ডার্ক সেন্সর – সন্ধ্যায় বাতি জ্বলবে খুব সহজেই

8
2304
555 based dark sensor-detector ckt

আজ ডার্ক সেন্সর Dark sensor/ Auto Street Light/ Emergency Light সম্পর্কে । আগেই বলে নিচ্ছি সাইট এ আমার প্রথম টিউন এটি। যদি কোন ভুল হয়ে থাকে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

মানুষের সভ্যতার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে বিদ্যুৎ। বর্তমানে বিদ্যুৎ ছাড়া বিশ্ব প্রায় অচল। তাছাড়া আমাদের এই বাংলাদেশ এ বিদ্যুৎ খুব দামি একটি সম্পদ। আমদের উচিৎ এর সুষ্ঠু ব্যবহার করা। এসব দিক বিবেচনা করে ডার্ক সেন্সর অনেক বিদ্যুৎ সাশ্রয় করতে পারবে বলে আমি মনে করি।

ডার্ক সেন্সর যন্ত্রের মূল কার্যাবলি-

এই যন্ত্রের মাধ্যমে স্বয়ংক্রিয় ভাবে আপনার বিদ্যুতিক বাতি নিয়ন্ত্রন করতে পারবেন।

কীভাবে কাজ করে ডার্ক সেন্সর

যন্ত্রটি মূলত আলোক সংবেদনশীল। অর্থাৎ, সার্কিটে প্রদত্ত LDR (Light Dependant Resistor) এর উপর আলো পরলে যন্ত্রটি অফ হয়। আলো কমে গেলে (সন্ধ্যার সময়) অন হয়ে যায়।

উপকারিতাঃ

এই যন্ত্র ব্যবহার করলে আপনার বাড়ির বারান্দা/ উঠান/ মাঠ এ থাকা লাইটটি সন্ধ্যার সময় চালু এবং দিনের আলো ফুটলেই বন্ধ হয়ে যাবে। এর ফলে আপনার বাড়তি বিদ্যুৎ বিল থেকে রক্ষা পাবেন।

সতর্কতাঃ

১। ডার্ক সেন্সরে ব্যবহৃত LDR টি এমন ভাবে লাগাতে হবে যেন তার উপর সরাসরি কোনো বৈদ্যুতিক বাতি’র আলো না পড়ে। আলো পড়লেই এই যন্ত্রের সাথে যুক্ত বাতিটি নিভে যাবে।
২। সার্কিট টি যদি ২২০ ভোল্ট এসি লাইনে ব্যবহার করা হয় তাহলে অবশ্যই উপযুক্ত সতর্কতা অবলম্বন করতে হবে যাতে বৈদ্যুতিক শক না লাগে।

খুব সহজ ডার্ক সেন্সরের সার্কিট ডায়াগ্রামঃ

সহজ ডার্ক সেন্সরের সার্কিট ডায়াগ্রাম
সহজ ডার্ক সেন্সরের সার্কিট ডায়াগ্রাম

555 আইসি দিয়ে ডার্ক সেন্সর সার্কিট ডায়াগ্রামঃ

৫৫৫ আইসি দিয়ে তৈরি উন্নত ডার্ক সেন্সর সার্কিট ডায়াগ্রাম
৫৫৫ আইসি দিয়ে তৈরি উন্নত ডার্ক সেন্সরের সার্কিট ডায়াগ্রাম

আপনারা খুব সহজেই উপরের সার্কিট-ডায়াগ্রাম দেখে যন্ত্রটি তৈরি করতে পারেন। খরচ খুবি অল্প। ১০০-১৫০ টাকার মধ্যেই আপনারা এটি তৈরি করতে পারবেন।

আমার তৈরি এবং টেস্ট করা ডার্ক সেন্সরের চিত্রঃ

ট্রানজিস্টর দিয়ে তৈরী আমার সার্কিট। বুঝবার সুবিধার জন্য ছবিতে মূল পার্টস গুলোকে আলাদা ভাবে দাগ দিয়ে বুঝিয়া দিলাম।

ট্রানজিস্টর দিয়ে বানানো আমার ডার্ক সেন্সর প্রজেক্টের সার্কিট
ট্রানজিস্টর দিয়ে তৈরি করা আমার ডার্ক সেন্সরের সার্কিট

৫৫৫ আইসি দিয়ে বানানো আমার তৈরীকৃত ডার্ক ডিটেক্টরের এর চিত্র-

৫৫৫ আইসি দিয়ে তৈরি ডার্ক সেন্সর প্রজেক্টের সার্কিট
৫৫৫ আইসি দিয়ে তৈরি ডার্ক সেন্সর প্রজেক্টের সার্কিট

কাজেই দেরি না করে আজই বানিয়ে ফেলুন এই সার্কিট টি আর দেশের অমূল্য সম্পদ- বিদ্যুৎ সাশ্রয়ে উদ্যোগী হোন।

সম্পাদকের মন্তব্যঃ উভয় সার্কিট খুব চমৎকার কাজ করে এবং পরীক্ষিত। তবে 555 IC দিয়ে নির্মিত সার্কিট টি বেশী স্টেবল ও কার্যকরী। আমি ও আমার পরিচিত বহুজন এই সার্কিট ব্যবহার করছেন। ৫৫৫ আইসির আউটপুটে একটি ট্রানজিস্টররীলে ব্যবহার করে 220 – AC লাইনের  বাতি জ্বালানো-নেভানো সম্ভব।

কেউ  আরো বিস্তারিত ভাবে এই সেন্সর/ডিটেক্টর কিভাবে কাজ করে জানতে চাইলে আমাদের সাইটে প্রকাশিত শামিম আহমেদ ভাইয়ের এই লেখাটি পড়তে পারেনঃ ডার্ক সেন্সর

এই প্রজেক্টটি উপস্থাপন করে রাহিন মুনতাসির প্রথম আলো বিজ্ঞান প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছিলো – আমাদের ইলেকট্রনিক্স পরিবার থেকে সে জন্য তাকে শুভেচ্ছা।

সম্পাদনায়ঃ সৈয়দ রাইয়ান

8 মন্তব্য

  1. আমার লিখাটি মেনশন করায় সম্পাদককে ধন্যবাদ। লেখাটিও সুন্দর হয়েছে।

    • আপনাকেও ধন্যবাদ।
      আপনার নতুন লেখার অভাব অনুভব করছি 🙂
      আপনার ব্যস্ততা শেষ করে নতুন লেখা নিয়ে আবার আমাদের মাঝে দ্রুত উপস্থিত হবেন আশা করছি।

উত্তর প্রদান

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন