আজকে যে সার্কিট টি দিচ্ছি তা একটি কমপ্লিট অডিও সাবউফার এম্পলিফায়ার এর সার্কিট যা #পিসিবি সহ দেওয়া হচ্ছে। প্রথমে বলে নেই এই #সার্কিট টি আমি নিজে টেস্ট করেছি এবং সম্পুর্ণ কার্যকরী একটি সার্কিট। অরিজিনাল সার্কিট টি ডিজাইন করেছেন ভারতের Karunesh Shukla এবং প্রথম এই সার্কিট টি ইলেকট্রনিক্স ফর ইউ ম্যাগাজিনে পাবলিশ হয়। তাহলে সার্কিট টি দেখি –

একটি অপারেশনাল এমপ্লিফায়ারের উপর ভিত্তি করে এর ফিল্টার সেকশন ডিজাইন করা হয়েছে যার ইনপুটে মিক্সড অডিও ইনপুট সিগনাল ও আউটপুট একটি ইমিটার ফলোয়ার ট্রানজিস্টর এম্পের মাধ্যমে মুল এমপ্লিফায়ারের ইনপুটে দেওয়া হয়েছে। ইমিটার ফলোয়ার এমপ্লিফায়ার ব্যবহার করাহয় হাই আউটপুট ইম্পিডেন্স তৈরী করতে, যাতে ইনপুটের সাথে ইমপিডেন্স ম্যাচিং ভালো হয়।
সার্কিটের বিভিন্ন টেস্ট পয়েন্ট/টার্মিনাল পরিচিতি
সার্কিট টিতে বিভিন্ন TP বা টেস্ট পয়েন্ট/টার্মিনাল পয়েন্ট ব্যবহার করা হয়েছে নির্মান পরবর্তী টেস্ট ও সংযোগ করবার সুবিধার জন্য। এগুলো নিম্নরূপ-
- সার্কিটের TP0 – গ্রাউন্ড
- TP1 – ১৪.৪ ভোল্ট
- TP2 – মিক্সড অডিও ইনপুট
- TP3 – সাবউফার ফিল্টার আউটপুট চেক পয়েন্ট
তার মানে দাড়াচ্ছে এই TP3 কে ব্যবহার করে অন্য পাওয়ার এম্পলিফায়ার এর সাথে একে যুক্ত করা যাবে প্রয়োজন মতো।
সাবউফার এমপ্লিফায়ার এর পিসিবি ও কম্পোনেন্ট লেয়াউট


পিসিবি ও পার্টসের অবস্থান দেখানো হলো। চাইলে এখান থেকে মুল পিসিবি ফাইল ডাউনলোড করে নিতে পারবেন।
সাবউফার এম্পলিফায়ার এর পার্টস লিস্ট
সাবউফার এমপ্লিফায়ার এর পার্টস লিস্ট দেওয়া হলো –

এই এম্পলিফায়ারের সুবিধা ও বৈশিষ্ট সমূহ
আবার বলছি, সার্কিটটি আমি নিজে তৈরী করেছি। এই সাবউফার এম্পলিফায়ারের সুবিধা ও বৈশিষ্ট-
- এর ফ্রিকোয়েন্সী রেসপন্স 70 থেকে 150 হার্জ।
- অনেক ভালো কাজ করে, তবে সম্পুর্ণ ভালো পারফরমেন্স পেতে চাইলে ভালো মানের সাবউফার স্পীকার ও ভালো সাউন্ড বক্স ব্যবহার করতে হবে।
- গাড়ীর ব্যটারী দিয়েও চালানো যাবে। আর,
- সরাসরি বিদ্যুত দিয়ে চালাতে চাইলে ভালো মানের ১২ ভোল্টের পাওয়ার সাপ্লাই তৈরী করে নিতে হবে।
- পাওয়ার সাপ্লাই কমপক্ষে ৩ এম্পের হতে হবে।
এখানে ছবি ভালো না আসলে মুল আর্টিক্যাল থেকেও ছবি দেখে নিতে পারবেন – মুল আর্টিকেল দেখতে এখানে ক্লিক করবেন। বা ছবির উপর রাইটক্লিক করে ব্রাইজারে ওপেন করেও ছবি বড় করে দেখতে পারবেন।
আমাদের ইলেকট্রনিক্সের সাথে থাকবার জন্য ধন্যবাদ। কমেন্ট সেকশনে আপনার ভালো লাগা, প্রশ্ন বা আপনার চাহিদা জানাতে পারেন আমাদের। সেই সাথে আপনার বিজ্ঞান বা ইলেকট্রনিক্স নিয়ে যে কোন লিখা আমাদের কাছে দিতে পারেন সাইটে প্রকাশ করবার জন্য।
আইসিটা কি পাওয়া যাব
আইসি পাওয়া যায় তবে খুঁজতে হবে। আর না পেলে টিপি৩ পয়েন্ট থেকে আউটপুট অন্য এমপ্লিফায়ারের ইনপুটে দিলেই হবে।
ভাইয়া আমাকে কি একটা সার্কিট তৈরি করে দেয়া যাবে। আমি আমার এলাকায় এসব পার্টস পাচ্ছি না।
আইসি পাইলাম না ভাই! 🙁 বানাবার খুব ইচ্ছা ছিল! :'(