খুব সহজেই বানিয়ে নিন ফায়ার এলার্ম

2
2123
বানিয়ে নিন সহজ ফায়ার এলার্ম
বানিয়ে নিন সহজ ফায়ার এলার্ম

ফায়ার এলার্মঃ অগ্নিকান্ড একটি মারাত্মক ধ্বংসযজ্ঞ৷ এর ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়৷ অনেক প্রান অকালে ঝরে পড়ে৷ আগুনের তাণ্ডবের ফলে সম্পদের ব্যাপক ক্ষতি সাধিত হয়৷ অনেক সময় অসতর্কতাবশত অগ্নিকান্ড ঘটে৷ এই অনাকাঙ্খিত আগুন যাতে দ্রুত নিয়ন্ত্রনে আনা যায় তার জন্য রয়েছে ফায়ার এলার্ম। আগুন থেকে বাঁচার জন্য একটি আধুনিক ইলেকট্রনিক প্রযুক্তি৷ আজকে তেমনি একটি সহজ কিন্তু কাজের সার্কিট দেখব।

এই ফায়ার এলার্মটি প্রজেক্ট হিসেবে বিজ্ঞান মেলাতে প্রদর্শন করা যেতে পারে৷

ফায়ার এলার্ম সার্কিট ডায়াগ্রামঃ

ফায়ার এলার্ম সার্কিট ডায়াগ্রাম
ফায়ার এলার্ম সার্কিট ডায়াগ্রাম

সার্কিট এর কার্যকারিতাঃ

সার্কিটটিতে মাত্র একটি ট্রানজিস্টর রয়েছে৷ আর আমরা এখানে থার্মিস্টর এর পরিবর্তে টিউব লাইটের স্টার্টার এর ভিতরের ছোট লাইট ইউজ করবো৷ ওটা আমাদের সুইচ হিসাবে কাজ করবে৷ যখনি ওই সুইচ এ আগুন বা তাপ লাগবে সাথে সাথেই সার্কিটে থাকা বাজারটি সংকেত দিবে৷ কাজেই উক্ত স্টার্টার টিকে এমন স্থানে রাখতে হবে যেখানে আগুন লাগবার সম্ভাবনা আছে। যেমন গুদাম, ঘরের ইলেকট্রিক তার বা মেইন সুইচের কাছে।

fire-alaram-ckt-diagram3পার্টস লিস্টঃ

  • ১. ১টা 10uF ক্যাপাসিটর।
  • ২. ১টা রেজিস্টেন্স (১ কিলো ওহম)
  • ৩. ১টা ভেরিয়াবেল রেজিস্টেন্স (১০ কিলো ওহম)
  • ৪. ১টা ট্রানজিস্টর  (BC547, BC548, C828, D400)
  • ৫. ১টা ডায়োড (1N4007, 1N4148 )
  • ৬. ১টা ৬ ভোল্টের বাজার (Buzzer)
  • ৭. থার্মিস্টর অথবা টিউব লাইট স্টার্টারের ভিতরের ছোট লাইট

টিউব লাইটের স্টার্টার দেখতে কেমন ও ভেতরে কি থাকেঃ

টিউব লাইটের স্টার্টার দেখতে কেমন ও ভেতরে কি থাকেঃ
টিউব লাইটের স্টার্টার দেখতে কেমন ও ভেতরে কি থাকে

**নোটঃ সার্কিট টিতে মূলত থার্মিস্টর ব্যবহার করা হয়েছিল। আমি সৈয়দ রাইয়ান ভাইয়ের পরামর্শে টিউব লাইট স্টার্টারের ভেতরে থাকা ছোট বাল্ব কে ব্যবহার করেছি। ভালো মানের থার্মিস্টর আমাদের এখানে পাওয়া যায় না তাই।

থার্মিস্টর দেখতে কেমনঃ

নিচে কিছু থার্মিস্টর (Thermistor = Thermal Resistor) এর ছবি দেয়া হলো। নাম শুনেই নিশ্চই বুঝতে পারছেন এর রোধ তাপমাত্রার সাথে সাথে কমে-বাড়ে।

বিভিন্ন আকারের থার্মিস্টর
বিভিন্ন আকারের থার্মিস্টর

কিভাবে সার্কিট অ্যাডজাস্ট করবোঃ

সার্কিটটিতে ১টা ভেরিয়েবল রেজিস্টর আছে যা কমবেশি করার মাধ্যমে সার্কিটের সেন্সিটিভিটি কম বেশি করা যায়৷ এটা করতে হয় থার্মিস্টর ব্যবহার করলে। স্টার্টারের ক্ষেত্রে প্রয়োজন নেই।

নোটঃ বাযারের (Buzzer) এর পরিবর্তে LED কিংবা রীলে ব্যবহার করা যাবে৷

 

 

সার্কিট টেস্ট করাঃ

নিচের চিত্রের মত করে টেস্ট করুন। স্টার্টারের বাল্বে ম্যাচের কাঠি কিংবা লাইটারের আগুন কিছুক্ষন ধরে রাখলেই এলার্ম / বাযার বাজতে শুরু করবে।

ফায়ার এলার্ম টেস্টিং
ফায়ার এলার্ম টেস্টিং

তাহলে বন্ধুরা, দেরি না করে এখনি বানিয়ে ফেলুন এই ফায়ার এলার্ম।

2 মন্তব্য

উত্তর প্রদান

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন