ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেমঃ পর্ব-২

0
1730
ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেমঃ

ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেম এর গতদিনের বাড়ির কাজ ছিলঃ একটি সিস্টেম ২ টি জেনারেটর দিয়ে গঠিত। এর একটি, ১টি reactor দ্বারা ভূমির সাথে যুক্ত। অন্যটি resistor দ্বারা একটি bus এর মাধ্যমে step up transformer সহযোগে transmission line এর সাথে যুক্ত। একটি মোটর অপর প্রান্ত থেকে একটি bus এর মাধ্যমে step down transformer এর মাধ্যমে transmission line এর সাথে যুক্ত। মটরটি resistor দ্বারা ভূমির সাথে যুক্ত।

সমস্যা ২
সমস্যা ২

যারা করেছেন তারা একটু মিলিয়ে নিন। যদি বুঝতে সমস্যা হয় তবে আগের পোস্ট আরেকবার পড়ুন –ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেমঃ পর্ব-১

আজ আমরা শিখব reactance diagram আঁকা। আসুন দেখে নেই কিছু symbol যা দিয়ে সহজেই single line diagram থেকে reactance diagram একে ফেলতে পারব। সবাই ১ম পোস্টের সমস্যা টা দেখুন। আমরা এটা সলভ করব। সকলের সুবিধার্থে আবার দিলাম চিত্রখানা।reactor-diagram

 

Reactance diagram এর জন্য ব্যবহৃত symbols:

Reactance diagram এ ব্যবহৃত symbol
Reactance diagram এ ব্যবহৃত symbol

এবার সব সিরিয়াল মত যোগ করি। খুব সহজ। আচ্ছা বর্ননা করে দিচ্ছি। চিত্রে দেখুন প্রথমে কি আছে? জেনারেটর। তাহলে প্রথমে জেনারেটর এর সিম্বল দিব। জেনারেটর সিম্বল উপরের ছকে দেখুন, ঠিক এমনঃ

generator-symbol
generator-symbol

এরপরে দিব স্টেপআপ ট্রান্সফরমার। সিম্বল উপরের ছকে দেখুন, ঠিক এমনঃ

transformer-symbol
transformer-symbol

এরপর ট্রান্সমিশন লাইন, সিম্বল উপরের ছকে দেখুন, ঠিক এমনঃ

transmission-line
transmission-line

এরপর আবার ট্রান্সফরমার, তবে এবার হবে স্টেপ ডাউনঃ

transformer-symbol
transformer-symbol

সর্বশেষে লোড। লোড কিন্তু দুই প্রকার। সিম্বল উপরের ছকে দেখুন, ঠিক এমনঃ

১. স্ট্যাটিক লোড

static-load
static-load

 

 

 

২. ডায়নামিক লোডঃ

dynamic-load
dynamic-load

লোড কোনটা চেয়েছে তা দেখে অবশ্যই সেটা দিবেন। আপনাদের মনে রাখার সুবিধার্থে মোটর, লিফট ইত্যাদি ভারি জিনিস গুলো ডায়নামিক লোড। আর ছোট লোড গুলো সাধারনত স্ট্যাটিক লোড

তাহলে ১ম চিত্রের জন্য হবেঃ

এবার আপনাদের জন্য বাড়ির কাজ রইল সমস্যা ২। আশাকরি করতে পারবেন।

আজ এ পর্যন্তই পরবর্তি লেখায় নতুন কিছু আনার প্রয়াস থাকবে। সকলকে ধন্যবাদ।

পূর্ববর্তী নিবন্ধমাইক্রোওয়েভ ওভেন কিভাবে কাজ করে
পরবর্তী নিবন্ধমিডি (MIDI) কি?
Tarek Mahmud
EEE এর ছাত্র, স্বভাবতই ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স নিয়েই থাকতে হয়। থাকতে থাকতে ভাল লাগা চলে এসেছে। সেই ভাল লাগা থেকেই বই লেখার শখ। ৪র্থ সেমিস্টার থেকেই এই ইচ্ছে মনের ভেতরে। তাই নিজেকে কল্পনা করি একজন লেখক হিসেবে। সে দিকে আস্তে আস্তে পা বাড়াচ্ছি। ইচ্ছে আছে বাংলা ভাষায় Bsc in EEE এর ব্যাসিক বইগুলো লিখব। যাতে বাংলাভাষী ছাত্রদের বুঝতে ও ব্যাসিক শক্ত করতে সহায়ক হয়। পড়াশোনার পাট এখনো শেষ হয় নি। ব্যস্ততার ফাঁকে ফাঁকে গীটার বাজানো, বাংলা গল্প-কবিতা লিখা আর EEE রিলেটেড ভাবনাগুলো নিয়েই থাকা হয়। কিছু ছোট গল্প বিভিন্ন ফেসবুক গ্রুপে প্রকাশিত হয়েছে।

উত্তর প্রদান

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন