আটোমেটিক সার্জ প্রটেক্টর সার্কিট
বাসা বাড়ি বা অফিসে আপনার দামী যন্ত্র সব সময় হুমকীর মুখে থাকে। কারণ বিদ্যুত চলে যাবার পর আবার মনের ভুলে সুইচ অফ না করলে যখন বিদ্যুত ফিরে আসে তখন সার্জ ভোল্টেজের কারণে আপনার মুল্যবান যন্ত্রটি বিকল হয়ে যেতে পারে। এই ভুলটি আর যেন না হয় তার জন্য এই আটোমেটিক সার্জ প্রটেক্টর সার্কিট টি কাজ করবে।
পরিচ্ছেদসমূহ
সার্জ ভোল্টেজ কিঃ
“In general a surge is a transient wave of current, which is a subcycle overvoltage with a duration of less than a half-cycle of the normal voltage waveform”
সহজ ভাবে বললে – ক্ষণিক সময়ের জন্য হাই ভোল্টেজ এর উপস্থিতি যা কিনা বিদ্যুৎ চলে গিয়ে আবার আসলে পরিলক্ষিত হয়
সুতরাং, বিদ্যুৎ চলে গেলে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স যন্ত্রপাতি’র সুইচ অফ রাখাই উচিত। এই সহজ সার্কিট টি আপনার হয়ে ঠিক এই কাজ টিই করে দেবে।
অর্থাৎ আপনি ভুলে গেলেও এই যন্ত্রটি নিজে থেকেই ডিভাইসের সুইচ অফ করে দেবে ফলে সার্জ ভোল্টেজ আর ডিভাইসের ক্ষতি করতে পারবে না।
সার্কিট পরিচিতি
বিদ্যুত চলে যাবার পর অটোমেটিক এই সার্কিট আপনার যন্ত্রকে অফ করে দিবে। এর পর আবার বিদ্যুত আসলেও যন্ত্রে বিদ্যুত যাবে না যতক্ষণ পর্যন্ত আপনি S1 সুইচটি না প্রেস করবেন।
আসুন দেখি ছোট এই সার্জ প্রটেক্টর সার্কিটটি তৈরী করতে কি কি লাগবে –
- ১. একটি ৬ ভোল্টের ট্রান্সফরমার
- ২. ৩ টি সাধারণ রেকটিফায়ার ডায়োড – 1n4007
- ৩. একটি 1000 মাইক্রোফেরাড মানের ক্যাপাসিটর
- ৪. একটি রিলে সুইচ – ৬ ভোল্টের এবং এর এম্পিয়ার রেটিং আপনার যন্ত্রের পাওয়ারের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।
- ৫. একটি পুশ টু অন সুইচ
- ৬. কানেকশন দেবার জন্য ভালমানের সোল্ডারিং উপযোগী ইনসুলেটেড তার।

ডায়াগ্রামটি দেখুন, খুব সহজ একটি ডায়াগ্রাম। আশাকরি এই অটোমেটিক সার্জ ভোল্টেজ প্রটেক্টর সার্কিট টি বানাতে পারবেন খুব সহজেই।
যেহেতু সার্কিটটি ২২০ ভোল্ট এ চলে তাই সাধারণ সতর্কতা অবশ্য পালনীয় এবং ২২০ ভোল্ট লাইনে কাজের অভিজ্ঞতা বাঞ্চনিয়।
সতর্কতা
এই প্রটেক্টর সার্কিটটি বানানোর পর আলাদাভাবে টেস্ট না করে ব্যবহার করবেন না।
(আপডেটঃ আমাদের সাইটে প্রকাশিত G.M Khalilur Rahman ভাইয়ের বানানো হাই ও লো-ভোল্ট প্রটেক্টর সার্কিট টি দেখতে পারেন। সেটিতেও স্বয়ংক্রিয় Surge voltage প্রটেকশন আছে)
Acha vi ai khn a Beta mane ki?mane ki jonna ai ta likha thake?
পরীক্ষামূলক সম্প্রচার এর মতো তাই ‘বেটা/Beta’ লিখা। পরবর্তিতে ভুল ত্রুটি শুধরে নিয়ে আরো বড় পরিসরে করা হবে। 🙂
Ooh..tar mane echa korle sb kichu change kora jabe? Atai final na..
hmm
push to on switch er structure ta dekhaben
যেমন কলিং বেলের সুইচ ও এক প্রকার পুশ টু অন সুইচ।
সেইফ গার্ড, প্রটেক্টর —–