ইলেকট্রনিক্স শুরু করবার আগের সতর্কতা শিক্ষা

11
1279
ইলেকট্রনিক্স শুরু করবার আগের সতর্কতা শিক্ষা
ইলেকট্রনিক্স শুরু করবার আগের সতর্কতা শিক্ষা

ইলেকট্রনিক্স শেখার আগে সতর্কতা শিক্ষা সবচেয়ে জরুরী। আমরা জানি নিজের হাতে যন্ত্র বানানোর মজাই আলাদা। আর সেটা যদি হয় ইলেকট্রনিক্স কোন যন্ত্র তবে তার মজা আরও বেশী। যারা বিভিন্ন প্রজেক্টে সফল হয়েছেন তারা অবশ্যই স্বীকার করবেন প্রতিটি সফল প্রজেক্ট মন কে ভরিয়ে দেয় এক অনাবিল আনন্দে। আবার সেই সাথে প্রতিটি বিফল প্রজেক্ট দেয় নতুন করে শুরু করবার প্রেরণা। এই সুখ বা শক্তি নিমিষেই ভয়ংকর দুর্ঘটনার ছোবলে বাজে অভিজ্ঞতার মুখোমুখি করতে পারে আপনাকে যদি আপনার নিরাপত্তা বিধি জানা না থাকে এবং আপনি জানা থাকবার পরও তা পালন না করেন।

সকল বৈদ্যুতিক কাজের সাধারণ একটি নিরাপত্তা বিধি আছে যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং অবশ্য পালনীয়। এই শিক্ষা আপনাকে করবে কাজের সময় ও কাজের পরে যন্ত্র কার্যক্ষম থাকার সময় নিরাপদ। এই নিরাপত্তা আপনার এবং আপনার তৈরীকৃত যন্ত্র দুই’য়ের জন্যই জরুরী। অনেকেই শখের বশে কাজ করতে যেয়ে বা অতি সাহসী বা উৎসাহিত হয়ে নিরাপত্তা বিধি না মেনেই কাজ করে থাকেন। এই ধরনের কাজ করবার চেয়ে কোন কাজ না করাই ভালো। নিরাপত্তা বিধি বিহীন যে কোন ইলেকট্রনিক্স কাজ অবশ্যই পরিত্যাজ্য।

সাধারণ কিন্তু অবশ্য পালনিয় কিছু নিরাপত্তা বিধি আজ আমরা জানবো। যা প্রত্যেক ইলেকট্রনিক্স হবিস্টকে অবশ্যই মেনে চলতে পরামর্শ থাকবে। আসুন কি কি করতে হবে জেনে নেই –

  1. পায়ে অবশ্যই রাবার বা বিদ্যুত অপরিবাহী বস্তু দ্বারা তৈরী সোলের জুতা পড়তে হবে।
  2. হাতের কাছে টেস্টার রাখতে হবে এবং সকল সময় কোথাও খালি হাতে সার্কিটে হাত দিতে যাবার আগে সেখানে টেস্টার দ্বারা চেক করে নিতে হবে
  3. হাতে রাবার গ্লোভস পরিধান করা উচিৎ
  4. বৈদ্যুতিক লাইন সঠিক ভাবে গ্রাউন্ডিং আছে কিনা তা পরীক্ষা করে নেওয়া উচিৎ
  5. অভিজ্ঞতা না থাকলে হাই ভোল্টেজ লাইন বা বাড়িতে যে বিদ্যুত সকল কাজে ব্যবহার করা হয় তেমন লাইনে অভিজ্ঞ কারো উপস্থিতি ছাড়া কাজ না করা উচিৎ
  6. লাইনের পজেটিভ নেগেটিভ বা লাইভ নিউট্রাল কখনোই একসাথে সর্ট করা উচিৎ না
  7. কোন কম্পোনেন্ট উল্টো করে লাগানো যাবে না
  8. কোন সার্কিট বানানোর পর কমপক্ষে তিনবার পরীক্ষা করে দেখবার পর সব কিছু সঠিক পাওয়া গ্যালে তারপর কানেকশন দিতে হবে
  9. কোন অবস্থায় ব্যাটারী খুলে ভিতরে কি আছে তা দেখা চলবে না
  10. হাতের কাছে সবসময় পর্যাপ্ত পানি রাখতে হবে কাজ করবার সময়
  11. দ্রুত মেইন লাইন ডিসকানেক্ট করবার ব্যবস্থা থাকতে হবে এবং সেই সাথে যথাযথ মানের নিরাপত্তা ফিউজ ব্যবহার করতে হবে
  12. একটি ফার্স্ট এইড বক্স খুব জরুরী ( সামান্য তুলা, ব্যান্ডেজ, এন্টিসেপটিক ক্রিম সহ)
  13. জিহ্বা বা শর্ট করে দিয়ে কখনও ব্যাটারী বা লাইনে বিদ্যুত আছেকিনা তা পরীক্ষা করা যাবে না
  14. সোল্ডারিং করবার সময় উৎপন্ন ধোয়া সরাসরি নাকে যাতে না আসে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে
  15. ধারালো বস্তু নিয়ে কাজ করতে হলে সতর্কতার সাথে করতে হবে
  16. সকল টুলস কাজের আগেই পরীক্ষা করে দেখতে হবে সচল ও সঠিক ভাবে কাজ করে কিনা
  17. ঘুম ঘুম ভাব, ক্লান্ত শরীর ও অসুস্থ অবস্থায় কাজ করা থেকে বিরত থাকতে হবে
  18. সস্তা পার্টস না খুঁজে মানসম্মত পার্টস ব্যবহার করতে হবে
  19. সব সময় সতর্কভাবে কাজ করতে হবে
  20. কাজের জায়গায় কোন শিশুকে প্রবেশ করতে দিবেন না
  21. অনভিজ্ঞ কারও সাহায্য নিলে সাহায্য নেবার আগে সাহায্যকারীকে ভালো ভাবে বুঝিয়ে তারপর কাজ শুরু করবেন
  22. হাই ভোল্টেজ প্রজেক্ট করবার সময় শরীরের কোন অংশ যেনো কোন অবস্থায় না স্পর্শ পায় সেইব্যাপারে সতর্ক থাকবেন
  23. চোখে পরিস্কার রংয়ের নিরাপত্তা চশমা পরা উচিৎ
  24. বৈদ্যুতিক লাইন সিরিজ কানেকশনে ব্যবহার করা উচিৎ এবং সেই সাথে একটা আলাদা সার্কিট ব্রেকার লাইনের সাথে যুক্তকরে নিলে নিরাপত্তা সংহত হবে।

মনে রাখবেন – আপনি বিদ্যুতের কিছু না জানলেও আপনাকে শক দিতে বিদ্যুত সবসময় প্রস্তুত থাকে তাই কোন প্রকার সাহসীকতা ও ম্যাজিক দেখাতে যাবেন না কোন অবস্থায়ই।

সকল সতর্কতা হয়তো লিপিবদ্ধ হয়নি তবে কমেন্টে কেউ বাদ গিয়েছে এমন সতর্কতামুলক বিষয় আনলে পোস্টে যুক্ত করা হবে। সবাই সতর্কভাবে কাজ করবেন, সুস্থ থাকবেন, নতুন নতুন প্রজেক্ট করে সুখি হবেন। আর অবশ্যই ইলেকট্রনিক্স শুরু করবার আগের সতর্কতা শিক্ষা নিবেন। ভালো থাকুন, নিরাপদে থাকুন সবাই।

11 মন্তব্য

  1. খুব ভালো আর সময়ের দাবী এরকম লেখা। আমি একটা পয়েন্ট উল্লেখ করতে চাই: সম্ভব হলে চোখে নিরাপত্তা চশমা ব্যবহার করা উচিৎ।

  2. পরামর্শমুলক,তথ্যবহুল দারুণ সুন্দর একটি পোষ্ট, নতুন হবিষ্টরা উপকৃত হবে ও অনুপ্রেরণা পাবে ৷

  3. ভাই, ৬) প্লাস মাইনাস সর্ট করলে কি বিপদ হতে পারে?
    ১৩) সল্ডারিং এর ধোঁয়া কি ক্ষতিকর?
    অগ্রিম ধন্যবাদ।

    • প্লাস মাইনাস শর্ট করলে সার্কিটের গুরুত্বপূর্ন যন্ত্রপাতি কিংবা ব্যাটারির সমূহ ক্ষতির সম্ভাবনা থাকে। ক্ষেত্র বিশেষে অতিরিক্ত উত্তপ্ত হয়ে বিস্ফোরণ ও ঘটতে পারে।
      সোল্ডারিং এর ধোঁয়া অল্প পরিমাণে ক্ষতিকর নয়। কিন্তু অধিক পরিমাণে গৃহীত হলে সমূহ ক্ষতির আশংকা থাকে। দীর্ঘদিন ধরে এমন অল্প অল্প ধোঁয়া ফুসফুসের বা শ্বাসনালীর জন্যও ক্ষতিকর।

  4. আপনার মতামত বিবেচনাধীন

    Добро пожаловать на наш сайт – ваше решение для всех финансовых потребностей!
    Наши предложения
    Мы предлагаем различные финансовые продукты: кредиты, банковские карты и займы, чтобы помочь вам достигнуть ваших целей и осуществить мечты.
    лимит по кредитной карте
    Идеальные кредиты для ваших нужд
    Нуждаетесь в финансировании на покупку жилья, автомобиля или образование? Наши кредитные программы разработаны с учетом ваших потребностей. Оформите кредит на нашем сайте, выбрав подходящие условия и сроки погашения.
    Преимущества наших банковских карт
    Наши банковские карты предоставляют:
    Удобство безналичных платежей
    Бонусы и привилегии
    Оформите карту на нашем сайте и получайте кэшбэк, скидки у партнеров и участие в программе лояльности. Выберите карту с оптимальными лимитами и условиями обслуживания для себя.
    Быстрые и удобные займы
    Нужны деньги до зарплаты или на непредвиденные расходы? Наши займы – это быстро и удобно. Мы предлагаем прозрачные условия и мгновенное одобрение заявок, чтобы вы могли решать финансовые вопросы без задержек.
    Наши преимущества:
    Простота и Удобство: Оформите заявку онлайн за несколько минут.
    Надежность и Прозрачность: Мы гарантируем честные условия и отсутствие скрытых комиссий.
    Индивидуальный Подход: Мы учитываем ваши личные обстоятельства и предлагаем оптимальные условия.
    Не упустите возможность улучшить свою финансовую ситуацию!
    кредитная история

    Оформите кредит, банковскую карту или займ на нашем сайте уже сегодня и насладитесь всеми преимуществами сотрудничества с надежным финансовым партнером.

    С нами ваши мечты станут реальностью!

উত্তর প্রদান

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন