বাড়ি রোবটিক্স

রোবটিক্স

আমাদের দৈনন্দিন জীবনে এখনো রোবট ও রোবটিক্স তেমন ভূমিকা না রাখলেও ভবিষ্যতে যে রাখবে তা বলাই বাহুল্য। এর মূল কারণ যান্ত্রিক ব্যবস্থার উন্নতি একই সাথে মাইক্রোকন্ট্রোলারের আকাশচুম্বি উন্নতি সাধন। যদিও আমাদের দেশে বর্তমানে শুধুমাত্র লাইন ফলোয়ার (LFR) কিংবা অবস্টাকল এভোয়েড রোবট নিয়েই বেশী কাজ হচ্ছে। এ চিত্র অচিরেই পালটে যাবে। তবে শুরু করতে হবে এখন থেকেই। রোবট তৈরির কৌশল, রোবট মুভি, রোবটিক্স এমনকি ড্রোন তৈরির পদ্ধতি তেও এই কৌশল কাজে লাগাচ্ছে ইঞ্জিনিয়ার ও বিজ্ঞানীরা। হয়ত অচিরেই এমন মা রোবট তৈরি হবে যে কিনা আরো বুদ্ধিমান রোবট জন্মদিতে পারবে। এমনকি বিদেশে খবর পড়ছে রোবট যার কারনে উদ্বেগে আছেন সাংবাদিক ভাইয়েরা। এতদিন ধরে বিজ্ঞানীরা মানুষের গুণাবলী সম্পন্ন রোবট তৈরিতে ব্যস্ত ছিলেন৷ তবে এবার তাঁরা জোর দিচ্ছেন ভিন্ন ধরনের এক রোবট নির্মাণে৷ মানুষের পক্ষে সম্ভব নয়, এমন পরিস্থিতিতে যারা অনায়াসে কাজ করবে… ইত্যাদি বিভিন্ন চিত্তাকর্ষক বিষয় নিয়েই সাজানো থাকছে আমাদের এই বিভাগ