টাইম ক্রিটিকাল কোডিং অ্যাসেম্বলিতে করা প্রয়োজন হয় যা সময় সাপেক্ষ কাজ, সার্কিট সরলিকরণ করে অপট-কপলার ও রিলে ও ট্রানজিস্টটর বাদ দেয়া সম্ভব
arduino দিয়ে বানালে খরচ অনেক বেশি
vai regular pori group er post. but agula bastob life e useless to me. 4-5 ber try koresi banate ak ber o pai nai. . . amare dia electronics hobe na..... i rather do others.
hobe ... hobe tumare dea e hobe.... try and try and try..... u must get success.........
hobe ... hobe tumare dea e hobe.... try and try and try..... u must get success........
আপনাকেই দিয়ে সব হবে
সার্কিট ডায়গ্রামটা ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে না।
আপনি প্রটিয়াস ফাইল টা ডাউনলোড করে রান করেন।
Nice
আমি আপনার লেখা টা প্রলাম ভাল লাগছে। তবে এইটা দিয়ে জদি ফ্যান সিপড কনট্রোল কারা জএত হালে ভাল হত
রিমোট দিয়েই কন্ট্রোল করুন যেকোনো ৩টি ডিভাইস (প্রোগ্রামেবল)
ধন্যবাদ আনিক ভাই
ডাউনলোড লিংক কাজ করে না.....
আবার চেষ্টা করুন। নেটওয়ার্ক সমস্যা সম্ভবত।
ছবিটা ভাল করে দেওয়া জায়না
ছবিতে ক্লিক করে দেখুন বড় হবে। প্রয়োজনে ডাউনলোড ও করে নিতে পারেন।