ড্যান্সিং সার্কিটঃ শব্দের তালে তালে…
আজকে আপনাদের সামনে হাজির হয়েছি ইলেক্ট্রনিক্স এর মজাদার একটি সার্কিট নিয়ে৷ মজার এই সার্কিটির নাম হল ড্যান্সিং সার্কিট 😉 গানের তালে তালে কিংবা হাত তালি অথবা শীস দিলেই নাচতে শুরু করবে। কী নাচবে? বলছি…
পরিচ্ছেদসমূহ
ড্যান্সিং সার্কিট ডায়াগ্রামের চিত্র
ড্যান্সিং সার্কিটের মূল কার্যাবলী
মাইক্রোফোন থেকে অডিও কাপলিং ক্যাপাসিটর দিয়ে সিগনাল প্রথম ট্রানজিস্টরের বেজে দেওয়া হয়। ট্রানজিস্টর তা এম্পলিফাই করে পরবর্তী ট্রানজিস্টরের বেজে দেয়। সেই ট্রানজিস্টর, সিগনালকে এম্পিলিফাই করার জন্য মোটরে/এলইডি সংযুক্ত ট্রানজিস্টরকে দেয়। ট্রানজিস্টর উক্ত সিগনাল কে এম্পিলিফাই করে মোটর/এলইডি চালনার জন্য উপযুক্ত ভোল্টেজে রুপান্তর করে। যাতে মোটরকে ঘুরাতে পারবে। আর মাইক্রোফোন শব্দের আধিক্যের উপর নির্ভর করে কম বেশি সিগনাল প্রেরন করে। আর সেই সিগনালের উপর নির্ভর করে পাওয়ার এম্পিলিফাই করে। যার ফলে গানের বা শব্দের তালে তালে মোটরের/এল.ই.ডি ঘূর্ণন/আলো বৃদ্ধি বা হ্রাস পায়। আর সেটাকে মেকানিজমেরর সাহায্যে কোন কিছুকে নাচানো সম্ভব। যেমনঃ ছোট কোনো ফুলদানি।
ড্যান্সিং সার্কিট পার্টস লিস্ট
- রেজিস্টরঃ ২২০ ওহম (১টা), ৪৭০ ওহম (১টা), ১ কিলো ওহম (১টা), ৮.২ কিলো ওহম (১টা), ১০ কিলো ওহম (২টা), ৮২০ কিলো ওহম (১টা)
- ট্রানজিস্টর ৩টা (২টা BC547, ১টা BC557)
- ক্যাপাসিটর ৩টা 10n/103 pf, 100n/104 pf, 10uf
- ১টা সুইচ
- ১টা সাধারণ মাইক্রোফোন (যেগুলো আমরা হেডফোনে কিংবা মোবাইলে ব্যবহার করি)
- কিছু হট গ্লু (যাতে তার গুলো ভেরো বোর্ডের থেকে সরে না যায়। হট গ্লু না দিলেও চলে। সার্কিট কাজ করবে)
ভেরো বোর্ডে আমার বানানো ড্যান্সিং সার্কিটের চিত্র


ড্যান্সিং সার্কিট বানাতে যেয়ে মজার অভিজ্ঞতা
যখন সার্কিট টা প্রথমে দেখি তখনি খুব খুশি ছিলাম। যখন সার্কিট টা বানানোর পর দেখি যে সার্কিট টা ঠিক উল্টা কাজ করছে। তখন রাইয়ান ভাইয়াকে বললাম যে সার্কিট কাজ করছেনা। ভাইয়া অনেক সাজেশন দিলেন। তারপরও কোনো সমাধান পাচ্ছিলাম না। তখন রাইয়ান ভাইয়া বললেন আউটপুট এর ট্রানজিস্টর টি চেক করতে। ভাইয়া বললেন সার্কিটটা ভাল করে দ্যাখো। আমি প্রথমে খেয়াল করিনি যে আউটপুট এ BC557 ট্রানজিস্টার লাগানো। আমি দেখে তো অবাক! ও মা এ যে অন্য একটি ট্রানজিস্টর। তখনি ট্রানজিস্টরটি পরিবর্তন করে BC557 লাগালাম। দেখি যে সার্কিট ঠিকঠাক মত কাজ করছে 😀
গুরুত্বপূর্ণ কিছু শিক্ষণীয় বিষয়
- যেকোনো সার্কিট বানানোর আগে ডায়াগ্রাম ভালো করে দেখা ও বোঝা।
- সার্কিট বানানোর সময় ধৈর্য ধারণ করা।
- আর সার্কিট কাজ না করলে কারণ অনুসন্ধান করা যে কেন সার্কিট টি কাজ করছে না
এ থেকে আমার প্রাথমিক ট্রাবলশুটিং জ্ঞানও রপ্ত হলো।
সবাই অবশ্যই বানাবেন এই ড্যান্সিং সার্কিট। আর সমস্যা হলে আমি ও আমরা তো আছিই আপনাদের সাথে।
বিশেষ কৃতজ্ঞতাঃ অংকন দাস