সেরা লেখকএর নাম ঘোষণা ও সার্টিফিকেট প্রদানের সময় সমাগত। অনেক গুলো সুন্দর লেখার মাঝে সেরা লেখা নির্বাচন অত্যন্ত দুরূহ কাজ। আমাদের বিচারক মণ্ডলী সে দুরূহ কাজটিই করেছেন শতব্যস্ততা মাঝে। তারজন্য আমাদের আন্তরিক ধন্যবাদ পাওনা এই সুন্দর ও সুচারু হাতের (ডিজিটাল হাতের) কাজের জন্য।
বলতে বাঁধা নেই, লেখকদের লেখনির মান এতই ভালো ছিল যে আমাদের সম্পাদনা পরিষদ ও বিচারক মন্ডলীদের জন্য সেরা লেখক নির্বাচন কঠিন হয়ে গিয়েছিল। যাইহোক সবাইকে আর অপেক্ষায় না রেখে আমরা সামনে এগোই।
সেরা লেখক নির্বাচন প্রতিযোগীতার ফলাফল ক্রমানুসারে-
- ১) প্রথম স্থানঃ Shayon Khaled
- ২) দ্বিতীয় স্থানঃ Ashiqur Rahman
- ৩) তৃতীয় স্থানঃ Pallob Gain
এই প্রতিযোগীতায় মোট ১৪টি লেখা অন্তর্ভুক্ত হয়েছে৷ মোট লেখক ছিলেন ৮ জন। ধারাবাহিক লেখাগুলির একের অধিক পর্বকে ১টি লেখা হিসেবে বিবেচনা করা হয়েছে, এবং পূর্ণাঙ্গ লেখাগুলোকে ১টি লেখা হিসেবে ধরা হয়েছে৷ সঠিক ও নির্ভুল মূল্যায়ন এবং বিচার কাজকে সহজ করার স্বার্থে প্রতিটি লেখাকে ৫টি অংশে ভাগ করে নাম্বার প্রদান করে, চূড়ান্ত নির্বাচিত করা হয়েছে। ৫টি ভাগ নিম্নরূপ-
- (১) লেখার প্রাথমিক মান
- (২) ভাষা সরলী/সহজীকরন
- (৩) প্রজেক্ট/ডিভাইসের গুরুত্ব
- (৪) সামঞ্জস্যপূর্ণ চিত্রের ব্যবহার
- (৫) পূর্বে ও বর্তমানে প্রকাশিত লেখার মোট সংখ্যা
লেখকদের উদ্দেশ্যে এই নিয়মাবলী পোস্ট আকারে প্রকাশ করা হলো, যাতে পরবর্তি লেখাগুলোতে লেখকগণ তাদের লেখনির ব্যাপারে আরো যত্নবান ও সচেতন হন।
সেরা লেখক এর সন্ধানের ১ম পর্বে যে লেখাগুলো তালিকাভুক্ত ছিলঃ-
- ব্লুটুথ দিয়ে রিমোট কন্ট্রোল গাড়ি
- খুব সহজেই বানিয়ে নিন ফায়ার এলার্ম
- ট্রানজিস্টর দিয়ে মিউজিক পালস এলইডি
- জাভা প্রোগ্রামিংঃ প্রসেসিং এর খুঁটিনাটি – পর্ব ১
- জাভা প্রোগ্রামিংঃ প্রসেসিং এর খুঁটিনাটি – পর্ব ২
- রেডিও ওয়েভ কি?
- মাইক্রোওয়েভ ওভেন কিভাবে কাজ করে
- ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেমঃ পর্ব-২
- মিডি (MIDI) কি?
- ব্লুটুথ টেকনোলজি সম্পর্কে বিস্তারিত
- আরডুইনো দিয়ে চলন্ত এলইডি প্রজেক্ট
- সহজ কথায় মাইক্রোকন্ট্রোলার এবং এমবেডেড সিস্টেম (পর্ব – ১)
- সহজ কথায় মাইক্রোকন্ট্রোলার এবং এমবেডেড সিস্টেম (পর্ব – ২)
- ডিটিএমএফ (DTMF) প্রজেক্ট
আগ্রহী পাঠকগণের সুবিধের জন্য লেখাগুলো উপরে লিংক আকারে সন্নিবেশিত হলো।
সেরা লেখক প্রথম পর্বে অন্য যেসমস্ত লেখকদের লেখা অন্তর্ভুক্ত ছিল তাঁরা হচ্ছেন-
এখানে উল্লেখ্য যে, নিরপেক্ষতার স্বার্থে আমাদের ইলেকট্রনিক্স কমিটিতে সরাসরি যুক্ত কোনো লেখক ও লেখকের লেখা এই প্রতিযোগীতায় রাখা হয়নি।
পাঠকদের প্রতি অনুরোধ থাকবে, যারা সেরা হতে পারেন নি তাদের সহ বিজয়ীদের কে কমেন্ট ও শেয়ার করে উৎসাহ প্রদান করতে। আর এ পর্বই শেষনয়, সামনে এই লেখকগণ যে স্বীয় লেখনির মহিমায় উদ্ভাসিত হবেন এ দৃঢ়বিশ্বাস সর্বান্তকরণে পোষণ করি।
অশেষ শুভকামনা সবার প্রতি।
বিশেষ কৃতজ্ঞতা স্বীকারঃ লুতফুর রহমান বাবুল ভাই৷ উনার আন্তরিক সহযোগীতায় এই কাজটি অনেক সহজ হয়েছে৷
ধন্যবাদ। 🙂
স্বাগতম ও আন্তরিক অভিনন্দন 🙂
Thanks Amader Electronics,Thanks a lot to Raiya bhai & Babul bhai.For this kind gift 🙂
Not only Me and Babul vai, many other of AE team has contributed and given their time to read all of the articles and has evaluated them.
Congratulation again for you achievement.
Waiting for more quality writings from you as well as from others regularly. Best of luck.
মন্তব্য:nice