অডিও গেইন সেটআপ
ফুল ভলিউম দিলে সাউন্ড ফেটে যায় বা সাউন্ড ঘের ঘের করে এটা হলো অতিসাধারণ একটা কথা নতুন যারা অডিও সিস্টেম বানাতে যায়। ফুল ভলিউম দিয়ে এম্পলিফায়ার কে চালিয়ে অনেক সময়ই এটা ঠিক করা যায় না। আবার সবসময় এম্প কে ফুল ভলিউমে বাজান সম্ভবও হয় না। এই অসুবিধার মোটামুটি একটা সমাধান হলো এম্পের গেইন সেট করে দেওয়া। খুব বেশী যন্ত্রপাতির প্রয়োজন নেই কাজটা করতে। আসুন দেখি কি কি লাগবে আমাদের :-
- ১. একটি এসি ভোল্টেজ মাপবার জন্য একটি মাল্টিমিটার (ডিজিটাল হলে ভাল)
- ২. একটি ক্যালকুলেটর (বর্গমুল বের করা যায় এমন ক্যালকুলেটর দরকার হবে)
- ৩. সাধারণ টুলস (প্লায়ার, স্ক্র ড্রাইভার ইত্যাদি)
- ৪. ৫০ হার্জ সাউন্ড ওয়েভ ট্রাক
- ৫. ১ কিলোহার্জ সাউন্ড অয়েভ ট্রাক
যন্ত্রপাতি রেডি তো – চলুন দেখি কিভাবে গেইন সেট করা যায়ঃ
- ১. প্রথমেই আপনার এম্পের বাস, ট্রিবল, লাউডনেস ইত্যাদি যত সুবিধা আছে সব কিছু শুণ্যতে আনুন বা সুইচ বন্ধ করে দিন
- ২. এম্পের আউটপুট থেকে স্পীকারের কানেকশন খুলে ফেলুন
- ৩. উফারের জন্য ৫০ হার্জ ট্রাক টি প্লেয়ারে সেট করুণ আর অন্য চ্যানেলের জন্য ১ কিলোহার্জ
- ৪. এবার আসুন একটু অংক করি (ভয় পাবার দরকার নেই – সোজা জিনিস – কঠুন হলে আমিও পারতাম না)
আমরা জানি
এখানে,
পাওয়ার = স্পীকারের লোড নেবার ক্ষমতা (আরএমএস ওয়াট)
ওহম = স্পীকারের ইমপিডেন্স বা রোধ (স্পীকারের গায়ে লিখা থাকে)
ধরুন আপনার স্পীকারের ক্ষমতা ৩০০ ওয়াট আর এর ইমপিডেন্স বা রোধ ৪ ওহম। তাহলে গুন করলে পাবেন ১২০০। এখন ১২০০ এর রুট করলে পাবেন ৩৪.৬৪ বা ৩৪ ভোল্ট।
- ৫. এবার আপনার ট্রাক টি বাজাতে শুরু করুণ।
- ৬. এবার মাল্টি মিটার কে স্পীকার টার্মিনালে সেট করে দেখুন কত ভোল্ট আসছে। ধীরে ধীরে গেইন কন্ট্রোল নব ঘুরিয়ে ৩৪ ভোল্ট আউটপুট আসা পর্যন্ত সেট করুণ।
হয়ে গেল গেইন সেট। এভাবে স্পীকারের ওয়াট আর ওহম দিয়ে আংক করে আপনার কাছে যে এম্প আছে তার গেইন সেট করতে পারেন। আশা করি এর পর আর সাউন্ড ফেটে যায় বলে মন খারাপ করবেন না।
গান শুনুন মন ভাল করতে তবে মনে রাখবেন আপনার উচ্চশব্দ যেন অন্যের বিরক্তির কারণ না হয়। সমস্যা থাকলে সমাধানের জন্য দুরা আছে – তবে অডিও সিস্টেমে কাজ করবার সময় কোন অবস্থায় তাড়াহুরো করবেন না -এম্পের ম্যানুয়াল ভাল করে পড়ে নিবেন আগে – সাধারণ সেফটি রুলস মেনে চলা বাধ্যতামুলক এবং সেই সাথে কাজ করতে গিয়ে আপনার এম্প জ্বলে গেলে আমাকে কোন অবস্থায় দায়ী করা চলবে না।
নির্দিষ্ট হার্জের ওয়েভ সাউন্ড পাব কই?
Available in YouTube . bro