উপরের সার্কিট ডায়াগ্রামে ভিসিসি, ভিডিডি, ভিইই, ভিএসএস (Vcc, Vdd, Vee, Vss) দেখতে পাচ্ছি যার অর্থ হয়ত আমাদের অনেকেরই অজানা। এগুলোর পরিপূর্ণ রূপ হচ্ছে-
- Vcc = Collector supply voltage
- Vee = Emitter supply voltage
- Vbb = Base supply voltage
- Vdd = Drain supply voltage
- Vss = source supply voltage
পরিচ্ছেদসমূহ
পাওয়ার সাপ্লাই পিনের এত নাম কেন?
যখন ট্রানজিস্টর সার্কিট (বা TTL/টিটিএল আইসি সার্কিট) – এর পাওয়ার সাপ্লাই কে কালেক্টর এবং গ্রাউন্ডের মধ্যে সংযুক্ত অবস্থায় থাকে তখন এটি Vcc হিসাবে পরিগণিত হয়। সে কারণেই একে কালেক্টর সাপ্লাই ভোল্টেজ বলা হচ্ছে।
একই ভাবে এটি যদি বেস এবং গ্রাউন্ডের মধ্যে সাপ্লাই সংযুক্ত থাকে তবে আমরা এটিকে Vbb বলবো এবং এমিটার ও গ্রাউন্ডের মধ্যস্থিত হলে তাকে Vee বলে।
ট্রানজিস্টর বলতে এখানে সাধারন বাইপোলার ট্রানজিস্টর থেকে শুরু করে মসফেট/ফেট ও বোঝানো হয়েছে। (কারণ মসফেট ও একপ্রকার ট্রানজিস্টর)
নীচের চিত্রগুলো লক্ষ্য করলে বুঝতে সুবিধে হবে আশাকরি।
ট্রানজিস্টর সার্কিটে এই সাপ্লাই কে কী বলে?
ট্রানজিস্টর সার্কিটে সাপ্লাই ভোল্টেজ কে Vcc, Vbe, Vee বলে।
ট্রানজিস্টরে এই সাপ্লাই ভোল্টেজ কে Vcc, Vbe, Vee বলে
মসফেট ও ট্রানজিস্টরের ক্ষেত্রে এই সাপ্লাই ভোল্টেজ কে কী বলবো?
যদিও মসফেট/ফেট (Mosfet/Fet) মূলত ট্রানজিস্টরেরই আরেক রূপ। কিন্তু সাপ্লাই ভোল্টেজের ক্ষেত্রে একে ভিন্ন নামে ডাকা হয়। যেমন মসফেট ও ফেট এর ক্ষেত্রে Vdd, Vss বলা হবে। যেটা কমন বাইপোলার ট্রানজিস্টরের ক্ষেত্রে Vcc ও Vee বলা হতো। নিচের চিত্র দ্রষ্টব্য-
কোনটি (+) পজেটিভ আর কোনটি (-) নেগেটিভ সাপ্লাই?
FET ও BJT (সাধারন ট্রানজিস্টর) এর ক্ষেত্রে Vcc/Vdd কে (+) পজেটিভ সাপ্লাই আর Vee/Vss কে (-) নেগেটিভ ভোল্টেজ সাপ্লাই বলা হয়।
কারা এই পদ্ধতি নির্ধারন করেছে?
এই পদ্ধতিটি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট (IEEE) দ্বারা নির্ধারিত।
আশাকরি আজকের এই লেখা থেকে ভিসিসি, ভিডিডি, ভিইই, ভিএসএস (Vcc, Vdd, Vee, Vss) সম্পর্কে সহজ ভাবে কিছু ধারণা পেলাম।