ডায়োড সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু তথ্য – (২)

2
1727

ডায়োড সম্পর্কিত প্রশ্ন– ডায়োড সিরিজে সংযোগ করলে Volt drop হয় কিন্তু Current controll করছে না কেন? প্রত্যেকটা ডায়োডের নিজ্বস একটা রেজিষ্ট্যান্স থাকে তাহলে ডায়োড কেন Current Controll করছে না?

উত্তরঃ-  ১টি ডায়োডকে মিটারে মাপলে ডায়োডের গঠন ও নাম্বার অনুযায়ী silicon diode এর ক্ষেত্রে (0.5K থেকে 1.2K ) দেখায়, এটা হল  ডায়োডের dynamic resistance ডাইনামিক রোধ৷ কিন্তু যখন conductive অবস্থায় বা ডায়োডের মধ্য দিয়ে যখন কারেন্ট প্রবাহিত হতে থাকে তখন ডায়োডের Forward resistance (অগ্রবর্তী রোধ) কমতে থাকে ৷

ডায়োড সম্পর্কিত প্রশ্নের উদাহরণ চিত্র সহকারে দেখানো হয়েছে
ডায়োড সম্পর্কিত প্রশ্নের উদাহরণ চিত্র সহকারে দেখানো হয়েছে

১টি ডায়োডের মধ্যে (Electron ও Hole) যতবেশী Charge carrier সুযোগ পাবে, ডায়োডের (conductivity) কন্ডাকটিভিটি তত বৃদ্ধি পাবে এবং (forward Resistivity) রেজিষ্টিভিটি কমতে থাকে, এটাই ডায়োডের ধর্ম ৷silicon diode এর ক্ষেত্রে Voltage drop 0.6v-0.7v এবং Resistive drop 0.3v-0.5v ধরা হয় ৷

images (9)অর্থাৎ ১টি ডায়োডের (Anode) এনোডে যদি 0.7v+0.3 to 0.5v বা 1v থেকে1.2v অতিক্রম করে তখন conductivity (কন্ডাকটিভটি) বৃদ্ধি পেতে থাকে ও ডায়োডের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হতে শুরু করে এবং Forward resistance ফরওয়ার্ড রেজিষ্ট্যান্স কমতে থাকে, কমতে কমতে  0.10 নীচে বা 0 ওহম রোধের কাছাকাছি চলে আসে ৷ এখানে সামান্যতম রোধ থাকে তা খুবই নগন্য, যা হিসেবে ধরা হয় না৷ এই জন্যই ডায়োড Volt drop করে কিন্তু Current control করে না ৷

images (8)

images (84)

আশাকরি ডায়োড সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমর উপরোক্ত আলোচনা থেকে পেয়েছি।

2 মন্তব্য

উত্তর প্রদান

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন