হবিষ্টদের জন্য পরামর্শ ও শিক্ষা মুলক পোষ্ট – (১)

8
892

প্রশ্নঃ- মোবাইল Power bank এ বা অন্য কোন  power circuit এ দুইটি বা দুইয়ের অধিক 7805/7812 IC বা যেকোন রেগুলেটর IC প্যারালালে ব্যবহারের সঠিক নিয়ম কি ? কিভাবে করা যায় ? কতটুকু যুক্তি সঙ্গত ?

অথবা.. এই পদ্ধতির বিকল্প ও আরো উন্নত কোন কোন Power circuit ব্যবহার করা যায় ? সার্কিট ডায়াগ্রাম সহ সংক্ষিপ্ত বর্ণনা দিন ?

উত্তরঃ- প্রয়োজনে দুই বা তার অধিক 7805 অথবা যে কোন রেগুলেটর IC এর প্যারালালে যুক্ত করে ব্যবহার করা যায় ৷

images (83)এক্ষেত্রে 7805/78012 যে কোন রেগুলেটর IC এর output এ ১টি করে ডায়োড অথবা (0.10 বা 0.22 ওহম ) রেজিষ্টর লাগাতে হবে Regulator ic টি নিরাপদ রাখার জন্য ৷ ( এখানে রেজিষ্ট্যান্স ব্যাবহার করাই উত্তম )

প্রস্তুতকারী কোম্পানীর ভিন্নতা ও production error এর কারনে প্রতিটি Regulator ic এর volt ও Amp সামান্য তারতম্য ঘটে,যেমন কোন Regulator ic তে 4.8v or 4.9v বা অন্যটিতে 5.1v এ রকম হতে পারে, volt এর পার্থক্য হলে কারেন্টে ও পার্থক্য হবে ৷ তাই এখানে সিরিজে কম মানের রেজিষ্ট্যান্স ব্যবহার করে কারেন্ট প্রবাহের এর ব্যালেন্স নিশ্চিত করা হয় ৷

images (80)এখানে রেজিষ্ট্যান্স ব্যবহার করা না হলে, কোন  Regulator ic থেকে কম কারেন্ট এবং কোন Regulator ic থেকে বেশী কারেন্ট প্রবাহিত হবে, এর ফলে বেশী কারেন্ট প্রবাহিত হওয়া Regulator ic টি অতিরিক্ত গরম হতে থাকবে ৷ সব গুলি রেগুলেটর আইসির Output এ প্রবাহিত কারেন্ট সমান শেয়ারিং হবে না ৷ এই জন্যই Regulator ic এর আউটপুটে কম মানের  Resistance ব্যবহার করার প্রয়োজন পড়ে ৷

images (5)তবে এখানে উল্লেখ করতে হয়, Lm317 এর Output এ রেজিষ্ট্যান্স ব্যবহার করতে হয় না, কারন সবগুলি Lm317 ic এর Adj pin কে একত্রে একটি মাত্র (VR) ভেরিয়েবল রেজিষ্ট্যান্স ব্যবহারের মাধ্যমে সব গুলি Lm317 ic এর Output Volt স্থির রাখা যায়, তাই কারেন্টও স্থির থাকে ৷ এজন্য রেজিষ্ট্যান্স ব্যবহারের প্রয়োজন পড়ে না ৷

images (81)

images (79)এখানে বলতে হয়, দুই বা ততোধিক রেগুলেটর Regulator ic প্যারালালে ব্যাবহার যুক্তি সঙ্গত না,(বিশেষ কোন কারনে বাধ্য না হলে) ৷ অতিরিক্ত কারেন্ট প্রয়োজন হলে,রেগুলেটরের সঙ্গে ট্রানজিস্টর সংযুক্ত সার্কিট ব্যবহার করতে পারি অথবা  Lm317 IC (1.5 Amp) ব্যবহার করতে পারি ৷ 2015-09-30 16.16.43আরও বেশী কারেন্ট প্রয়োজন হলে LM2576-5V/LM2576-12V IC (3Amp) ব্যবহার করতে পারি ৷ এই Regulator icটি হাই ফ্রিক্রোয়েন্সিতে (52khz) সুইচিং করে smps এর মত ৷ তাই power loss খুবই কম হবে এবং ic টাও কম গরম হবে ৷

অল্প লোডে Heat sink ব্যবহার না করলেও চলবে ৷ এই power cicuit টি অনেক উন্নত মানের নিঃসন্দেহে বলা যায় এবং দারুন কাজ করে ৷

বিঃদ্রঃ- আমাদের দেশে যে সব Regulator ic পাওয়া যায়,তার গুণগত মান খুব একটা ভাল না ৷ তাই Data sheet এ maximum load current capacity যা উল্লেখ থাকে তার 75% ধরে ডিজাইন করা ভাল, যেমন 7805/7812 এবং 1N4007 ডায়োডের ক্ষেত্রে 1Amp এর স্থলে 750ma ধরে ব্যবহার করা নিরাপদ ৷ অন্যান্য Regulator ic এর ক্ষেত্রেও এই নিয়ম প্রজোয্য ৷

8 মন্তব্য

  1. LM317T এর আউটপুট এবং এডজাস্ট পিনের মাঝে যে প্রটেকশন ডায়োডটি দেয়া আছে, সেটি দিলে আইসিকে প্রটেক্ট তো করেই না, উল্টো পাওয়ার দেয়ার সাথে সাথেই আইসি নষ্ট হয়ে যায়। এটা পরিক্ষীত। এটি না দিয়ে বরং ইনপুট ও আউটপুটের রিভার্সে একটি ডায়োড দেয়া উচিৎ। এই ডায়োডটি দিলে আউটপুট শর্ট হলেও আইসি নষ্ট হয় না

  2. লুৎফর রহমান বাবুল (ভাই) আমার প্রিয় একজন মানুষ। যদিও তাঁর সাথে আমার তেমন আলাপ হয় না। তবে ওনার আচরণ চমৎকার। আমি তাকে খুব মিস করছি। তিনি কোথায় জানতে ইচ্ছুক।

উত্তর প্রদান

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন