আজকে যে সার্কিট টি দেবো তা হলো সবার জন্য এক্সপেরিমেন্ট করবার একটা প্রিএম্প সার্কিট। আসুন আগে সার্কিট টি দেখি
খুবই সহজ একটি সার্কিট। একটি C828 ট্রানজিস্টর দিয়ে তৈরী। 50k ভেরিয়েবলটি দিয়ে এই প্রিএম্প এর গেইন কন্ট্রোল করা যাবে। 100 nf ক্যাপাসিটরটি মুলত এর ফ্রীকোয়েন্সী কাট নির্ধারণ করবে। ইনপুটে লেফট ও রাইট দুই চ্যানেলই আসবে কিন্তু আউটপুটে শুধুমাত্র লো ফ্রীকোয়েন্সী আসবে।
যারা অডিও নিয়ে কাজ করছেন প্রাথমিক লেভেলে তাদের জন্য এই সার্কিট। তৈরী করতে অল্পটাকা লাগবে এবং সুযোগ আছে পরীক্ষানিরীক্ষা করবার। 100nf ও আউটপুটের 1mf কে পরিবর্তন করে ফ্রীকোয়েন্সী কাটঅফ কমবেশী করা যাবে তবে পরিবর্তন এরমান খুব কমবেশী না করাই যুক্তিযুক্ত।
**নোটঃ mf দ্বারা এখানে মাইক্রোফ্যারাড বোঝানো হয়েছে।
এই প্রিএম্প সার্কিটটি টেস্টেড না। আমি আশা করছি আপনারা এটাকে টেষ্ট করে এর আউটপুট কেমন হয় তা আমাদের জানাবেন। সহজ সার্কিট দিলাম যাতে করে অল্প সময়ে ও অল্প খরচে সার্কিটটি নিয়ে গবেষণা করতে পারেন। প্রফেশনাল লেভেলের সাবউফার সার্কিট আমাদের টেস্ট পর্যায়ে আছে যা অতীশিঘ্রই আপনাদের কাছে উপস্থাপন করবো, পিসিবি ডিজাইন সহ। প্রফেশনাল লেভেলের সার্কিট করবার আগে এটাকে নিয়ে গবেষণা যদি করেন তবে একটি ভালো আইডিয়া পাবেন যা প্রফেশনাল সার্কিট তৈরী ও এসেম্বল করতে সুবিধা হবে।
এই প্রিএম্প সার্কিট দিয়ে ৫০ ওয়াটের বেশী মানের এমপ্লিফায়ার না চালানোর জন্য বিশেষ পরামর্শ রইলো। এটা যেহেতু সিঙ্গেল সাপ্লাই সার্কিট তাই ডুয়েল সাপ্লাইয়ের এম্পের সাথে ব্যবহারের সময় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে হবে বিশেষ করে গ্রাউন্ড ও নেগেটিভ সাপ্লাই যেনো কখনো এক সাথে না লাগে।