আজ আমি লিখছি 4v ব্যাটারী ফুল চার্জ ইন্ডিকেটর (4V Battery full charge indicator) সম্পর্কে। এই সার্কিটের মাধ্যমে আমরা জনপ্রিয় লেড এসিড ব্যাটারির চার্জ ফুল হয়েছে কিনা তা খুব সহজেই বোঝা যাবে। যদি কোনো ভুল হয়ে থাকে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আমরা জানি বিদ্যুৎ ২ প্রকার-
- পরিবর্তনশীল বিদ্যুৎ বা A.C Current
- একমুখী বিদ্যুৎ বা D.C Current
বর্তমানে পরিবর্তনশীল বিদ্যুৎ বা AC Current এর পাশাপাশি একমুখী বিদ্যুৎ বা DC Current খুব জনপ্রিয় এবং খুব দরকারি হয়ে দাঁড়িয়েছে। কারন সৌর বিদ্যুৎ, বায়ু বিদ্যুৎ, জল বিদ্যুৎ -এসবের মাধ্যমে আহরিত শক্তি আমরা ব্যাটারীতে সঞ্চিত রাখতে পারছি। যা পরবর্তীতে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে AC Current এ রূপান্তরিত করে আমাদের দৈনন্দিন যন্ত্রপাতি চালাতে পারছি।
পরিচ্ছেদসমূহ
- 1 ব্যাটারী চালিত কিছু যন্ত্রের নামঃ
- 2 এই ব্যাটারী ফুল ইন্ডিকেটরের উপকারিতাঃ
- 3 ব্যাটারী ফুল ইন্ডিকেটর যন্ত্রের ব্যবহার পদ্ধতিঃ
- 4 ব্যাটারী ফুল ইন্ডিকেটর এর সার্কিট-ডায়াগ্রামঃ
- 5 সার্কিটের পার্টস লিস্টঃ
- 6 সার্কিটটি বানাতে বর্তমান খুচরা বাজার মূল্যে খরচ হবেঃ
- 7 আমরা তৈরি করা ফুল চার্জ ইন্ডিকেটর সার্কিটের চিত্রঃ
- 8 চার্জিং হবার সময়ের চিত্রঃ
- 9 চার্জ ফুল হয়ে গেলে তখনকার চিত্রঃ
ব্যাটারী চালিত কিছু যন্ত্রের নামঃ
কিছু জনপ্রিয় ব্যাটারী চালিত যন্ত্রের নাম আইপিএস, ইউপিএস, ইনভার্টার। ছাড়াও হবিস্টদের তৈরী কমবেশি সকল সার্কিটই ব্যাটারী চালিত হয়।
এই ব্যাটারী ফুল ইন্ডিকেটরের উপকারিতাঃ
ইলেকট্রনিক্স হবিস্টদের কাছে ব্যাটারী খুব প্রয়োজনীয় উপকরন। ব্যাটারী হিসেবে এখন খুব জনপ্রিয় একটি ব্যাটারী হচ্ছে ৪ ভোল্টের সাবান ব্যাটারী যা আসলে লেড এসিড ব্যাটারী’র নামান্তর। এই ব্যাটারী গুলো চার্জ করতে হয় অর্থাৎ এগুলো রিচার্জেবল।
কিন্তু এই রিচার্জেবল ব্যাটারীকে যদি অতিরিক্ত সময় চার্জ দেয়া হয় তাহলে তার আয়ু কমে যায়। এর জন্য আমরা ব্যবহার করতে পারি এই সার্কিটটি। যার মাধ্যমে খুব সহজেই বুঝতে পারব যে ব্যাটারী ফুল চার্জ হয়েছে কিনা। ফলে ব্যাটারী ওভার চার্জ হবার আগেই আমরা চার্জিং থেকে খুলে ফেলতে পারবো। এতে করে যেমন আমাদের ব্যাটারী’র আয়ু বাড়বে তেমনি অতিরিক্ত বিদ্যুৎ খরচের হাত থেকেও আমরা রক্ষা পাবো।
ব্যাটারী ফুল ইন্ডিকেটর যন্ত্রের ব্যবহার পদ্ধতিঃ
এই সার্কিট টি ব্যাটারীর সাথে লাগাতে হবে। একই সাথে ব্যাটারীতে চার্জিং এর জন্য লাইন দিতে হবে। আমি সরাসরি মোবাইলের চার্জার ব্যবহার করি এই ব্যাটারী চার্জ দেবার জন্য। সাথে এই সার্কিট টি ব্যবহার করি ব্যাটারী ফুল হলে ইন্ডিকেটর হিসেবে।
সার্কিটে ২টি এলইডি আছে। যখন ব্যাটারী চার্জ এ দেয়া হবে তখন ১ম এলইডি জ্বলবে।
ফুল চার্জ হয়ে গেলে ২য় এলইডি জ্বলে উঠবে। তখন বোঝা যাবে যে ফুল চার্জ হয়ে গেছে। তখন চার্জার থেকে সংযোগ বিচ্ছিন্ন করতে হবে।
ব্যাটারী ফুল ইন্ডিকেটর এর সার্কিট-ডায়াগ্রামঃ
সার্কিটের পার্টস লিস্টঃ
- ১। Bc547 ট্রানজিস্টর ৩টা (যে কোন NPN ট্রানজিস্টর যেমন C828, D400, S9014 ব্যবহার করা যাবে। তবে সেই ট্রানজিস্টরের লেগ (E, C, B) গুলাতে সঠিক কানেকশন দিতে হবে)
- ২। 1K রেজিস্টর ১টা
- ৩। 4.7K রেজিস্টর ২টা
- ৪। 470 ওহম রেজিস্টর ২টা
- ৫। 10K রেজিস্টর ১টা
- ৬। 5K ভেরিয়েবল রেজিস্টর ১টা
- ৭। জেনার ডায়োড ৩.৩ ভোল্ট মানের
সার্কিটটি বানাতে বর্তমান খুচরা বাজার মূল্যে খরচ হবেঃ
- ট্রানজিস্টর – ৫/-
- রেজিস্টর ৭টি – ৫ টাকা
- জেনার ডায়োড – ৫ টাকা
- একটি সম্পূর্ন ভ্যারো বোর্ড ১৫/- (কিছু অংশ ব্যবহার হয়েছে বাকী অংশ অন্য সার্কিটে ব্যবহারের জন্য রেখেছি)
সর্বমোট – ৩০ টাকা’র মতো! (স্থানভেদে মূল্যমান কমবেশী হতে পারে)
আমরা তৈরি করা ফুল চার্জ ইন্ডিকেটর সার্কিটের চিত্রঃ
চার্জিং হবার সময়ের চিত্রঃ
চার্জ ফুল হয়ে গেলে তখনকার চিত্রঃ
এই যন্ত্রটি বানাতে আমাকে বেশ কয়েকজন বড়ভাই সাহায্য করেছেন বিভিন্ন ভাবে যাদের নাম না বললেই নয়
১ । আবিদ হোসাইন নিউটন ভাই
২। জিএম খলিল ভাই
৩। সৈয়দ রাইয়ান ভাই
তাহলে দেরি না করে এখনি এই ইন্ডিকেটর সার্কিটটি বানিয়ে নিন আর আপনার ব্যাটারীর আয়ুকে করুন দীর্ঘ, বাঁচান আপনার বৈদ্যুতিক খরচ।
সম্পাদকের মন্তব্যঃ নেটে এই সংক্রান্ত অনেক ধরনের সার্কিটই আছে। এই সার্কিটকে কিছু পরিবর্ধন করে বাযার (Buzzer) সংযুক্ত করা যেতে পারে যাতে ব্যাটারী ফুল হলেই সাউন্ড হয়ে জানান দেয় (Audible Indication System)। আবার এর সাথে অটোকাট সিস্টেম ও সংযুক্ত করা যায় যাতে ব্যাটারী চার্জ সম্পূর্ণ হলেই নিজে থেকেই চার্জ বন্ধ হয়ে যায় (Full Auto Charging System)। আশাকরছি সাইটের অন্যান্য লেখক এই অটো ব্যাটারী চার্জিং সিস্টেম নিয়ে লিখবেন।
সম্পাদনায়ঃ সৈয়দ রাইয়ান
রাহিন মুনতাসির ভাই চার্জ হওয়ার পর ২য় এলইডির পরিবর্তে এলার্ম সিস্টেম করা যাবেকি??
explained very beautifully .
Sheikh Anwar অবশ্যই করাযাবে 🙂
Variable কত মানে রাখতে হবে???
Variable. কত মানে রাখতে হবে
ভাই, অনুগ্রহপূর্বক সার্কিট ডায়াগ্রাম টা দিলে ভালো হতো…।
পোস্টে সার্কিট ডায়াগ্রাম দেয়া আছে। প্রয়োজনে আপনার ব্রাউজার কে রিলোড/রিফ্রেশ করুন।