আজকে একটি ৯০ ওয়াটের শক্তিশালী এম্পলিফায়ার নিয়ে লিখছি। দৈনন্দিন ব্যবহারের জন্য এটি যথেষ্ট পাওয়ারফুল এম্পলিফায়ার। বাজারে TDA7294 দিয়ে রেডিমেড কম্পলিট এম্পলিফায়ার পাওয়া যায় তা হয়ত সবাই জানেন। তবে সেগুলোর গুণগত মান তেমন নয়। আজ TDA7294 এর যে ডায়াগ্রামটি দিচ্ছি তা অনেক মানসম্মত একই সাথে শক্তিশালী। সবচেয়ে বড় সুবিধা হলো এই ডিজাইনে এম্প সার্কিট আর পাওয়ার সাপ্লাই বিল্টইন। ফলে আলাদা ভাবে পাওয়ার সাপ্লাই বানানোর ঝামেলা নেই। সাবউফার স্পিকার ড্রাইভ করবার জন্যও এটি বেশ কার্যকরী। প্রথমেই এই TDA7294 এম্পলিফায়ার এর ডায়গ্রাম দেখি-
পরিচ্ছেদসমূহ
- 1 TDA7294 এম্পলিফায়ার সার্কিট ডায়াগ্রামঃ
- 2 ৭২৯৪ এম্পলিফায়ার পার্টস লিস্টঃ
- 3 L1 Coil তৈরি
- 4 TDA7294 এর কিছু বৈশিষ্টঃ
- 5 এম্পলিফায়ার এর মিউট ও স্ট্যান্ডবাই ফাংশন:
- 6 এম্পলিফায়ার এর পাওয়ার সাপ্লাইঃ
- 7 এম্পলিফায়ারে নয়েজ দূর করতে হয় কিভাবেঃ
- 8 এম্পলিফায়ার পিসিবি ডিজাইনঃ
- 9 স্পিকার বাছাইঃ
- 10 প্যাসিভ ক্রসওভার তৈরী ও ব্যবহারঃ
- 11 এম্পলিফায়ার এর জন্য স্পিকার বক্স ডিজাইনঃ
TDA7294 এম্পলিফায়ার সার্কিট ডায়াগ্রামঃ

আমাদের এই এম্প সার্কিট ডায়াগ্রামে মিউট ও স্ট্যান্ডবাই এর মিলিত সুবিধা দেয়া আছে যা নিরাপদ ও কার্যকরী। ডায়াগ্রামে 28V AC এই অংশটুকু পাওয়ার সাপ্লাই ট্রান্সফরমার এর সেকেন্ডারি তে একটি সুইচের মাধ্যমে সংযুক্ত হবে। এই সুইচ অন-অফ এর মাধ্যমে উক্ত সুবিধাটি কার্যকর করা যাবে (মিউট ও স্ট্যান্ডবাই নিয়ে পরে আলোচনা করছি)।
৭২৯৪ এম্পলিফায়ার পার্টস লিস্টঃ
- TDA7294 আইসি – ১টি
- 1N5404 ডায়োড – ২টি
- 1N4148 ডায়োড – ১টি
- ৫ এম্পিয়ার ফিউজ – ২টি
- ২৮ ভোল্ট ৪ এম্পিয়ার ট্রান্সফরমার – ১টি (এম্পিয়ার বেশী হলে আরো ভালো)
- 4700μF 50V ইলেকট্রোলাইটিক ফিল্টার ক্যাপাসিটর – ২টি (বড় ও উন্নত মানের)
- 0.1μF (104) 100V মাইলার/পলিস্টার ক্যাপাসিটর – ২টি
- 0.47μF (474) 100V মাইলার/পলিস্টার ক্যাপাসিটর – ১টি
- 0.1μF (104) 250V মাইলার/পলিস্টার ক্যাপাসিটর – ১টি
- 22μF 50V ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর – ১টি
- 10μF 50V ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর – ১টি
- 10pF 50V সিরামিক ক্যাপাসিটর – ১টি
- 390pF 50V সিরামিক ক্যাপাসিটর – ১টি
- 56K 1/4W রেজিস্টর – ২টি
- 1K 1/4W রেজিস্টর – ১টি
- 5.1K 1/4W রেজিস্টর – ৪টি
- 8.2K 1/4W রেজিস্টর – ৩টি
- 2.7 Ohm 1W রেজিস্টর – ২টি
- 8.2 Ohm 1W রেজিস্টর – ২টি
- 10K/20K Volume Control – ১টি
L1 Coil তৈরি
১৮ গেজ এর কপার তার বা সুপার এনামেল ওয়্যার (মোটর বা ট্করান্সফরমারের কয়েলের তার) কে ৩/৮ ড্রিলবিট এর উপরে ১০ থেকে ১১ প্যাঁচ দিতে হবে। সার্কিট বোর্ডে সংযুক্ত করবার মত তার রেখে অতিরিক্ত তার কেটে বাদ দিতে হবে।
TDA7294 এর কিছু বৈশিষ্টঃ
TDA7294 আইসি টি মনোলিথিক। এই প্যাকেজের মাঝেই হাই আউটপুট পাওয়ার দেবার ব্যবস্থা আছে। ফলে নতুন ও হবিস্টদের জন্য বানানো বেশ সুবিধা জনক। আইসি টির কিছু বিশেষ বৈশিষ্ট নিম্নরূপ-
- থার্মাল শাটডাউন
- শর্ট সার্কিট প্রোটেকশন
- লো ডিস্টরশন
- হাই আউটপুট পাওয়ার
- সুইচ অন/অফ নয়েজ মুক্ত
- মিউট/স্ট্যান্ডবাই ফাংশন যুক্ত
এম্পলিফায়ার এর মিউট ও স্ট্যান্ডবাই ফাংশন:
উন্নত মানের এম্প সিস্টেমে মিউট ও স্ট্যান্ডবাই সুবিধা বিশেষভাবে থাকে। উভয় ক্ষেত্রেই এম্প এর আউটপুট বন্ধহয়ে যায় কিন্তু ২টির সুবিধা এক নয়।
মিউট এর ক্ষেত্রে এম্প সিস্টেমের সম্পূর্ণ ফাংশন চালু থাকে অপরদিকে স্ট্যান্ডবাই এর ক্ষেত্রে সম্পুর্ণ এম্প সিস্টেম টি এমন একটি পর্যায়ে চলেযায় যখন এম্প সিস্টেম সবথেকে কম পাওয়ার কনজিউম করে। কিন্তু স্ট্যান্ডবাই এর বড় অসুবিধা হলো এই অবস্থা থেকে এম্প সিস্টেম কে সম্পূর্ণ কর্মক্ষম হতে কিছু পরিমাণ সময়ের দরকার হয়। অপরদিকে মিউটিং এর ক্ষেত্রে এম্প সিস্টেমের সকল কার্যক্রম চালু থাকে কিন্তু আউটপুট শুধু বন্ধ হয়। ফলে আউটপুট কে দ্রুত সুইচ অন বা অফ করতে মিউট পদ্ধতিই বেশী কার্যকর।
এম্পলিফায়ার এর পাওয়ার সাপ্লাইঃ
সঠিক পাওয়ার সাপ্লাই এম্পলিফায়ারের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ভোল্টজে বেশী হলে যেমন এম্প আইসি কেটে যেতে পারে তেমনি পাওয়ার সাপ্লাই এর কারেন্ট রেটিং কম হলে সাউন্ড নষ্ট হয়।

ডায়াগ্রামে দেখতে পাচ্ছি এটি একটি স্প্লিট টাইপ পাওয়ার সাপ্লাই। ট্রান্সফরমার ও ক্যাপাসিটর অবশ্যই উচ্চমানের হতে হবে। নয়ত নয়েজ বা হাম আসবে। এখানে উল্লেখ্য যে এই এম্পলিফায়ার সার্কিটটির সাথে যে পিসিবি ডিজাইন দেয়া হয়েছে তাতে এই পাওয়ার সাপ্লাই সেকশন ও যুক্ত করা আছে। তারমানে আপনি একই পিসিবি তে এম্পলিফায়ার এবং পাওয়ার সাপ্লাই পাচ্ছেন।
এম্পলিফায়ারে নয়েজ দূর করতে হয় কিভাবেঃ
- অবশ্যই ভালো মানের পার্টস ব্যবহার করতে হবে
- উন্নত মানের পিসিবি ডিজাইন করতে হবে
- অরিজিনাল আইসি ব্যবহার করতে হবে
- আউটপুটের ড্রাইভার বা স্পীকার ভাল মানের হতে হবে
- পাওয়ার গ্রাউন্ড আর কানেকশন গ্রাউন্ড/সিগনাল গ্রাউন্ডকে আলাদা রাখতে হবে
- মেটাল ক্যাবিনেট ব্যবহার করলে মোটা তার দিয়ে ক্যাবিনেট ও গ্রাউন্ড ঝালাই করতে হবে
- ভলিউম কন্ট্রোলসহ টোন কন্ট্রোল ভেরিয়েবল রেজিষ্টরের বডি একসাথে বাড়তি তার দিয়ে যুক্ত করে গ্রাউন্ডের সাথে ঝালাই করে দিতে হবে
- আইসি বা ট্রানসিস্টরে ব্যবহৃত হীট সিংক পর্যাপ্ত হতে হবে
- ট্রান্সফরমার এর বডিকে রাবার বা প্লাস্টিকের সাহায্যে চেসিস (ক্যাবিনেট) থেকে আলাদা করে রাখতে পারলে ভাল হবে।
ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়ে সতর্ক নজর রাখতে হবে। নয়েজ ও হাম দূর করবার জন্য পূর্বে প্রকাশিত আমার এই লেখাটি পড়তে পারেন।
এম্পলিফায়ার পিসিবি ডিজাইনঃ
এম্পলিফায়ারের নয়েজ দূর করতে চাইলে ভালো মানের পিসিবি ডিজাইন বাধ্যতামূলক। তবে অনেকেরই ডিজাইন করবার মত সুবিধা থাকেনা। চাইলেও পারেন না। তাদের জন্য এই এম্পলিফায়ার টির পিসিবি ডিজাইন দিচ্ছি-

ডিজাইন টি ডাউনলোড করে ছবিতে দেয়া সাইজ অনুযায়ী প্রিন্ট করতে পারেন। সাইজ নিয়ে সমস্যা হলে নিচে দেয়া পিসিবি ডিজাইনের ডাউনলোড লিংক থেকে PDF File ডাউনলোড করে নিন। PDF ফাইল টিকে লেজার প্রিন্টার দিয়ে প্রিন্টকরে টোনার ট্রান্সফার মেথড দিয়ে পিসিবি বানাতে পারেন।
পিসিবি বানানো নিয়ে আমাদের তরুণ গবেষকদল একটি ভিডিও তৈরী করেছে। তাও দেখতে পারেনঃ সহজ ভাবে পিসিবি তৈরী
পিসিবি ডিজাইন টি প্রিন্ট করবার পর নিচের কম্পোনেন্ট লেয়াউট দেখে পার্টসগুলোকে জায়গামত বসিয়ে সোল্ডার করে নিতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ড্রাইসোল্ডার না থাকে।

TDA7294 আইসি টি সিঙ্গেল চ্যানেল। অর্থাৎ কেউ যদি স্টেরিও হিসেবে ব্যবহার করতে চান তাহলে একই রকম ২টি সার্কিট তৈরি করে স্টেরিও করতে হবে। অবশ্যই আইসিতে বড় মাপের হিটসিংক লাগাবেন। থারমাল পেস্ট ব্যবহার করতে হবে। কম্পলিট স্টেরিও করলে দেখতে এমন হবে-

স্পিকার বাছাইঃ
এই সার্কিটের সাথে ব্যবহারের জন্য ৮ ইঞ্চি মাপের ও কমপক্ষে ১২০ ওয়াট লোড নিতে সক্ষম স্পীকার ব্যবহার করতে হবে।
প্যাসিভ ক্রসওভার তৈরী ও ব্যবহারঃ
অডিও এমপ্লিফায়ারের আউটপুটে লাগানোর জন্য এই প্যাসিভ ক্রসওভার যা স্পীকারের ধরণ অনুযায়ী অডিও ফ্রিকোয়েন্সীকে আলাদা করে তাতে সিগন্যাল দিবে। এতে করে আউটপুটের শব্দ আরও শ্রুতিমধুর এবং স্পীকারের কর্মক্ষমতা ভাল হবে।
- উফার – ৫০০ হার্টজ,
- মিডরেঞ্জ – ৫০০- ৩ কিলোহার্টজ এবং
- টুইটার ৩ কিলোহার্টজ থেকে ২০ কিলোহার্টজ পর্যন্ত ফ্রিকোয়েন্সী রেঞ্জে কাজ করে।
এর বিস্তারিত নির্মাণ কৌশল আমার এই পোস্টে দিয়েছি বিধায় আর উল্লেখ করছি না। নিচে শুধু প্যাসিভ ক্রসওভার এর ডায়াগ্রাম দিলাম-

এম্পলিফায়ার এর জন্য স্পিকার বক্স ডিজাইনঃ
ভালো বিট পাবার জন্য যেমন ভালো এম্পলিফায়ার সার্কিট, পাওয়ার সাপ্লাই প্রয়োজন তেমনি প্রয়োজন একটি ভালো স্পিকার বক্স। বিশেষ ভাবে বলতে গেলে বুকে ধাক্কা দেবার মত বিট যদি পেতে চাই তাহলে ভালো স্পিকার বক্স ডিজাইনের গত্যান্তর নাই। আমার নিজের ডিজাইন করা একটি ভালো সাবউফার বক্সের ডিজাইন নিচে দিচ্ছি। এটি বানানো যেমন সহজ তেমনি সাউন্ড ও জোড়ালো। এই সাবউফার বক্সের ডিজাইন নিয়ে বিস্তারিত লেখা পাবেন আমাদের সাইটে প্রকাশিত এই লেখায়- সাবউফার বক্স

আশাকরি উপরোক্ত ধাপগুলি সঠিক ভাবে মেনে চললে এম্পলিফায়ার বানানোতে আপনি সফল হবেন। আর আমরা তো আছিই আপনাদের পাশে।
লেখা শুরু করেছিলাম এম্পলিফায়ার নিয়ে। লিখতে লিখতে সম্পূর্ণ এম্পলিফায়ার সিস্টেম নিয়েই বলে ফেললাম। প্রজেক্ট হিসেবেও এই অডিও এম্প সিস্টেম বেশ কাজে লাগতে পারে। এতে যদি আপনার কিঞ্চিৎ উপকার হয় তাতেই এই পরিশ্রম স্বার্থক। অডিও সাউন্ড সিস্টেম নিয়ে আমাদের আরো লেখা পাবেন অডিও বিভাগে। ঘুরে আসবার আমন্ত্রণ রইলো।
ভাল লিখেছেন, অনেকেরই কাজে আসবে 🙂
ভাই আমাকে 7294 আইসির অ্যম্প্লিফায়ার সার্কিট দিতে পারবেন
লেখা ভালমত পড়ুন। প্রথমেই সার্কিট ডায়াগ্রাম দেয়া আছে। 🙂
নাকি রেডিমেড সার্কিট চান?
ভাই ৭২৯৪ সাব উফার এম্প্লিফায়ারের লে আউটে j3& j4 কি বুঝলামনা ভাই প্লিজ একটু বলে দেন
খুব গোছানো এবং তথ্যবহুল পোস্ট।বাংলায় এইরকম টিউটোরিয়াল এই প্রথম দেখলাম ।keep it up … Wish you all the best
Thanks
7294 আইসির দাম কত হবে
300w speaker er jonno tda circuit ace apnader kace
Mid range woofer ব্যবহার না করলে কোন সমস্যা আছে?
এটি কিভাবে তৈরি করব একটা ভিডিও টিউটোরিয়াল দেন
এটি তৈরি করতে কত টাকা খরচ হবে
ভাই দেখে খুব ভাল লাগলো, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমার 3000 ওয়াট এ্যাম্পিয়ার সার্কিট একটা খুব প্রয়োজন কিন্তু পাচ্ছি না, আপনার কাছে যদি থেকে তাকে একটুও দিবেন কি?
৩০০ ওয়াট এ্যাম্পলিফায়ার দিয়ে কত স্পিকার বাজানো যাবে? অামি ১২ ইঞ্চি স্টানজার স্পিকার বাজাই ভালো মান সাউন্ড অাসে না কি জন্য?
vai amk 2ta make kore diben?