ওয়্যারলেস মোবাইল চার্জার বানাতে চাই, কিংবা তার ছাড়া বিদ্যুৎ এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া সম্ভব?
এই হলো এখনকার একটি সাধারণ জিজ্ঞাসা। এই জিজ্ঞাসাকে একটু সহজ করবার জন্য আজকের পোষ্ট। আমরা খুব বেশী তত্ত্বের ভিতরে যাব না। খুব সাধারণ ভাবে একটা সার্কিট দেখাব। যা দিয়ে কোন প্রকার তারের সংযোগ ছাড়া বিদ্যুৎ চালনা করা যাবে।
আমি এই লেখার কমেন্ট অংশে আলোচনা চালাতে আগ্রহী। এর জন্য এই পোষ্টে শুধু বেসিক সার্কিট টা দেব। আলোচনার মাধ্যমেই ও পড়বার মাধ্যমে শিখা যাবে। তবে না পড়ে শুধু প্রশ্ন করলেও কিন্তু শিখবার উপায় নাই। চলুন তবে সার্কিট টি দেখি —
পরিচ্ছেদসমূহ
ওয়্যারলেস পাওয়ার ট্রান্সমিশন (বেসিক) সার্কিট
উপরে ওয়্যারলেস পাওয়ার ট্রান্সমিটারের ব্যাসিক ডায়াগ্রাম দেখানো হয়েছে।
রিসিভার অংশ
নিচের চিত্রে দেখতে পাচ্ছে এর সিস্টেমের রিসিভার অংশ।
খুবই সহজ একটি সার্কিট। একটি ট্রানজিস্টর, একটি রেজিস্টর ও একটি এলইডি। আর কিছু সুপার এনামেল ওয়্যার (চিকন হলেই হবে/৩০ গেজ)। বাজারে ম্যাগনেট ওয়্যার নামেও পরিচিত।
কয়েল তৈরী
- প্রথমে একটি এক ইঞ্চি ব্যাসের ফর্মাতে এনামেল ওয়্যার ৩০-৪০ প্যাচ দিয়ে এর দুই প্রান্ত ছবির মত করে এলইডিতে সংযোগ দিন।
- আরেকটি কয়েল তৈরী করতে আগের মতই এক ইঞ্চি ব্যাসের ফর্মাতে ৩০ প্যাচ দিন। তবে ১৫ প্যাচের পর একটি প্রান্ত বের করে রাখেন।
- এইবার সার্কিটের মতো করে কানেকশন করে দিন।
ট্রান্সমিটার ও রিসিভার পরীক্ষা
একটি ১.৫ ভোল্ট ব্যাটারী থেকে সাপ্লাই দিয়ে এলইডি সহ কয়েল টি সমান্তরাল করে সার্কিটের কয়েলের কাছে আনুন। দেখবেন এলইডি জ্বলতে শুরু করবে। ট্রানজিস্টর হিসাবে যে কোন এন পি এন (NPN) ট্রানজিস্টর ব্যবহার করতে পারেন যেমন BC547, BC337, BC107, C828, D400, D882 ইত্যাদি।
ওয়ারলেস পাওয়ার ট্রান্সমিটার ও রিসিভার তৈরি করবার ভিডিও
ওয়ারলেস পাওয়ার ট্রান্সমিশন/পাওয়ার সাপ্লাই নিয়ে একটি চমৎকার ভিডিও প্রকাশিত হয়েছে আমাদের ইলেকট্রনিক্সের ইউটিউব চ্যানেলে। এই টিউটোরিয়াল ভিত্তিক ভিডিও টি দেখে মোটামুটি ইলেকট্রনিক্স জ্ঞান সম্পন্ন যে কেউই এই প্রজেক্ট টি বানাতে পারবেন। ভিডিও টিতেই সার্কিট ডায়াগ্রাম, ও বিস্তারিত বর্ণনা দেয়া আছে। বিজ্ঞান প্রজেক্ট হিসেবেও এটি বেশ চলে। একটু মডিফাই করে নিলে এর দ্বারা মোবাইল চার্জার ও বানানো সম্ভব। চলুন ভিডিওটি দেখি-
Dear Admin খুব সুন্দর পোষ্ট। But 5v আউট পুট পেতে কত volt ব্যাটারি ব্যাবহার করব ? কপার ওয়ার কত গেজ ?কত turn দিব? ডায়াগ্রাম টা দিবেন প্লিজ।
এই সার্কিট ব্যাসিক ধারণা পাবার জন্য এক্সপেরিমেন্টাল। ৫ ভোল্ট আউটপুট পাবার জন্য আলাদা সার্কিট লাগবে। আমাদের সাথে থাকুন – আমরা কাজ করছি – পেয়ে যাবেন। ধন্যবাদ
1.5 volt e led jole??? ai ckt e 5v dile prb hbe ki???
charger diya ware chara mobie charge dita chai…kono circuit acha ki.?
nice
ami besic to advance electronics sikhte chai..kono pdf ba video tutorial acche .plz help….@admin
এই লিংক টি দেখুনঃ ৫৫৫ আইসি দিয়ে ৫০ টি মজার সার্কিট(ইংরেজী)
Circuits a transistor bosatae ba pa cintacina, help pleas.
কি সার্কিট? কোন ট্রানজিস্টর?
ট্রানজিস্টর এর পা মাল্টিমিটার দিয়ে মেপে নিন। এমনিতে বাম দিকের টা কালেক্টর আর মাঝের টা বেজ হয়। (BC547)
মাল্টি মিটার দিয়ে কিভাবে ট্রান্সজিস্টর মাপার কোনো টিউটোরিয়াল আছে নাকি রাইয়ান ভাই??
ভাই এই সার্কিট আমি অনেক আগে বানিয়েছি কাজ করে কিন্তু বেশিদুরে যায়না।