তৈরি করুন মিনি এম্পলিফায়ার সিস্টেমঃ TDA2822 IC

4
6000
তৈরি করুন মিনি এম্পলিফায়ার সিস্টেমঃ TDA2822 IC
তৈরি করুন মিনি এম্পলিফায়ার সিস্টেমঃ TDA2822 IC

সূচনাঃ

আজকে আমরা একটি মিনি এমপ্লিফায়ার সিস্টেম বানাবো। যে সাউন্ড সিস্টেমটার সাইজ এতটাই ছোট যে আপনি যেকোন জায়গায় চলাফেরা করার সময় পোর্টেবল বুম বক্স হিসেবেও এটিকে ব্যবহার করতে পারবেন। এমনকি এটির আউটপুটে আমরা স্টেরিও চ্যানেল এর সাউন্ড পেতে পারি। বেশ কয়েকদিন ধরে আমরা বিভিন্ন ফেসবুক গ্রুপ বা পেজে এই ধরনের প্রশ্নের সম্মুখীন হচ্ছি যে-

আমার ল্যাপটপের সাউন্ড খুবই কম, এটার সাউন্ড বাড়ানোর জন্য কি কোন এমপ্লিফায়ার ব্যবহার করতে পারি?

“আচ্ছা মোবাইল থেকে কি কোন উপায়ে আলাদা ছোট বক্স আকৃতির এমপ্লিফায়ার বানাতে পারি যাতে সব জায়গায় ব্যবহার করতে পারি?”

“কম খরচে কিভাবে এমপ্লিফায়ার বানাতে পারবো?”

ব্যাস! আর কোন চিন্তানেই। এসেগেছি আপনাদের সামনে এমনই একটি শখের জিনিস নিয়ে। চলুন, কথা না বাড়িয়ে কাজ শুরুকরি।

মিনি এম্পলিফায়ার সার্কিট এর প্রয়োজনীয় পার্টসঃ

TDA2822 আইসি পরিচিতিঃ

আইসি’র পা এর সিরিয়াল নাম্বার নির্ণয় করা হয়ত আমরা সবাই জানি। যদি না জেনে থাকি তাহলে এই লিঙ্কে ঢুকে জেনে নেই যেকোন আইসি এর পা এর নাম্বার কিভাবে সহজে নির্ণয় করা যায়

এবার আসি মুল কথায়। টিডিএ ২৮২২ (TDA2822) আইসি এর-

  • ১ ও ৩ নাম্বার পা থাকে আউটপুটের জন্য
  • ৬ ও ৭ নাম্বার পা থাকে ইনপুট প্রদানের জন্য
  • ৩ নাম্বারে থাকে পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য আর
  • ৪ নাম্বার গ্রাউন্ড এর সাথে।

মিনি এম্পলিফায়ার সার্কিট ডায়াগ্রামঃ

এই সার্কিটটি আমাদের একাধিকবার পরীক্ষা করা এবং সার্কিট ডিজাইনেও কোন ভুলনেই কারণ এটি আইসি প্রস্তুতকারকের নিজস্ব ডাটাশিট থেকে প্রাপ্ত।

TDA2822 IC দিয়ে মিনি এম্পলিফায়ার সার্কিট ডায়াগ্রাম
TDA2822 IC দিয়ে মিনি এম্পলিফায়ার সার্কিট ডায়াগ্রাম

মিনি এম্প এর পাওয়ার সাপ্লাই সম্পর্কিত কিছুকথাঃ

টিডিএ ২৮২২ এর সাপ্লাই ভোল্টেজ সর্বোচ্চ ১৫ ভোল্ট। তবে এখানে ৫-৯ ভোল্ট ব্যবহার করলেও ভালই ফল পাওয়া যায়। এমনকি এটি ল্যাপটপের ইউএসবি পোর্ট থেকে পাওয়ার নিয়েও চলতে পারে। কাজেই মিনি এম্পলিফায়ার টি এই সাপ্লাই ভোল্টজের মধ্যেই চলবে। আর, আমরা একটি কথা হয়ত সবাই জানি ব্যাটারির কারেন্ট(এম্পিয়ার) যতবেশি থাকবে তার ব্যাকআপ টাইমও ততো বেশি পাওয়া যাবে। আরেকটি বিষয় এর দিকে খেয়াল রাখতে হবে, ইনপুট সাপ্লাই ভোল্টেজ যেন কোন মতেই ১৫ ভোল্টের বেশি নাহয়। তাহলে উল্লিখিত আইসি টি পুড়ে কিংবা নষ্ট হয়ে যেতে পারে।

এই আইসি টির একটি বিশেষ দিক হলো এটাতে কোন প্রকার হিটসিঙ্ক লাগাতে হয়না। আর এটি চালাতে আমরা ইলেকট্রিক ট্রান্সফরমার দিয়ে পাওয়ার সাপ্লাই কে ডিসি তে ফিল্টার করে অথবা ডিরেক্ট ব্যাটারি ব্যবহার করতে পারি। অবশ্যই ট্রান্সফরমার দিয়ে পাওয়ার সাপ্লাই তৈরি করলে বড় ও ভালো মানের ক্যাপাসিটর ব্যবহার করবেন। নয়ত স্পিকারে প্রচুর নয়েজ বা হাম আসবে।

মিনি এম্পলিফায়ার সিস্টেমের আউটপুট লোডঃ

এখন আসি অনেক গুরুত্বপূর্ণ একটি কথায়। স্বাভাবিক ভাবে আমরা হয়ত একটি কথা অনেকেই জানি আবার জানিনা যে, যেকোন এমপ্লিফায়ার এর আউটপুটে যদি ভাল ফলাফল পেতে চাই অথবা অপেক্ষাকৃত বেশি এফিসিয়েন্সি পেতে চাই তাহলে কিছু নিয়ম মেনে তারপর সেখানে উক্ত পার্টস লাগাতে হবে। এমপ্লিফায়ার এর এফিসিয়েন্সি অধিকতর ভাল পেতে হলে এর আউটপুট ক্ষমতার তুলনায় ৩ গুন বেশি ক্ষমতার লোড (এক্ষেত্রে স্পিকার) লাগাতে হয়। উদাহরনঃ আমার এমপ্লিফায়ার ১০০ ওয়াট এর। তারমানে আমাকে এখানে আউটপুট হিসেবে প্রায় মোটামুটি ৩০০ ওয়াটের স্পিকার(লোড) লাগাতে হবে। তা নাহলে ভাল ফলাফল আশা করা যায় না। ক্ষেত্রবিশেষে স্পিকার কেটেও যেতে পারে।

আচ্ছা তাহলে কি দাড়াচ্ছে? সেটাহল যেহেতু টিডিএ ২৮২২ এমপ্লিফায়ার এর স্বাভাবিক আউটপুট ১ ওয়াট তাহলে আমার আউটপুটে ৩-৪ ওয়াটের স্পিকার লাগাতে হবে

বিশেষ সতর্কতা আর কিছু ট্রিক্সঃ

এমপ্লিফায়ার বানানোর ক্ষেত্রে কিছু গোপন ট্রিক্স আছে। যেগুলো হয়তবা আমরা অনেকেই জানি না। আজকে আপনাদের সামনে সব কিছু ফ্ল্যাশ করে দিব। বিনিময়ে কিছু দিতে হবে না আমাকে, শুধু ধৈর্য্য ধরে সাথে থাকুন। তো বিষয়টা হলো, এমপ্লিফায়ার খুব এফেক্টিভ একটি জিনিস। এটাতে অনেকগুলো বিষয় মাথায় রাখতে হয়। যেমন আপনি কোন কোয়ালিটির তার/ওয়্যার ব্যবহার করছেন কানেকশন দেওয়ার ক্ষেত্রে। এমপ্লিফায়ার এ ভাল মানের তার ব্যবহার করা আবশ্যক। না হলে আউটপুট এ সাউন্ড ডিস্টরশন দেখা দিবে। আবার আসি পাওয়ার সাপ্লাই এর কথায়। এমপ্লিফায়ার এর মধ্যে আমরা যে ক্যাপাসিটর/ইন্ডাক্টর ব্যবহার করি তারা তাদের ভিতর এমনকি বাইরেও একটি ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। তাদের আশেপাশে ধরুন ১-২ ইঞ্চির মধ্যে যদি পাওয়ার সাপ্লাই এর ইলেকট্রিক কোন তার এসে পড়ে তাহলে আউটপুটের সাইন ওয়েভ ঐ সাপ্লাই এর ম্যাগনেটিক ফিল্ডের দ্বারা ডিস্টরটেড হয়ে থাকে। তাই এই দুইটি বিষয়ের দিকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে।

এম্পলিফায়ারের নয়েজ ও হাম দূর করতে আমাদের সাইটে প্রকাশিত এই লেখাটি পড়তে পারেন। সার্কিটে ব্যবহৃত বিভিন্নপ্রকার গ্রাউন্ডের চিহ্ন সম্পর্কে জানতে এই লেখাটি পড়ুন।

মিনি এম্পলিফায়ার এ অতিরিক্ত সংযোজনঃ

এখন আমরা যদি এটা থেকে বেশি ওয়াট পেতে চাই তাহলে আমরা ক্যাসকেড/ব্রিজ পদ্ধতি (BTL) অনুসরন করতে পারি। তাতে সাউন্ড আউটপুট পাওয়ার আরো বাড়বে। নিচের সার্কিট ডায়াগ্রামটিতে ব্রিজ পদ্ধতিতে এম্পলিফায়ার দেখানো হয়েছে-

টিডিএ ২৮২২ দিয়ে ব্রিজ (BTL) এম্পলিফায়ার ডায়াগ্রাম
টিডিএ ২৮২২ দিয়ে ব্রিজ (BTL) এম্পলিফায়ার ডায়াগ্রাম

মিনি এম্পলিফায়ার সিস্টেম ডেকোরেশনঃ

এই পুরো মিনি এমপ্লিফায়ার টিকে আমরা যদি একটি কাঠের তৈরি বা প্লাস্টিকের কোন বক্সের মধ্যে স্থানদেই তাহলে এটিকে আরও অনেক সুন্দর দেখাবে। সাউন্ড বক্স আকারে বানিয়ে নিলে তো কথাই নেই। তাছাড়াও এরসাথে আমরা আরও একটি সুন্দর লাইট ইফেক্ট সংযোজন করতে পারি। যা কিনা মিউজিক এর তালেতালে নাচতে সক্ষম। এটির সম্পর্কে জানতে হলে আমার লেখা আরেকটি কলামে ঢুঁ মেরে আসতে পারেন। অথবা মিউজিক পালসের এই লিঙ্কে ঢুকে পড়ুন। এছাড়াও আমাদের অডিও সেকশনে অনেক টিউটোরিয়াল আছে এম্পলিফায়ার নিয়ে।

নিচের ছবিটিতে একজন বিদেশী হবিস্ট বন্ধুর তৈরিকরা মিনি সাউন্ড সিস্টেম। যাকিনা উনি সিগার বক্স (Cigar box) -এ স্থাপন করেছেন। একই রকম ভাবে আমরাও ছোটকোন বক্সে সম্পূর্ণ অডিও সিস্টেমটিকে স্থাপন করতে পারি। ছবিটি দখুন, দেখলে কিছু আইডিয়া পাবেন আশাকরি-

সিগার বক্সে তৈরি মিনি এম্পলিফায়ার সিস্টেম
সিগার বক্সে তৈরি মিনি এম্পলিফায়ার সিস্টেম -(ইন্টারনেট থেকে গৃহীত)
একটি মিনি এম্পলিফায়ার সিস্টেম বক্স এর ভেতরের দৃশ্য
একটি মিনি এম্পলিফায়ার সিস্টেম বক্স এর ভেতরের দৃশ্য

সমাপ্তিঃ

আশাকরি লেখাটা পড়ে এতক্ষনে অনেকেই মিনি এম্পলিফায়ার বানানো শুরুকরে দিয়েছেন। আর যারা করেন নি তারা দ্রুত শুরুকরে দিন। কারণ এরচেয়ে এতকম খরচে এত ভালো মানের এমপ্লিফায়ার পাওয়া সত্যই অনেক বড়কিছু। যাইহোক আজ আর নয়, যেতে হবে এইবার। তবে এ যাওয়াই শেষ যাওয়া নয়। আবার আসব সামনে আরও মজার বিষয় নিয়ে। তবে আপনাদের কে সেই সাথে রেস্পন্স দিতে হবে। আপনারা সাড়া না দিলে আমাদের আসা টা কঠিন ব্যাপার হয়ে। কোন প্রশ্ন থাকলে এখানে কমেন্ট বক্সে জানাতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে আমাদের তা জানাতে পারেন। আমাদের স্পেশালিস্টরা সব সময় আপনাদের সাহায্য করার জন্য সদা প্রস্তুত। আসসালামু আলাইকুম ।

4 মন্তব্য

  1. আসলে ছোট ১ ওয়াট হিসেবে এটার সাউন্ড কোয়ালিটি অনেক ভাল বলে আমরা মনে করি। কেননা ১ ওয়াটে এর চেয়ে বেশি আসলে আশা করা বৃথা। অথবা আপনার সার্কিট কানেকশন/পাওয়ার সাপ্লাই/কমপোনেন্ট এ সমস্যা ছিল। আবার আউটপুটের লোডের কারণেও এগুলোর সাউন্ড কোয়ালিটির পার্থক্য হয়ে থাকে। আশা করি আপনার উত্তর পেয়েছেন। ্কমেন্ট করার জন্য ধন্যবাদ। আমাদের ইলেক্ট্রনিক্স এর সাথে থাকবেন।

উত্তর প্রদান

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন